<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাজিম উদ্দিন</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নাজিম উদ্দিন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত বুধবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। নাজিম চট্টগ্রামের হাটহাজারীর বদিউল আলমের ছেলে। জানা যায়, নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। কিছুুদিন আগে তাঁর ছোট ভাই কামরুল হাসান সুজন তাঁকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্যসচিব নাজিমুর রহমান শোক জানিয়েছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তহুরা বেগম তৃপ্তি</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="তহুরা বেগম তৃপ্তি" height="400" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/17-10-2024/mk/kk-NEW-2-2024-10-25-25a.jpg" style="float:left" width="284" />বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান প্রতিবেদক (বাংলা) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানীর মা তহুরা বেগম তৃপ্তি আর নেই। তিনি গত বুধবার রাতে বড় সন্তানের মালিবাগ চৌধুরীপাড়ার বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তহুরা বেগমের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্বামী, তিন ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তহুরা বেগম দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। গত মার্চ থেকে তিনি গুরুতরভাবে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। এ সময় তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসা নেন। বিশিষ্ট শিক্ষানুরাগী, রত্নগর্ভা তহুরা বেগম যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন। নিজস্ব প্রতিবেদক</span></span></span></span></p> <p> </p>