<p>গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কাপড় ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ব্যাসপুর-জয়নগর আঞ্চলিক সড়কে ও গতকাল ‍বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরায় এসব দুর্ঘটনা ঘটে।</p> <p>কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার খাড়াকান্দি গ্রামের জালাল মাতব্বরের ছেলে মো. ইসরাফিল মোল্যা (৪০) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে মৃত লাল মিয়া মোল্লার ছেলে ইয়ার মোল্লা (৬০)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/20/1734680760-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/20/1459469" target="_blank"> </a></div> </div> <p>ওসি মো. শফিউদ্দিন খান জানান, একটি ব্যাটারি চালিত ভ্যানে করে ব্যাসপুর হতে জয়নগর যাচ্ছিলেন কাপড় ব্যবসায়ী মো. ইসরাফিল মোল্যা। এ সময় ভ্যানের সাথে বিপরীতমুখী ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কাপড় ব্যবসায়ী মো. ইসরাফিল মোল্যা ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইন ব্যবস্থা নেওয়া হবে।</p> <p>অপরদিকে, নিহত ইয়ার মোল্লার ভাতিজা মো. হাসান জানান, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাজারের যাত্রীবাহী বাস একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ইয়ার মোল্লা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।</p>