<p>রাজস্থানের জয়পুরে একটি পেট্রল পাম্পের বাইরে দুটি ট্রাকের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। </p> <p>প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে আজমের রোডে একটি পেট্রল পাম্পের বাইরে এ দুর্ঘটনা ঘটে। একটি সিএনজি ট্যাংকার পেট্রল পাম্পের কাছে দাঁড়িয়ে ছিল, ট্রাকের ধাক্কায় সেটিতে আগুন ধরে যায়। কর্মকর্তাদের মতে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনায় ৪০ জনেরও বেশি লোক আহত হয়েছে এবং তাদের মধ্যে অন্তত ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে তারা জানিয়েছেন। আগুনে পেট্রল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা আরো কয়েকটি যানবাহন পুড়ে যায়।</p> <p>হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে। সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে ৩০০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা বেশ কয়েকটি যানবাহন সম্পূর্ণরূপে পুড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন চালক দগ্ধ হয়েছেন বলে জানা গেছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। </p> <p>ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, একটি বিশাল আগুনের শিখা এবং এর ওপরে কালো ধোঁয়ার মেঘ, যা কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল। স্থানীয়দের মতে, ১০ কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জানা গেছে, অনেক জ্বালানি ট্যাংক ফেটে যাওয়ার কারণে বার বার বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। </p> <p>প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, যে ট্রাকটি সিএনজি ট্যাংকারে ধাক্কা দিয়েছিল, সেটি রাসায়নিক পদার্থ বহন করছিল। তাই খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। </p> <p>স্টেশন হাউস অফিসার (এসএইচও), ভাংক্রোটা, মনীশ গুপ্ত সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘আগুনে বেশ কয়েকটি ট্রাক পুড়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িত ট্রাকের সংখ্যা স্পষ্ট নয়। পুড়ে যাওয়া আহত কয়েকজনকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ </p> <p>রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা হতাহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছেছেন এবং এই ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাটি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। টেলিফোনে কথোপকথনের সময় শাহ আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।</p> <p>সূত্র : এনডিটিভি</p>