<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতনি জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার মামলায় সাজু বৈদ্য নামের এক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের পঞ্চম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহান জিনিয়ার আদালত মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী সাংবাদিকদের জানান, সাজু বৈদ্যকে ঘটনার দিন পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছিল জনগণ। তিনি এত দিন চিকিৎসাধীন ছিলেন। আজ (বৃহস্পতিবার) তাঁকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন মঞ্জুর করেছেন। পুলিশ জানায়, সাজু বৈদ্য গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের একটি মামলার ১০ নম্বর আসামি।</span></span></span></span></p>