<p>মিসরের কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের সাইডলাইন বৈঠকে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব হুসেইন আল শেখ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে পিএলও -এর নির্বাহী সদস্য ড. জিয়াদ আবু আমেরও উপস্থিত ছিলেন।</p> <p>প্রধান উপদেষ্টা এসময় পিএলও নেতাকে জানান, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণ এবং একটি স্বাধীন রাষ্ট্রের জন্য তাদের সংগ্রামকে দৃঢ়ভাবে সমর্থন করে।</p> <p>প্রধান উপদেষ্টা বলেন, ‘ফিলিস্তিনি জনগণ এবং তাদের স্বাধীনতার সংগ্রামের বিষয়ে পুরো দেশ ঐক্যবদ্ধ।’</p> <p>পিএলও মহাসচিব ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারকে সমর্থন করে ডি-৮ শীর্ষ সম্মেলনে জোরালো বক্তৃতার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান।</p> <p>অধ্যাপক ইউনূস জুলাইয়ের গণ-অভ্যুত্থানের গ্রাফিতি ও ম্যুরালসমূহের ওপর একটি আর্ট বইয়ের অনুলিপি পিএলও নেতাকে উপহার দেন।<br />  </p>