<p>হবিগঞ্জে সদর উপজেলার জালালাবাদ গ্রামে গত বর্ষায় বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। কিন্তু এই বাঁধটি মেরামতের কাজ শুরু করা হয়নি। ফলে হাওর এলাকার শত শত একর জমিতে বোরো ধান আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধটি বর্ষার আগেই মেরামত করা হবে।</p> <p>স্থানীয় সূত্র জানায়, গত বর্ষা মৌসুমে লুকড়া ইউনিয়নের জালালাবাদ গ্রামের নিকটে খোয়াই বাঁধ ভাঙে। পরে নদীতে পানি বৃদ্ধি পেলেই ওই বাঁধ দিয়ে জনপদে পানি প্রবেশ করে এলাকা প্লাবিত হয়। এই পানি লুকড়া ও রিচি ইউনিয়নের ১৫টি গ্রাম ও লাখাই উপজেলার ১৭টি গ্রামের জমিতে সরাসরি প্রবেশ করে। তাই আগামী বোরো মৌসুমে ধান রোপণ করবেন কিনা সিদ্ধান্তহীনতায় রয়েছেন জমির মালিকরা। বোরোর বীজ তলা তৈরি হলেও এখনো বাঁধ মেরামতের কাজ শুরু না হওয়ায় এই সিদ্ধান্তহীনতা কৃষকদের।</p> <p>রিচি গ্রামের জিতু মিয়া জানান, খোয়াই নদীর ভাঙা বাঁধ মেরামত করা না হলে বর্ষা এলেই তলিয়ে যাবে জমি। ফলে ধান আবাদ করতে ভরসা পাচ্ছেন না কৃষকরা।</p> <p>বর্ষার আগে বাঁধটি মেরামত করা হবে বলে জানিয়ে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, খোয়াই নদীর বাঁধ মেরামতের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এখনো ডিজাইন অনুমোদন হয়নি। ডিজাইন অনুমোদন ও বাজেট বরাদ্দ হলে বাঁধ মেরামতের টেন্ডার হবে।</p>