<p>বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল আজ সকালে গুলশানে নিজ বাসভবনে বাংলাদেশের ফুটবল উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন। তিনি প্রবাসী খেলোয়াড়দের অনুপ্রাণিত করা থেকে শুরু করে মাঠ, কোচ এবং খেলোয়াড়দের মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন।  </p> <p>প্রবাসী ফুটবলারদের অনুপ্রাণিত করার উদ্যোগ নেওয়ার ব্যাপারে তাবিথ আউয়াল জানিয়েছেন, প্রবাসে যারা ফুটবল খেলছেন, তাদের চিহ্নিত করে বাংলাদেশ দলে খেলার জন্য অনুপ্রাণিত করা হবে। তিনি বলেন, ‘হামজার মতো ফুটবলারদের আমাদের দলে অন্তর্ভুক্ত করা একটি বড় অর্জন। আশা করছি, তার মতো আরো খেলোয়াড়দের খুঁজে বের করা সম্ভব হবে। এর জন্য আমরা সাবেক অধিনায়ক এবং বর্তমান খেলোয়াড়দের সঙ্গেও কথা বলেছি। তারা ভালো মানের খেলোয়াড়দের সঙ্গে খেলতে আগ্রহী, যা আমাদের দলকে আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী করবে।’ </p> <p>বাংলাদেশ ফুটবল দলে হামজার ভূমিকা এবং তাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন তাবিথ আউয়াল। তিনি আরো বলেন, ‘হামজার মতো টপ লেভেলের ফুটবলার আমাদের ডিফেন্সকে আরো শক্তিশালী করবে এবং আক্রমণাত্মক খেলার মানোন্নয়ন ঘটাবে। আমরা আশা করছি, হামজা বাংলাদেশি বংশোদ্ভূত অন্য খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করবে জাতীয় দলে যোগ দিতে। অতীতে এসেছিল জামাল ও তারিক। অন্য লিগ থেকে। তারা ধাপে ধাপে এখানে পরিচিতি হয়েছে। তাদের দেখে আমরা হামজা পর্যন্ত এসে পৌছেছি। এটা আমাদের অর্জন। তাকে পেয়েছি।  এখন তাকে জাতীয় দলে কীভাবে কাজে লাগানো হবে, তা ঠিক করবেন কোচ এবং জাতীয় দলের কমিটি।’  </p> <p>নতুন কোচের বিষয়ে তাবিথ বলেন, ‘বর্তমান কোচের সঙ্গে ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। আগামী বছরের পরিকল্পনা অনুযায়ী নতুন কোচ নিয়োগের বিষয়টি জানানো হবে। তবে এখনই এ নিয়ে মন্তব্য করতে চাই না।’  </p> <p>মাঠ এবং অবকাঠামো শের শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের জন্য সন্তোষজনক নয় বলে স্বীকার করে নিয়েছেন বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘আমাদের স্টেডিয়ামগুলোর অবস্থা ভালো নয়। মাঠ সংস্কার এবং পরিচালনায় দীর্ঘমেয়াদি সমাধানের জন্য ক্রীড়া পরিষদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। চট্টগ্রামের মাঠ নিয়ে আশাবাদী, তবে ঢাকার ফ্লাডলাইট মার্চের আগে পাওয়া যাবে না। আমরা দর্শকদের জন্যও উন্নত পরিবেশ নিশ্চিত করতে চাই।’  </p> <p>এএফসি এশিয়ান কাপ নিয়ে পরিকল্পনা সম্পর্কে তাবিথ বলেন, ‘জানুয়ারির শেষে লিগ শেষ হলে জাতীয় দলের চার সপ্তাহের ক্যাম্প শুরু হবে। প্রীতি ম্যাচগুলো ক্লোজড ডোরে অনুষ্ঠিত হবে এবং আমরা ভিডিও ফুটেজ বাইরের কারও কাছে শেয়ার করব না। ভারতের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। প্রথম ম্যাচে ভালো করতে পারলে গ্রুপ সেরা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারি।’  <br />  <br /> তাবিথ আউয়াল বলেন, ‘আমরা শুধু কম গোলে হারের চিন্তা থেকে বের হয়ে জেতার মানসিকতা তৈরি করতে চাই। দেশের মেধাবী ফুটবলারদের আন্তর্জাতিক মানে পৌঁছাতে যা যা করা প্রয়োজন, আমরা তা করব।’  </p>