<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শরীয়তপুরে ২০ জন নারীকে দেওয়া হয়েছে সেলাই মেশিন। চুয়াডাঙ্গায় শব্দদূষণ বন্ধের আহ্বান জানিয়ে মানববন্ধন করেছেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="শরীয়তপুরে বসুন্ধরার সেলাই মেশিন পেলেন ২০ অসচ্ছল নারী" height="34" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/20-12-2024/889090.jpg" width="200" />শরীয়তপুর : দুস্থ ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শরীয়তপুরের ২০ জন নারীকে দেওয়া হয়েছে সেলাই মেশিন। পাঁচ মাসের প্রশিক্ষণ শেষে গতকাল বৃহস্পতিবার তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের শরীয়তপুর প্রতিনিধি শরিফুল আলম ইমন, নিউজ টোয়েন্টিফোরের শরীয়তপুর প্রতিনিধি বিধান মজুমদার অনি, বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান শামীম মোল্লা, প্রশিক্ষক মুন্নি বেগম প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা শুভসংঘ শুভ কাজে সবার পাশে থাকে। দেশ ও মানুষের কল্যাণে কাজ করা বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অসচ্ছল পরিবারের নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন দেওয়া হয়েছে। এই মেশিন পেয়ে তাঁরা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবেন। অসহায় এই নারীরা প্রশিক্ষণ শেষে বিনা মূল্যে সেলাই মেশিন পেয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন নিতে আসা শাহানারা আক্তার, নার্গিস আক্তার ও জায়েদা বেগম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাগো এত দিন ট্রেনিং দিল বসুন্ধরা গ্রুপ। এই ট্রেনিং কইরা আমরা অনেক কিছু শিখছি। অহন আমাগো সেলাই মেশিন দিছে। অভাবের সংসারে এই মেশিন দিয়া কাপড়চোপড় বানাইলে আমাগো ভালো আয় হইব। সংসারটা ভালো চলব। এর আগেও গেছে শীতে বসুন্ধরাআলারা আমাগো কম্বল দিছে। আল্লায় বসুন্ধরাআলাগো ভালো করুক। আর মেশিনডাও দেইখা মনে হইতাছে অনেক দামি, অন্য রকম মেশিন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চুয়াডাঙ্গা : বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে শব্দদূষণ বন্ধ করার আহ্বান জানিয়ে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানববন্ধনে বক্তারা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের অন্যান্য জেলার মতো চুয়াডাঙ্গায়ও শব্দদূষণ বন্ধ হচ্ছে না, বরং দিন দিন বাড়ছে। শব্দদূষণের ফলে শ্রবণশক্তি কমে যাওয়া, বধিরতা, মেজাজ খিটখিটে হওয়া, কম ঘুম হওয়া, হৃদরোগসহ নানা রোগবালাই দেখা দিচ্ছে। স্বল্পমেয়াদি শব্দদূষণ মানসিক চাপ তৈরি করে। দীর্ঘমেয়াদি শব্দদূষণ শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত করে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মানিক আকবর, সদর উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট বদর উদ্দিন, দামুড়হুদা উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ইসমাইল হোসেন, মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, উদীচী চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাবিবি জহির রায়হান, নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, চুয়াডাঙ্গা জেলা প্রেস  ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার দপ্তর সম্পাদক শেখ লিটন, সদস্য জামান আখতার, কিশোর কুমার কুন্ডু, আনোয়ার হোসেন, কানিজ সুলতানা, শামিম আহমেদ বিপ্লব, আখতার আলী, বহুলুল হাসান প্রমুখ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানববন্ধনে মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সী বলেন, সড়কের পাশে যাঁদের বসবাস কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান তাঁরা প্রতিনিয়ত শব্দদূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঘরে ঘুমিয়ে থেকেও শান্তি মিলছে না। বৈধতা নেই এমন হর্ন অনেক যানবাহনে ব্যবহার করা হচ্ছে। এতে বিপাকে পড়েন সব শ্রেণি-পেশার মানুষ। এ ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপ দরকার। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি হাবিবি জহির রায়হান বলেন, কোনো মাঠে কোনো জনসভা হলে মাঠে উপস্থিত লোকজন শুনতে পারবেন এমনভাবে মাইক বাজাতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>