<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয়ভাবে যাঁরা অংশ নিয়েছেন তাঁরা টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছেন। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেসরকারি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যার বিরুদ্ধে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিল করে সাংবাদিকদের এ কথা বলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী সানজিদ হাসান তানভীর। এ সময় তিনি টার্গেট কিলিংয়ের বিচার ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাংবাদিকদের তানভীর বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ প্রতিনিয়ত ফেসবুক পেজে সাইবার স্পেস ব্যবহার করে প্রকাশ্যে হুমকি-ধমকি দিয়ে আসছে। যারা আন্দোলনে ছিল তাদের হত্যা করা হবে বলে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে। তারা গেরিলা যুদ্ধের নামে আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্দোলনকারী শিক্ষার্থী গাজীপুরের সাকিবকে ছাত্রলীগের নেতাকর্মীরা কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরবর্তী সময়ে সে জান বাঁচাতে পালিয়ে যায়। এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিনিয়ত ঘটছে। আমরা এ জন্য আদালতের দ্বারস্থ হয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ও সমন্বয়ক কাওসার হাবিব বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের সহপাঠীদের বিভিন্নভাবে হামলা করা হচ্ছে। সহপাঠীরা টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছে। এসব বিষয়ের জন্য আমরা ট্রাইব্যুনালে এসেছি। তাঁরা বলেছেন, নিরাপত্তার বিষয়টি আদালতে তুলে ধরবেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>