<p>লক্ষ্মীপুরের কমলনগরে বাড়ির পুকুর গোসল করতে নিষেধ করায় ছুরিকাঘাতে মো. জুয়েল (২৭) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) চরমার্টিন ইউনিয়নের সীমান্তবর্তী কাশেম মেম্বারের বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।</p> <p>জুয়েল ওই এলাকার চৌধুরী সর্দার বাড়ির নুরুল ইসলামের ছেলে ও পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন। অভিযুক্ত কাদের চরকালকিনি ইউনিয়নের বাসিন্দা ও পেশায় জেলে নৌকার মাঝি।</p> <p>পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েক মাস হয়েছে জুয়েলদের বাড়ির পাশে বাড়ি করে বসবাস করছেন কাদের। কাদেরসহ তার পরিবারের লোকজন জুয়েলদের বাড়ির পুকুরে গোসল করে। একই পুকুর ব্যবহার করে জুয়েলদের বাড়ির নারীরা। সোমবার কাদের পুকুরে গোসল করতে গেলে নারীদের নিরাপত্তায় তাকে নিষেধ করে জুয়েল।</p> <p>পরে জুয়েল বাড়ির পাশের দোকানে মসলা কিনতে যাওয়ার সময় তাকে ছুরিকাঘাত করেন কাদের। জুয়েলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। </p> <p>কাদেরকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে রাখে স্থানীয়রা। কিন্তু সাবেক ইউপি মেম্বার আবুল কাশেমের ছেলে রফিকের সহায়তায় কাদের পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে চেষ্টা করেও রফিকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। </p> <p>জুয়েলের বাবা নুরুল ইসলাম বলেন, ‘পুকুরে গোসল করতে নিষেধ করায় আমার ছেলেকে খুন করেছে কাদের। কাদের ধারালো চাকু দিয়ে আমার ছেলের পেটের বাঁ পাশে ও মুখে আঘাত করেছে।’</p> <p>উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ফাতেমাতুজ জোহরা জানান, হাসপাতালে আনার আগেই জুয়েলের মৃত্যু হয়। তার শরীরে একাধিক ক্ষত রয়েছে।</p> <p>কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। পূর্বশত্রুতার জের ধরেই ঘটনাটি ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।</p>