<p style="text-align:justify">মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল আমিনুল ইসলাম সজল (৪৪) নামের এক ব্যবসায়ীর। তিনি যশোর শহরের খোলাডাঙ্গা সার গোডাউন এলাকার বাসিন্দা এবং স্থানীয় শান্তি-শৃঙ্খলা কমিটি ও বাজার কমিটির সভাপতি ছিলেন। সজল খোলাডাঙ্গা সার গোডাউন এলাকার আজিজুল ইসলাম মিন্টু মুনশির ছেলে।</p> <p style="text-align:justify">ওই এলাকার বাসিন্দা ও বাজার কমিটির সদস্য আব্দুর রহমান রাতে হাসপাতাল চত্বরে সাংবাদিকদের বলেন, মসজিদে মাগরিবের নামাজ আদায় করে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার কিছুক্ষণ পর সজল সার গোডাউনের পেছনে তার বাড়িতে ফিরছিলেন। ওই সময় একদল সন্ত্রাসী ঘিরে ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। সন্ত্রাসীরা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে জেনারেল হাসপাতালে আনেন। </p> <p style="text-align:justify">জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সুজায়েত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সজলের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ হাসপাতালের মর্গে ছিল।</p> <p style="text-align:justify">নিহত আমিনুল ইসলাম স্যানিটারি, হার্ডওয়্যার ও টাইলস ব্যবসায়ী ছিলেন। কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা এখনো পরিষ্কার নয়।</p> <p style="text-align:justify">স্থানীয়রা জানায়, সম্প্রতি এলাকার মাদক ব্যবসায়ীদের নিবৃত্ত করার চেষ্টা করছিলেন সজল। এ ছাড়া কামরুল নামে এক ব্যক্তির সঙ্গে তার জমিজমাসংক্রান্ত বিরোধ ছিল।</p> <p style="text-align:justify">ঘটনার ব্যাপারে থানার ওসির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে হাসপাতালে দায়িত্বরত কোতোয়ালি থানার উপপরিদর্শক রতন কুমার জানান, সন্ত্রাসী হামলায় মারা গেছেন সজল।</p>