<p>এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ, তাও আবার বিনা সুদে। এমন প্রলোভনের ফাঁদে ফেলে ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে নিয়ে গিয়ে অহিংস গণঅভ্যুত্থানের উদ্দেশ্যে সদস্য সংগ্রহ করছেন একটি চক্র। এ অভিযোগে নওগাঁয় ৪ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের তথ্যের ভিত্তিতে আরো একজনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।</p> <p>জানা যায়, সম্প্রতি নওগাঁ শহরের মাস্টার পাড়ায় ‘মানবতা কৃষি সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন নিয়ে অফিস খোলেন লতা বানু নামের এক নারী। গত কয়েক দিন থেকে ওই অফিসে কয়েকজনকে সঙ্গে নিয়ে বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ দেওয়ার জন্য সদস্য সংগ্রহ করতে থাকেন। সদস্য হতে তারা সাধারণ মানুষের কাছ থেকে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মোবাইল নম্বর ও আবেদন ফর্মে স্বাক্ষর নিচ্ছিলেন। যেখানে লেখা আছে কৃষক, শ্রমিক, হকার, বেকার তথা সকল জনগণ থেকে ভ্যাট, ট্যাক্স হিসেবে আদায় করা লাখ-কোটি টাকা ক্ষমতাশ্রিত একটি হায়নার দল স্বাধীনতার পর থেকেই লুটপাট করছে। লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব। ‘অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা’ শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে ২৫ নভেম্বর ১০টায় ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।</p> <p>বিনা জামানতে ও বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। যার আহ্বায়ক অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামক সংগঠনের আহ্বায়ক আ. ব. ম. মোস্তাফা আমীন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731419671-ae566253288191ce5d879e51dae1d8c3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/12/1445846" target="_blank"> </a></div> </div> <p>গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পারলে মঙ্গলবার দুপুরে এনএসআই ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে শহরের মাষ্টারপাড়া থেকে ৪জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন নওগাঁ শহরের চক এনায়েত এলাকার মোছা. লতা বানু, মো. রোমেল, কেয়া আখতার ও আদরী বানু।</p> <p>সদস্য হতে আসা শেফালী বেগম নামের এক নারী বলেন, ‘শুনলাম এখানে সুদ ও শর্ত ছাড়ায় নাকি ঋণ দেওয়া হবে, তাই সদস্য হতে ছবি ও ভোটার আইডি দিতে এসেছি।’</p> <p>নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবীন শীষ জানান, সমবায়ের লাইসেন্স নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। প্রতারণার জন্য সমবায় অফিসারকে বাদী হয়ে একটি মামলা করার জন্য বলা হয়েছে। তাছাড়া এর পিছনে আরো গভীর কিছু আছে কি না, পুলিশ জিজ্ঞাসাবাদ করে তা খতিয়ে দেখছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লুটেরা মাফিয়াদের নেতৃত্বে আসার পথ রুখে দিতে হবে : মান্না" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731419182-458adea33277d0a1e699beace8acbab5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লুটেরা মাফিয়াদের নেতৃত্বে আসার পথ রুখে দিতে হবে : মান্না</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/12/1445842" target="_blank"> </a></div> </div> <p>নওগাঁর পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন বলেন, ‘তারা বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে গণজমায়েতের উদ্দেশ্যে সদস্য সংগ্রহ করছিলেন। আমরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছি। আশা করি সঠিক তথ্য উদঘাটন করতে পারব।’</p>