<p>বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই নির্বাচন দরকার। এতে যদি কালক্ষেপণ করা হয় তাহলে মানুষের মধ্যে নতুন নতুন প্রশ্ন দেখা দিবে। গত ১৬ বছর নিজেদের লোকজনকে লুটপাটের গণতন্ত্র দিয়েছিল আওয়ামী লীগ। অন্যদিকে জনগণের গণতন্ত্র হরণ করেছিল তারা। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।</p> <p>বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ছাত্র-জনতার আন্দোলনে বরিশাল বিভাগের ৩১ শহীদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সময় রুহুল কবির রিজভী এসব কথা বলেন।</p> <p>শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে রুহুল কবির রিজভী উপস্থিত থেকে এই সহায়তা প্রদান করেন।</p> <p>আমরা বিএনপি পরিবারের উদ্যোগে উপজেলার দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজ মাঠে এ উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে রুহুল কবির রিজভী উপজেলার সুন্দরকাঠী গ্রামে শহিদ আরিফুর রহমান রাসেলের কবর জিয়ারত করেন। সেখানে তিনি শহিদ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাদের পরিবারের সঙ্গেও কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এই সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ: তারেক রহমান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/16/1731761522-2ce5506c8118af226c95bdc74ad28ec5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এই সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ: তারেক রহমান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/16/1447307" target="_blank"> </a></div> </div> <p>সহায়তা প্রদান অনুষ্ঠানে রিজভী বলেন, আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ। যা পেত সবই খেয়ে ফেলতো। বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার ১৭ লাখ ৩৫ হাজার কোটিই পাচার করেছে আওয়ামী লীগ। অন্যদিকে শেখ হাসিনা রক্ত পিপাসু, ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষ খুন করেছে।</p> <p>রিজভী বলেন, ‘শেখ হাসিনা দেশকে নিজের বাবার জমিদারি মনে করতেন। তাই তিনি নিজের ইচ্ছেমতো দেশ পরিচালনা করেছেন, ব্যাংক লুট করেছেন। বিরোধী মতের ওপর খুন, গুম, নির্যাতন চালিয়েছেন। এখন ভারতে পলাতক অবস্থায় থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা করিয়েছেন। তাই ফ্যাসিবাদ পুনরায় যেন ক্ষমতায় না আসতে পারে সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। তাহলেই ছাত্র-জনতার আত্মত্যাগ সার্থক হবে।’</p> <p>আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, ‘আমরা ৩১টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাবলম্বী করতে যা দরকার তা করা হবে। যারা এখানে রক্ত দিয়ে শহীদ হয়েছেন অর্থ দিয়ে তাদের ঋণ শোধ করতে পারবেন না। আমরা এখানে এসেছি তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য, এটিই আমাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশে আমরা প্রায় ৩০০ শহীদী পরিবারের পাশে দাঁড়িয়েছি।’</p> <p>তিনি আরো বলেন, ‘আমরা আহতদের পাশে দাঁড়িয়েছি। যারা বেশি আহত হয়েছে, চোখ হারিয়েছে তাদের আমরা অনেক সময় ঢাকা পর্যন্ত নিয়ে গিয়েছি। আমরা ১৫০ এর অধিক মানুষকে ঢাকাসহ আশপাশের হাসপাতালে চিকিৎসা দিচ্ছি। ওষুধের ব্যবস্থা করে দিচ্ছি। অনেক শহীদ পরিবার আছে, আহত পরিবার আছে, যারা প্রকাশ করছেন না। আমরা খুঁজে খুঁজে তাদের সহায়তা দিচ্ছি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হজের টাকা ফেরতের নামে প্রতারণা, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/16/1731759352-294ec805c20839e88d73a3c5c075203b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হজের টাকা ফেরতের নামে প্রতারণা, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/16/1447298" target="_blank"> </a></div> </div> <p>আতিকুর রহমান রুম্মানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক ও সাবেক সাংসদ আবুল হোসেন খান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম-আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপির (দক্ষিণ) সদস্যসচিব আবুল কালাম শাহিন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব নাসির হাওলাদার, পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার ও সাধারণ সম্পাদক শাহিন তালুকদার প্রমুখ।</p>