<p style="text-align:justify">নারায়ণগঞ্জের সোনাগাঁয়ের মেঘনা ঘাটে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। </p> <p style="text-align:justify">পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আগুন নেভানোর কাজ করছে বলে জানা গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অভিমত : ভালো প্রতিষ্ঠান বিপদে পড়লে সংকট বাড়বে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/18/1731896966-89553f946263af945513ff760ef9a7df.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অভিমত : ভালো প্রতিষ্ঠান বিপদে পড়লে সংকট বাড়বে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/11/18/1447910" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে সোনারগাঁও, গজারিয়া এবং গজারিয়া বিসিক ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। পরে বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরো ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। </p> <p style="text-align:justify">তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।</p>