ঢাকা, বুধবার ০১ জানুয়ারি ২০২৫
১৮ পৌষ ১৪৩১

ঢাকা, বুধবার ০১ জানুয়ারি ২০২৫
১৮ পৌষ ১৪৩১

সাভারে ছাত্র-জনতা হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

সাভার সংবাদদাতা
সাভার সংবাদদাতা
শেয়ার
সাভারে ছাত্র-জনতা হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
মনির হোসেন মনির

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও বনগাঁও ইউনিয়নের ইউপি সদস্য মনির হোসেন মনির মেম্বারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে সাভার মডেল থানার এসআই শহিদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল রবিবার (১৭ নভেম্বর) রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের হাংগাইল মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মনির হোসেন সাভারের বনগাঁও ইউনিয়নের হাংগাইল এলাকার মৃত লাবু মিয়ার ছেলে।

তিনি সাভারের বনগাঁ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

সাভার মডেল থানার এসআই শহিদুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভারের বনগাঁও এলাকার হাংগাইল মোড়ে অভিযান অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার এজাভারভুক্ত আসামি মনির মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে।’ আজ সোমবার দুপুরে তাকে  আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য

সম্পর্কিত খবর

জয়পুরহাটে সড়কে গেল জামায়াত নেতার প্রাণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জয়পুরহাটে সড়কে গেল জামায়াত নেতার প্রাণ
প্রতীকী ছবি

জয়পুরহাটের সদরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টায় উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দেলোয়ার হোসেন সদর উপজেলার চৌমুহুনী দণ্ডপানি গ্রামের মাফেজ উদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতি ছিলেন।

আরো পড়ুন
মধ্যরাতে বিরাট-আনুশকার ছবি ভাইরাল, নেট দুনিয়ায় তোলপাড়

মধ্যরাতে বিরাট-আনুশকার ছবি ভাইরাল, নেট দুনিয়ায় তোলপাড়

 

স্থানীয়রা জানান, দেলোয়ার হোসেন বাড়ি থেকে মোটরসাইকেলে করে জয়পুরহাট শহরে যাচ্ছিলেন। এ সময় গুয়াবাড়ি ঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

চান্দিনায় পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চান্দিনায় পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

কুমিল্লার চান্দিনায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার পূর্ব পাড়া সামছুক হক ক্বারীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো, ওই গ্রামের সুজন মিয়ার বড় মেয়ে তিন বছর বয়সী সামিয়া আক্তার ও ছোট মেয়ে দেড় বছর বয়সী হামিদা আক্তার। 

আরো পড়ুন
নতুন বছরের শুরুতে বিশ্বের জনসংখ্যা হবে ৮০৯ কোটি

নতুন বছরের শুরুতে বিশ্বের জনসংখ্যা হবে ৮০৯ কোটি

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের কোনো এক সময়ে সামিয়া ও হামিদ খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

তাদের বাড়িতে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন
কারখানা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করল এস আলম গ্রুপ

কারখানা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করল এস আলম গ্রুপ

 

সিএনজি অটোরিকশা চালক সুজন ও গৃহিণী শারমিন আক্তার দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, দুই শিশুর মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করা হয়েছে।

মন্তব্য

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সমন্বয়ক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সমন্বয়ক গ্রেপ্তার
ওমর ফারুক শুভ। ছবি : সংগৃহীত

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত এক সমন্বয়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারণা, চাঁদাবাজি ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার রাত ১১টার দিকে ফেনী শহরের মডেল থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ওমর ফারুক শুভ ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগতজীবনপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। গত আগস্টে আন্দোলনে শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকায় তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সহ-সমন্বয়ক পদ থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কার হওয়ার পরও গত কয়েক মাস ধরে জেলার অন্য সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়েই বিভিন্ন কর্মসূচি ও সভা-সমাবেশে অংশ নিচ্ছিলেন তিনি। 

জানা গেছে, নানা কেলেঙ্কারিতে ফেনী আলিয়া কামিল মাদরাসার সাময়িক বরখাস্ত অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে স্বপদে বহাল রাখার আশ্বাস দিয়ে চাঁদা দাবি করেন শুভ। সেই ঘটনার কল রেকর্ড ফাঁস হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ভাইরাল ওই কল রেকর্ডে তাকে বলতে শোনা যায় আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামজা মাহবুবের কথা বলে অধ্যক্ষ মাহমুদুল হাসানের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন।

যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ফেনীর আজিজুর রহমান রিজভীর নাম উল্লেখ করেন তিনি। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আজিজুর রহমান রিজভীর পক্ষে তাঁর বাবা ছিদ্দিকুর রহমান বাদী হয়ে ওমর ফারুক শুভকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে আজিজুর রহমান রিজভী বলেন, কেন্দ্রীয় সমন্বয়ক, এক উপদেষ্টা ও আমার নাম ভাঙিয়ে সে (শুভ) চাঁদাবাজি করার চেষ্টা করেছে।

ন্যূনতম যোগাযোগ ও সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও তার এমন কাণ্ড আমার জন্য সম্মানহানিকর। বিষয়টি অবগত হয়ে আমি ফেনী মডেল থানায় অভিযোগ করেছি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, মামলা করার পর অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। বুধবার আদালতের মাধ্যমে গ্রেপ্তার শুভকে কারাগারে পাঠানো হবে। 

মন্তব্য

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। মঙ্গলবার রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার পথঘাট। রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা।

বুধবার (১ জানুয়ারি) ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো।

হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে। শীত থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে মানুষজন।

বুধবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। জেলায় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ।

 

এদিকে ভোর থেকে সকাল আটটা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষেরা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ