<p>নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সেনাবাহিনীর সাবেক মেজর রানা মোহাম্মদ সোহেলকে আগ্নেয়াস্ত্রসহ আটক করে সেনাবাহিনীর হেফাজতে দেওয়া হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) হবিগঞ্জের চুনারুঘাটে স্থানীয় লোকজন একটি পিস্তল ও গুলিসহ তাকে আটক করে চুনারুঘাট থানায় সোপর্দ করে। পরে তাকে থানা থেকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে এক মোটরসাইকেল চালকের সঙ্গে কথা কাটাকাটির জেরে রানা মোহাম্মদ সোহেল বন্দুক দিয়ে গুলি ছোড়েন।</p> <p>হবিগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল হক খান এ তথ্য নিশ্চিত করে বলেন, রানা মোহাম্মদ সোহেল চুনারুঘাটের পাকুরিয়া এলাকায় প্রকাশ্যে নিজের লাইসেন্স করা পিস্তল থেকে গুলি ছোড়েন। তখন লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সেখান থেকে সেনাবাহিনী তাদের হেফাজতে নিয়ে গেছে। আটক ব্যক্তির পিস্তল ও গুলি থানা হেফাজতে আছে এবং সেনাবাহিনী এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।</p> <p>তিনি আরো বলেন, মেজর রানা মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে হবিগঞ্জের বাইরে অন্য কোনো থানায় মামলা রয়েছে। তিনি চুনারুঘাটে বেড়াতে এসেছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক এমপি টিপু গ্রেপ্তার, বাবুগঞ্জে ছাত্রদলের আনন্দ মিছিল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/16/1731758818-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক এমপি টিপু গ্রেপ্তার, বাবুগঞ্জে ছাত্রদলের আনন্দ মিছিল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/16/1447294" target="_blank"> </a></div> </div> <p>চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, থানা থেকে তাকে সেনাবাহিনীর শাহজিবাজার ক্যাম্পে নেওয়া হয়েছে। আমি যতদূর শুনতে পেরেছি তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।’</p>