<p style="text-align:justify">বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলার ১৯টি বিদ্যালয়ের ২৫ জন নারী শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়।  </p> <p style="text-align:justify">মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক এসব বাইসাইকেল শিক্ষার্থীদের মাঝে বণ্টন করে দেন। এর আগে আরো ৩৪ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন তিনি। এ ছাড়া ৬১ জন শিক্ষার্থীকে ২ লাখ ৮০ হাজার টাকা শিক্ষা অনুদান প্রদান করা হয় বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।</p> <p style="text-align:justify">যেসব শিক্ষার্থীর বাড়ি বিদ্যালয় থেকে দূরে, তাদের যাতায়াতের সুবিধার জন্য এসব বাইসাইকেল দেওয়া হয়। বাইসাইকেল পেয়ে খুশি শিক্ষার্থীরা।</p> <p style="text-align:justify">উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক জানিয়েছেন, নারী শিক্ষার প্রসারে এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ করেছে। কারণ দারিদ্র্য যেন লেখাপড়ার অন্তরায় না হয়।</p>