<p>ঝিনাইদহে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শহরের পায়রা চত্বর এলাকায় উন্মুক্ত প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।<br />    <br /> সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, গত ১ নভেম্বর সদর উপজেলার মহিষাকুণ্ডু এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিবেশী মমতাজ বেগমের ছেলে আলিফের সঙ্গে তরিকুল ইসলামের ছেলে নিশানের বাগবিতণ্ডা হয়। </p> <p>পরে বিষয়টি তারা সামাজিক ও প্রশাসনিকভাবে সমাধান করে। এর এক মাস পরে মমতাজ বেগম বাদি হয়ে তারিকুল ইসলামের ছেলে মো. আব্দুল্লাহ ও মো. নিশানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।</p> <p>তারা আরো বলেন, মমতাজ বেগম গত কয়েক বছর ধরে এলাকার বিভিন্ন মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করে আসছে। তাই বিষয়টি তদন্ত করে নিরাপরাধ ব্যক্তিদের মুক্তির দাবি করেন।</p> <p>সংবাদ সম্মেলনে মহিষাকুণ্ডু এলাকার দেড় শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।</p>