মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের কারখানায় আগুন, পুড়ল নির্মাণসামগ্রী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের কারখানায় আগুন, পুড়ল নির্মাণসামগ্রী

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কারখানার নির্মাণসামগ্রীতে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে অর্থনৈতিক অঞ্চলের চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কম্পানি লিমিটেডের নির্মাণসামগ্রীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কম্পানি লিমিটেডের কারখানার বাইরে রাবারসদৃশ্য পাইপের স্তূপে সিগারেটের আগুন থেকে বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

এতে নির্মাণকাজের জন্য রাখা রাবারসদৃশ ১৬টি পাইপ পুড়ে ছাই হয়ে যায়।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কম্পানি লিমিটেডের নির্মাণকাজের জন্য আনা পাইপগুলো পুড়ে যায়। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।


 

মন্তব্য

সম্পর্কিত খবর

আছিয়ার জানাজা সম্পন্ন, শোকে আচ্ছন্ন জারিয়া গ্রাম

মাগুরা প্রতিনিধি
মাগুরা প্রতিনিধি
শেয়ার
আছিয়ার জানাজা সম্পন্ন, শোকে আচ্ছন্ন জারিয়া গ্রাম
সংগৃহীত ছবি

কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেল মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া। চার-চারটি হাসপাতালের চিকিৎসকদের প্রাণান্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে পৃথিবীই ছাড়তে হলো তাকে। বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশু আছিয়া দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করে।

আজ বিকালে আছিয়ার মরদেহ হেলিকপ্টারে মাগুরা স্টেডিয়ামে আসার পর শহরের নোমানী ময়দানে নামাজে জানাজা হয়।

পরে বাদ মাগরিব তাকে শ্রীপুরর সোনাইকুন্ডি গ্রামে কবরস্থনে দাফন করা হয়।

আরো পড়ুন
'দুই দিন ধরে চিকিৎসক পাচ্ছি না, এখন আমরা কোথায় যাব?'

'দুই দিন ধরে চিকিৎসক পাচ্ছি না, এখন আমরা কোথায় যাব?'

 

মাগুরায় আছিয়ার বাড়িসহ গোটা এলাকায়  এখন শোকের মাতম। আছিয়ার মানসিক ভারসাম্যহীন বাবা ফেরদৌস শেখ কিছুই বলতে পারছেন না। বুক চাপড়ে কাঁদছেন আছিয়ার মা ও ভাই বোনসহ অন্য স্বজন।

 
বৃহস্পতিবার দুপুরে মাগুরার শ্রীপুরে জারিয়ায় আছিয়ার গ্রামে গিয়ে দেখা গেছে মৃত্যুর খবর শুনে সবাই ভিড় করছে ওই বাড়িতে। 

স্থানীয় সব্দালপুর ইউনিয়ন চেয়ারম্যান পান্না খাতুন বলেন, আমাদের একটাই দাবি হিটু শেখসহ ৪ আসামির ফাঁসি। একই  ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য রূপ কুমার বলেন, আমরা শুধু ফাঁসি চাই না। এটা যাতে দ্রুততম সময়ের মধ্যে হয় সেই দাবি সরকারের কাছে রাখছি।

এভাবে সবার মুখে একটাই দাবি ধর্ষকদের ফাঁসি। এছাড়া বিচার কার্যক্রম যেকোনো প্রকারেই বিলম্বিত না হয়। সেই দাবি একই সাথে সবার মুখে।

আরো পড়ুন
আছিয়ার মৃত্যু : আসামিদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল

আছিয়ার মৃত্যু : আসামিদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল

 

এদিকে যে বাড়িতে আছিয়া নির্যাতনের শিকার হয়েছে সেই বাড়িটি এখন এলাকাবাসী ধর্ষক হিটু শেখের বাড়ি হিসাবে চিহ্নিত করেছে। এ বাড়িটিতে এখন কেউ নেই।

বাড়ির মালিক ধর্ষক হিটু শেখ,তার স্ত্রী জাবেদা বেগম, দুই ছেলে সজীব শেখ, রাতুল শেখ সবাই কারাগারে।

 বিকালে আছিয়ার মরদেহ হেলিকপ্টারে মাগুরা স্টেডিয়ামে আসার পর শহরের নোমানী ময়দানে নামাজে জানাজা শেষে বাদ মাগরিব তাকে শ্রীপুরর সোনাইকুন্ডি গ্রামে কবরস্থনে দাফন করা হয়। গোটা কবরস্থানের আশপাশে আছিয়ার স্বজনসহ গ্রামবাসীর কান্নার শব্দে ভারি হয়ে উঠে গোটা পরিবেশ।

মন্তব্য

'দুই দিন ধরে চিকিৎসক পাচ্ছি না, এখন আমরা কোথায় যাব?'

আলম ফরাজী, ময়মনসিংহ
আলম ফরাজী, ময়মনসিংহ
শেয়ার
'দুই দিন ধরে চিকিৎসক পাচ্ছি না, এখন আমরা কোথায় যাব?'
ছবি: কালের কণ্ঠ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। গত এক সপ্তাহ ধরে বহির্বিভাগে কোনো চিকিৎসক নেই। একজন ভেষজ ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে সাময়িক চিকিৎসা চললেও দূরদূরান্ত থেকে আসা রোগীদের দুর্ভোগ বাড়ছে। অনেকেই বিনা চিকিৎসায় বাড়ি ফিরে যাচ্ছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে দেখা যায়, রোগীরা চিকিৎসকের খোঁজে বিভিন্ন কক্ষে ছোটাছুটি করছেন। রাহেলা বেগম (৫০) পেটের ব্যথা নিয়ে এসেছেন, কিন্তু চিকিৎসক না পেয়ে একজন ইন্টার্নের কাছ থেকে ওষুধ নিয়ে সন্তুষ্ট থাকতে বাধ্য হচ্ছেন। আবু মিয়া (৬০) বলেন, দুই দিন ধরে আসছি, চিকিৎসক পাচ্ছি না। এখন আমরা কোথায় যাব?

স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি কনসালটেন্ট পদ থাকলেও মাত্র দুজন চিকিৎসক সপ্তাহে এক-দুই দিন আসেন।

বাকিরা ফাউন্ডেশন ট্রেনিংয়ে রয়েছেন। অর্থোপেডিক বিভাগের জুনিয়র কনসালটেন্ট প্রেষণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত হওয়ায় এই বিভাগের চিকিৎসাও বন্ধ। মেডিসিন ও শিশু বিভাগেও চিকিৎসক নেই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ৪০০ রোগী বহির্বিভাগে এবং ২০০ রোগী জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন।

কিন্তু চিকিৎসক না থাকায় রোগীদের ভোগান্তি বাড়ছে। অন্তবিভাগে ৫০ শয্যার বিপরীতে অনেক বেশি রোগী ভর্তি রয়েছেন। বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা সুলতানা চিকিৎসক সংকটের কথা স্বীকার করে বলেন, চিকিৎসক দিলেও অনেকেই যোগ দিচ্ছেন না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

গত বছর ২৪ অক্টোবর পাঠানো একটি চিঠিতে জানা যায়, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭টি জুনিয়র কনসালটেন্ট ও ১৩টি মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে। চিকিৎসক সংকট দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে স্থানীয়রা দ্রুত চিকিৎসক নিয়োগ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। রোগীদের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

মন্তব্য

আছিয়ার মৃত্যু : আসামিদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
আছিয়ার মৃত্যু : আসামিদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল
ছবি : কালের কণ্ঠ

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় আসামিদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ‘ধর্ষণের বিরুদ্ধ নারায়ণগঞ্জ’ ব্যানারে শিক্ষার্থীরা শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মিছিল বের করেন।

মিছিলপূর্বক সংক্ষিপ্ত সভায় ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘আজকে দুপুরে আমাদের বোন আছিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। মৃত্যুর পর আমরা দেখলাম ৭ দিনের মধ্যে বিচার শুরু হওয়ার কথা বলেছেন আমাদের আইন উপদেষ্টা।

আছিয়ার মৃত্যুর পর সরকারের টনক নড়ায় আমরা উপহাসের সঙ্গে তাদের এই বক্তব্যকে সমর্থন করছি।

তিনি বলেন, ধর্ষণের ঘটনায় প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া চালু করতে হবে। কোন অবস্থাতেই যেন ধর্ষকদের ছাড় দেওয়া না হয়।

পরে শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে বিবি রোড ধরে কাফন মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে,’ ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

মন্তব্য

আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস
সংগৃহীত ছবি

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

মাগুরায় নির্যাতনের শিকার মেয়েটির মৃত্যুর পর তারা বিকেলে মাগুরায় পৌঁছেছেন। একটি হেলিকপ্টারে তারা বিকেল ৫টার দিকে মাগুরা স্টেডিয়ামে অবতরণ করেন। সন্ধ্যা ৭টায় মাগুরা নোমানি ময়দানে আছিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন
৪ মাসের জন্য মাঠের বাইরে ইংল্যান্ড পেসার

৪ মাসের জন্য মাঠের বাইরে ইংল্যান্ড পেসার

 

গত ৬ মার্চ মাগুরার শহরতলি নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। ওই সময় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও চালানো হয়। বৃহস্পতিবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ