মাগুরার শ্রীপুরে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

মাগুরা প্রতিনিধি
মাগুরা প্রতিনিধি
শেয়ার
মাগুরার শ্রীপুরে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

মাগুরা শ্রীপুর উপজেলার টুপিপাড়া খালপাড় এলাকা থেকে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মান্নান মোল্লা (৩৫) নামের এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। নিহত মান্নান শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে।

শ্রীপুর থানার ওসি মহম্মদ ইদ্রিস আলী জানান, আজ বৃহস্পতিবার সকালে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুল মোল্লা মোটরসাইকেল রাইড শেয়ারিং করতেন। তিনি বিভিন্ন সময় শ্রীপুর সদর ও মাগুরা জেলা শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও যাত্রী পৌঁছে দিতেন।

তিনি আরো জানান, গতকাল বুধবার রাতে একই কাজে নিয়োজিত ছিলেন মান্নান। পরে রাতে আর বাড়ি আসেননি।

সকালে স্থানীয়রা  টুপিপাড়া মৎস্য ভবন খালপাড় এলাকায় তার গলা কাটা মরদেহ দেখতে পান । ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও একটি হেলমেট উদ্ধার করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

হাজীগঞ্জ

বুয়েটে ও চুয়েটে চান্স পেলেন হাফেজ ২ জমজ ভাই

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
শেয়ার
বুয়েটে ও চুয়েটে চান্স পেলেন হাফেজ ২ জমজ ভাই
সংগৃহীত ছবি

চাঁদপুরের হাজীগঞ্জের হাফেজ বাবার হাফেজ দুই জমজ ছেলে চলিত শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চান্স পেয়েছেন। তারা হলেন, হাফেজ মো. মুজাহিদুল ইসলাম ও হাফেজ মো. আজহারুল ইসলাম। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলে তাদের নাম রয়েছে। 

উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামের হাফেজ মো. আবুল কাশেম এর ছেলে এই দুই ভাই।

দুইজনই কোরআনে হাফেজ।

আরো পড়ুন

মাগুরার সেই শিশুর জীবন সংকটাপন্ন, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’

মাগুরার সেই শিশুর জীবন সংকটাপন্ন, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’

 

তাদের বড় ভাই মোস্তফা আমির ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তারপরের জন চট্টগ্রামে থেকে এমবিএ করছেন। আর তারা ছোট দুই জমজ ভাই হাফেজ মো. মুজাহিদুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ও হাফেজ মো. আজহারুল ইসলাম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।

তাদের বাবা হাফেজ মো. আবুল কাশেম একজন  ব্যবসায়ী। হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং  হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির শিল্প বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন

মাগুরার শিশুটির ব্রেনফাংশন করছে না, জানা গেল সর্বশেষ অবস্থা

মাগুরার শিশুটির ব্রেনফাংশন করছে না, জানা গেল সর্বশেষ অবস্থা

 

এ প্রতিক্রিয়ায় হাফেজ আবুল কাশেম  জানান, তার যমজ সন্তান ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসা থেকে পবিত্র কোরআন মুখস্থ শেষে হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। পরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ভর্তি হয়।

সেখান থেকে জিপিএ-৫ নিয়ে এইচএসসি পাশ করে।

মন্তব্য

দাউদকান্দিতে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
দাউদকান্দিতে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ
গাছের কাটা অংশ। ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার দাউদকান্দিতে সরকারি জায়গার বড় তিনটি রেইনট্রিগাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে মারুকা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য শাহ আলম মিয়ার বিরুদ্ধে।

গতকাল বুধবার (১২ মার্চ) ও আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুদিন যাবৎ উপজেলার মারুকা ইউনিয়নের স্বপাড়া গ্রামের উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনের গাছগুলো কেটে নিতে দেখা যায়।

আরো পড়ুন
মৃতদের বন, গাছই যেখানে কফিন

মৃতদের বন, গাছই যেখানে কফিন

 

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে সরকারি জায়গার তিনটি রেইনট্রিগাছ স্থানীয় গাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন ইউপি সদস্য শাহ আলম মিয়া। পরে বিষয়টি স্থানীয়রা জানতে পেরে উপজেলা প্রশাসনকে জানান।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্বপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনের দুটি গাছ এবং পাশেই কৃষি বিভাগের জায়গায় একটিসহ বড় বড় তিনটি রেইনট্রিগাছ কেটে ফেলা হয়েছে। কালাম নামে এক গাছ ব্যবসায়ী গাছগুলো কেটে নিচ্ছেন।

কালাম বলেন, ‘স্বপাড়া গ্রামের মিন্নত আলীর ছেলে শাহ আলম মেম্বার, রুহুল আমিনের ছেলে আল আমিন ও দুলালের ছেলে সুমনসহ কয়েকজন মিলে গাছ ২৪ হাজার টাকায় আমার কাছে বিক্রি করেছে।’

আরো পড়ুন
মাগুরার শিশুটির ব্রেনফাংশন করছে না, জানা গেল সর্বশেষ অবস্থা

মাগুরার শিশুটির ব্রেনফাংশন করছে না, জানা গেল সর্বশেষ অবস্থা

 

মারুকা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফারুকুল ইসলাম বলেন, ‘স্বপাড়া গ্রামের কৃষি বিভাগের জায়গার গাছ কাটার বিষয়ে সরেজমিনে গিয়ে জানতে পারি আল আমিন ও কালাম নামে ব্যক্তিরা গাছ কেটে নিচ্ছেন।

আল আমিন বলেন, ‘তিনটি গাছ শাহ আলম মেম্বারের কাছ থেকে ২৪ হাজার টাকা দিয়ে গাছ ব্যবসায়ী কালাম কিনেছেন।’

গাছ বিক্রির বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য শাহ আলম মিয়া মুঠোফোনে বলেন, ‘গাছগুলো আমি একা বিক্রি করিনি, এলাকার দরিদ্র সংগঠন আছে, সংগঠনের লোকজন মিলে এগুলো বিক্রি করেছে। আর যেহেতু সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে, আর গাছগুলো সড়কের ওপর এ জন্য বিক্রি করা হয়েছে।’ গাছ কাটার অনুমতি দেওয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাছগুলো কাটার জন্য ইউএনও অফিসে আমি বলেছি।

আরো পড়ুন
মৃতদের বন, গাছই যেখানে কফিন

মৃতদের বন, গাছই যেখানে কফিন

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম বলেন, ‘গাছ কাটার বিষয়ে জানতে পেরেছি। ঘটনাস্থলে কৃষি বিভাগের লোক পাঠিয়েছি। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

চট্টগ্রামে বাসের ধাক্কায় ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
চট্টগ্রামে বাসের ধাক্কায় ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু
সংগৃহীত ছবি

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী সদরে বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী আপন ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

বিস্তারিত আসছে...

মন্তব্য

কাশিয়ানীতে বাস-ট্রাকের সংঘর্ষে আহত অন্তত ১২

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
কাশিয়ানীতে বাস-ট্রাকের সংঘর্ষে আহত অন্তত ১২
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে আহত অন্তত ১২। ছবি : কালের কণ্ঠ

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ১২ জন বাসযাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। চাপ্তা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে বাসটির নিয়ন্ত্রণ হারান চালক।

এ সময় মহাসড়কের পাশে গাছের সঙ্গে সজোরে বাসটির ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় অন্তত ১২ বাসযাত্রী আহত হন।

আরো পড়ুন
লক্ষ্মীপুরে তিন ইটভাটা মালিককে জরিমানা

লক্ষ্মীপুরে তিন ইটভাটা মালিককে জরিমানা

 

তিনি আরো জানান, পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখান থেকে গুরুতর আহত একজনকে ঢাকা পাঠানো হয়েছে এবং ২ জনকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ