গাজীপুরে টিউলিপ’স টেরিটরিসহ ৪ বাংলো, রেহানা পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
গাজীপুরে টিউলিপ’স টেরিটরিসহ ৪ বাংলো, রেহানা পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু
সংগৃহীত ছবি

গাজীপুরে টিউলিপ’স টেরিটরিসহ শেখ রেহানার পরিবারের মালিকানাধীন চারটি বাংলোর খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব সম্পত্তির বৈধতা যাচাইয়ের জন্য কমিশন তদন্ত শুরু করেছে। দুর্নীতি দমন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক সূত্র জানায়, গাজীপুরে শেখ রেহানার পরিবারের সদস্যদের মালিকানাধীন বেশ কয়েকটি রিসোর্ট এবং বাগানবাড়ির সন্ধান পাওয়া গেছে।

অবসর সময় কাটানোর জন্য বিভিন্ন সময়ে এই সম্পত্তিগুলো কেনা হয়েছিল বলে জানা গেছে।

আরো পড়ুন
একসঙ্গে বিসিএস ক্যাডার ৬ বান্ধবী, অনুসন্ধানে যা জানা গেল

একসঙ্গে বিসিএস ক্যাডার ৬ বান্ধবী, অনুসন্ধানে যা জানা গেল

 

দুদক জানায়, যেহেতু তারা মালিক হিসেবে তালিকাভুক্ত, তাই রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক এবং তার ভাই তারিক সিদ্দিকের বিরুদ্ধেও তদন্ত করা হবে। শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ অন্যদের বিরুদ্ধে দুদকের চলমান তদন্তে এই অভিযোগ যুক্ত হবে।

যুক্তরাজ্যে শেখ রেহানার মেয়ে টিউলিপের বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ এবং পরবর্তীতে তার পদত্যাগের পর, দুদক বাংলাদেশে রেহানার পরিবারের সদস্যদের সম্পদের তদন্ত শুরু করে।

প্রাথমিক তদন্তে উল্লেখযোগ্য সম্পদের সন্ধান পাওয়া গেছে।

মন্তব্য

গোপালগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৪

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
গোপালগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৪
সংগৃহীত ছবি

নিখোঁজের ২ দিন পর গোপালগঞ্জে ট্রাংকে লুকিয়ে রাখা মুহিন মোল্যা (১১) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভাড়াটিয়া ঝালমুড়ি বিক্রেতা আমিনসহ ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ভাড়াটিয়া ঝালমুড়ি বিক্রেতা আমিনের ঘর থেকে ট্রাংকে লুকিয়ে রাখা মুহিনের মরদেহ উদ্ধার করা হয়। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্কুলছাত্র মুহিন মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মাঞ্জুরুল ইসলাম মোল্লার ছেলে। সে রাবেয়া আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

আরো পড়ুন
ধর্ষণ-নারী নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

ধর্ষণ-নারী নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

 

ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের দোকানে জুস কিনতে যায় মুহিন। এর পর থেকে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে।

গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়া আমিন, ওই গ্রামের শাওন ও সিহাবকে আটক করে। পরে আটকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সোমবার ভোররাতে আমিনের ঘর থেকে বস্তায় বেঁধে ট্রাংকে রাখা মুহিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় আমিন মিয়ার স্ত্রী শাহানারা বেগমকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন
সন্তানকে স্কুলে পাঠানোর আগে যে কাজগুলো করবেন না

সন্তানকে স্কুলে পাঠানোর আগে যে কাজগুলো করবেন না

 

ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে ওই শিশুকে হত্যার পর মরদেহ ট্রাংকে লুকিয়ে রাখা হয়েছিল।

তবে কেন হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, মিশু মুহিন মোল্যার বাবা মাঞ্জুরুল ইসলাম মেল্যার সঙ্গে শাওন ও সিহাবের জমিসংক্রান্ত বিরোধ ছিল। এরই জেরে ঝালমুড়ি বিক্রেতা আমিনকে দিয়ে এই অপকর্ম করানো হতে পারে।

মন্তব্য

স্বামীকে কুপিয়ে স্ত্রীর গয়না লুট

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
শেয়ার
স্বামীকে কুপিয়ে স্ত্রীর গয়না লুট
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে এক নবদম্পতির ওপর হামলা চালিয়ে সব কিছু লুট করে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদায় উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, ছিনতাইকারীরা স্বামী সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীর গয়না লুট করে নিয়ে যায়। পরে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। আহত সাগর উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামের মজিবারের ছেলে। 

ওই গ্রামের ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাগর। এ সময় হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে প্রতিবন্ধী স্কুলের অদূরে একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

তার স্ত্রীর কাছে থাকা গহনা ছিনিয়ে নেয়। তখন তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল ফেলেই পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি উদ্ধার করে ও আহত সাগরকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, সাগরের বাঁ হাতে ও ঘাড়ের নিচেই ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। সেখানে ছয়টা সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। 

দর্শনা থানা পরিদর্শক মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। সেই সময় ধারালো অস্ত্রের আঘাতে সাগর আহত হন। ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।

দ্রুত তাদের আটক করা হবে।

মন্তব্য

ধর্ষণ-নারী নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা প্রতিনিধি
শেয়ার
ধর্ষণ-নারী নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন
ছবি : কালের কণ্ঠ

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ এবং নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করা হয়েছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী উম্মে সাবাবা হক, তৌশী প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। অথচ ধর্ষক ধরা হচ্ছে না। ধর্ষক কখনো মানুষ হতে পারে না। এরা পশু।

এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই।

তারা আরো বলেন, আপনারা যদি যথাযধথ দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনাদের দায়িত্ব জনগণের কাছে ছেড়ে দেন। জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে ধর্ষকদের বিচার করব।

মন্তব্য

চাঁদপুরে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রতিনিধি
শেয়ার
চাঁদপুরে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
ছবি : কালের কণ্ঠ

দেশের একের পর এক ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় চাঁদপুরে নারী শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধন কর্মসূচি পালন করেছেন। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শহরের হাসান আলী স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে তা শহরের বাসস্ট্যান্ড ঘুরে বাইতুল আমিন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মানবন্ধন কমর্সসূচি পালন করেন নারী শিক্ষার্থী।

আরো পড়ুন
টিএসসিতে মেয়েদের নামাজের জায়গা উদ্বোধন

টিএসসিতে মেয়েদের নামাজের জায়গা উদ্বোধন

 

এ সময় তারা বলেন, দেশে গত ৬৫ ঘণ্টায় ৮০টির মতো ধর্ষণের ঘটনা ঘটেছে। অথচ এই নিয়ে সরকারের উপদেষ্টা এবং সমন্বয়করা চুপ করে বসে আছেন। শিক্ষার্থীদের অভিযোগ জুলাইয়ে পরাজিত শক্তি পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। দেশকে অস্থিতিশীল করতে খুব সূক্ষ্মভাবে চক্রান্ত চলছে।

এর সঙ্গে প্রশাসন কিংবা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কেউ না কেউ জড়িত। তাই এখন আর চুপ করে বসে থাকার সময় নেই। যদি সরকার এসব অপরাধ দমন করতে ব্যর্থ হয়, তাহলে শিক্ষার্থীরা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে।

তারা বলেন, কোনো অপরাধী ধরা পড়ার পর আদালতে আইনজীবীরা যেন সেই অপরাধীর পক্ষে না দাঁড়ায় আর যদি কেউ দাঁড়ায়ও আদালতের বিচার তার জামিন না দেন।

এতে বক্তব্য দেন ইশরাত জাহান বিন্দু, আশফিয়া জামান, মরিয়ম মাহী প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে কয়েক শতাধিক নারী শিক্ষার্থী অংশ নেন। এ সময় নানা ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার বহন করেন তারা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ