দেশের একের পর এক ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় চাঁদপুরে নারী শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শহরের হাসান আলী স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে তা শহরের বাসস্ট্যান্ড ঘুরে বাইতুল আমিন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মানবন্ধন কমর্সসূচি পালন করেন নারী শিক্ষার্থী।
আরো পড়ুন
টিএসসিতে মেয়েদের নামাজের জায়গা উদ্বোধন
এ সময় তারা বলেন, দেশে গত ৬৫ ঘণ্টায় ৮০টির মতো ধর্ষণের ঘটনা ঘটেছে। অথচ এই নিয়ে সরকারের উপদেষ্টা এবং সমন্বয়করা চুপ করে বসে আছেন। শিক্ষার্থীদের অভিযোগ জুলাইয়ে পরাজিত শক্তি পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। দেশকে অস্থিতিশীল করতে খুব সূক্ষ্মভাবে চক্রান্ত চলছে।
এর সঙ্গে প্রশাসন কিংবা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কেউ না কেউ জড়িত। তাই এখন আর চুপ করে বসে থাকার সময় নেই। যদি সরকার এসব অপরাধ দমন করতে ব্যর্থ হয়, তাহলে শিক্ষার্থীরা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে।
তারা বলেন, কোনো অপরাধী ধরা পড়ার পর আদালতে আইনজীবীরা যেন সেই অপরাধীর পক্ষে না দাঁড়ায় আর যদি কেউ দাঁড়ায়ও আদালতের বিচার তার জামিন না দেন।
এতে বক্তব্য দেন ইশরাত জাহান বিন্দু, আশফিয়া জামান, মরিয়ম মাহী প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে কয়েক শতাধিক নারী শিক্ষার্থী অংশ নেন। এ সময় নানা ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার বহন করেন তারা।