মাথা নষ্ট করা গল্পের এই ৭ ‘থ্রিলার’ সিনেমা দেখেছেন কি?
থ্রিলারপ্রেমীদের জন্য সেরা ৭ সিনেমা
টুইষ্ট, সাসপেন্স ও থ্রিলের গল্পে ভরপুর
শঙ্খনীল দেব
শঙ্খনীল দেব
শঙ্খনীল দেব
শঙ্খনীল দেব
শেয়ার
বাঁ থেকে ‘মেমোরিস অব মার্ডার’, ‘শাটার আইল্যান্ড’ এবং ‘আন্ধাধুন’
সিনেমাপ্রেমীদের মধ্যে সবচেয়ে বড় একটা অংশ পছন্দ করেন থ্রিলারধর্মী সিনেমা। টান টান উত্তেজনাকর গল্প, একের পর এক সাসপেন্স আর রহস্যময়তা পর্দায় ধরে রাখে দর্শকদের। তাই থ্রিলার জনরার সিনেমা সবার পছন্দের শীর্ষে। সিনেমার ইতিহাসে অসংখ্য থ্রিলারধর্মী সিনেমা সিনেমাপ্রেমীদের বিনোদন দিয়েছে।
পড়তে পড়তে চমক নিয়ে দ্বিধায় রেখেছে দর্শকদের। আজকের এই আয়োজন সেইসব সিনেমা নিয়ে। হলিউড, কোরিয়ান বা বলিউড- মাথা নষ্ট করা গল্পে তৈরি এই সাতটি থ্রিলার চলচ্চিত্র যদি না দেখে থাকেন, এখনই দেখে নিন।
নাইটক্রলার : এটি ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান থ্রিলার চলচ্চিত্র, যার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ড্যান গিলরোয়ের।
এতে জ্যাক গিলেনহাল লুই ‘লু-ব্লম’ চরিত্রে অভিনয় করেছেন। তিনি লস অ্যাঞ্জেলেসে গভীর রাতে নানা রকম ঘটনা রেকর্ড করেন এবং একটি স্থানীয় টেলিভিশন নিউজ স্টেশনে ফুটেজ বিক্রি করেন।
তিনি উচ্চাভিলাষী, লোভী ও আত্মবিশ্বাসী। রিনি রুসো, রিজ আহমেদ এবং বিল প্যাকসনও অভিনয় করেছেন এতে।
চলচ্চিত্রের একটি সাধারণ থিম হল অনৈতিক সাংবাদিকতা। সিনেমাটির থ্রিল আপনাদের ভালো লাগবে তা বলাই যায়। আইএমডিবি‘তে ৭.৯ রেটিং রয়েছে এটির।
নো কান্ট্রি ফর ওল্ড ম্যান : এটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান ওয়েস্টার্ন ক্রাইম থ্রিলার ফিল্ম। যায়েল এবং ইথান কোয়েন রচিত এবং পরিচালিত সিনেমাটি ২০০৫ সালের কর্ম্যাক ম্যাকার্থির উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে।
টমি লি জোন্স, জাভিয়ার বারডেম এবং জোশ ব্রোলিন অভিনীত এটি ১৯৮০ সালের পশ্চিম টেক্সাসের মরুভূমিতে টেক্সাসের ওয়েল্ডার এবং ভিয়েতনাম যুদ্ধের ওপর নির্মিত হয়েছে। টান টান উত্তেজনা ও দারুণ সব টুইস্টের এই থ্রিলারটির আইএমডিবি’তে ৮.১ রেটিং রয়েছে। সময় থাকলে দেখে নিতে পারেন।
আনকাট জেমস : জোস এন্ড বোনি পরিচালিত ২০১৯ সালের আমেরিকান ক্রাইম থ্রিলার ‘আনকাট জেমস।’ এতে অ্যাডাম স্যান্ডলার একজন ইহুদি-আমেরিকান। তিনি নিউইয়র্ক সিটির একজন ডায়মন্ড জুয়েলার এবং তার ডিস্ট্রিক্ট জুয়ার আসক্তি রয়েছে। ঋণ পরিশোধের জন্য তাকে ব্যয়বহুল একটি রত্ন উদ্ধার করতে হবে এবং এই নিয়েই এগিয়ে যায় সিনেমার কাহিনী। আইএমডিবি’তে ৭.৪ রেটিং রয়েছে এটির। সময় থাকলে দেখে নিতে পারেন থ্রিলার চলচ্চিত্রটি।
আন্ধাধুন : হলিউডের থ্রিলার সিনেমার ভিড়ে বলিউডের আন্ধাধুনকে রাখতেই হচ্ছে। বলতে গেলে হিন্দি সিনেমার সর্বকালের সেরা থ্রিলার সিনেমাগুলোর মধ্যে এটি একটি। এতে একজন অন্ধ সংগীতশিল্পী (পিয়ানোবাদক) এর চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। অন্ধ হলেও পিয়ানো বাজিয়ে জীবিকা নির্বাহ করেন আয়ুষ্মান। বিদেশে যাওয়ার স্বপ্ন তাঁর। কিন্তু তাঁর জীবনে হঠাৎ ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। অনাকাঙ্খিতভাবে এক খুনের মামলায় জড়িয়ে পড়েন তিনি। সেখান থেকেই গল্প মোড় নেয় নতুন দিকে। গল্পের পরতে পরতে টুইস্ট আর থ্রিল রীতিমতো মুগ্ধ করবে আপনাকে। সময় থাকলে দেখে নিতে পারেন চমৎকার চলচ্চিত্রটি। আইএমডিবি’তে ৮.৩ রেটিং রয়েছে এটির। আয়ুষ্মানের সঙ্গে এতে অভিনয় করেছেন টাবু ও রাধিকা আপ্তে।
প্যারাসাইট : থ্রিলার দেখবেন আর কোরিয়ান সিনেমা দেখবেন না, তা হতে পারে না। থ্রিলার ঘরানায় কোরিয়ানরা এক কথায় অনবদ্য। একের পর এক মাস্টারপিস থ্রিলার রয়েছে কোরিয়ান ইন্ডাস্ট্রিতে। যার মধ্যে রয়েছে অস্কারজয়ী সিনেমা ‘প্যারাসাইট।’ দুই পরিবারের গল্প, সমাজের বিত্তশালী সম্প্রদায়ের রূপের পাশাপাশি আরও অনেক গাম্ভীর্যপূর্ণ বিষয় ওঠে এসেছে এতে। সং কাং হো, লি সান কিউ, চো ইয়ো জিয়ং অভিনীত সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করার পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রচুর প্রশংসাও পায়। প্রথম বিদেশি ভাষার কোনো চলচ্চিত্র হিসেবে জিতে নেয় অস্কার। আইএমডিবি’তে ৮.৫ রেটিং রয়েছে কোরিয়ান এই মাস্টারপিসের।
মেমোরিস অফ মার্ডার : বিশ্বের সেরা থ্রিলারধর্মী সিনেমার তালিকায় রয়েছে বং জুন-হু পরিচালিত আরও এক কোরিয়ান সিনেমা ‘মেমোরিস অফ মার্ডার।’ ২০০৩ সালে মুক্তি পেয়েছিল এটি। কাং হো সং এবং হে ইল পার্ক অভিনীত থ্রিলারধর্মী এই সিনেমার পরত পরতে জড়িয়ে রয়েছে সাসপেন্স। ১৯৮৬ সালে দুই নারীকে ধর্ষণ করে খুন করা হয়। এই খুনের তদন্ত করতে শুরু করেন দুই গোয়েন্দা। কিন্তু ওই এলাকায় একই ভাবে খুন হতে থাকে। খুনের নেপথ্যে আসলে কে, তদন্তই বা কিভাবে করা হচ্ছে সেসব নিয়েই গল্প এগিয়ে যায়। তবে সিনেমাটির শেষের টুইস্ট আপনাকে হতবাক করে দেবে। আইএমডিবি’তে ৮.১ রেটিং রয়েছে এটির। সময় থাকলে দেখে নিন সেরা এই থ্রিলারটি।
শাটার আইল্যান্ড : ২০১০ সালে মুক্তি পাওয়া মার্টিন স্কোরসেজি পরিচালিত শাটার আইল্যান্ডকে বলা হয় থ্রিলার ইতিহাসে অন্যতম সেরা একটি চলচ্চিত্র। ২০০৩ সালে প্রকাশিত শাটার আইল্যান্ড নামক উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত একটি রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী চলচ্চিত্র এটি। থ্রিলারধর্মী এই সিনেমাটি মূলত ইউএস মার্শাল টেডি ডেনিয়েলের (লিওনার্দো ডিক্যাপ্রিও) মানসিক হাসপাতাল থেকে গায়েব হওয়া এক খুনির খোঁজে শাটার আইল্যান্ডে আগমনকে ঘিরে আবর্তিত। অতঃপর হাসপাতালে সেবার আড়ালে ভয়াবহ কার্যক্রমের রহস্য উদঘাটনের মাধ্যমে প্রমাণ খোঁজার মধ্য দিয়ে এগিয়ে যায় এর গল্প। এর শেষ অংশের টুইস্ট আপনাকে চিন্তায় ফেলে দিতে বাধ্য। হিসাব মেলাতে হিমশিম খাবেন আপনিও। লিওনার্দোর সঙ্গে সমানতালে দুর্দান্ত অভিনয় করেছেন বেন কিংসলে ও মার্ক রাফলোর মতো তারকারা। আইএমডিবি’তে ৮.২ রেটিং রয়েছে এটির। ছুটির দিনে দেখে নিতে পারেন অন্যতম সেরা থ্রিলার ‘শাটার আইল্যান্ড।’
‘বাজি’ নাটকের একটি দৃশ্যে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল
গত বছর থেকে ক্রমানুসারে নাটকের সংখ্যা কমে আসছে। ভালোবাসা দিবসেই প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর হাতে জমা ছিল শতাধিক নাটক। তখন তারা জানিয়েছিল, রোজার ঈদেই নাটকগুলো মুক্তি দেবে। তবে ঈদের শেষ মুহূর্তে এসে জানা গেল, সেই আশায় গুড়ে বালি।
ভালোবাসা দিবসের মতো এবারও নাটক মুক্তি পাবে হাতে গোনা কয়েকটি। দেশের শীর্ষ প্রযোজনাপ্রতিষ্ঠান সিএমভি এবার ঈদে মুক্তি দেবে মাত্র আটটি নাটক। অথচ এর আগে ঈদে তারা ১৬ থেকে ১৮টি করে নাটক মুক্তি দিত।
আরো পড়ুন
৬ সিনেমায় মাতবে ঈদ, হলসংখ্যায় এগিয়ে কে?
এবারের নাটকগুলো হলো— এম ডি তৌফিকুল ইসলামের ‘বাজি’, অভিনয়ে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল; ইমরাউল রাফাতের ‘প্রেম ভাই’, অভিনয়ে তৌসিফ মাহবুব ও তটিনী; এ কে পরাগের ‘লাই-জু’, অভিনয়ে মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান; রুবেল হাসানের ‘বউয়ের বিয়ে’, অভিনয়ে ইয়াশ রোহান ও তটিনী; প্রবীর রায় চৌধুরীর ‘বান্টির বিয়ে’, অভিনয়ে জোভান ও কেয়া পায়েল; ইমরোজ সোহানের ‘ব্রেকিং নিউজ’, অভিনয়ে তৌসিফ ও তটিনী; মহিদুল মহিমের ‘ফিরে দেখা’, অভিনয়ে জোভান ও তটিনী; হাসিব হোসেন রাখির ‘মন দিওয়ানা’, অভিনয়ে তৌসিফ ও তটিনী।
প্রযোজনা প্রতিষ্ঠান সুলতান এন্টারটেইনমেন্ট মুক্তি দেবে সাতটি নাটক। তারাও এর আগে ঈদে ১৫ থেকে ২০টি করে নাটক মুক্তি দিত। এবারের নাটকগুলো হলো— মহিদুল মহিমের ‘হৃদয়ের এক কোণে’, অভিনয়ে জোভান, তটিনী; মহিদুল মহিমের ‘হৃদয়ে রেখেছি গোপনে’, অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী; এম ডি তৌফিকুল ইসলামের ‘আমি শুধু তোমার হব’, অভিনয়ে মুশফিক আর ফারহান, সাফা কবির; মোহাম্মদ মিফতাহ আনানের ‘মন দিতে চাই’, অভিনয়ে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল; এস আর মজুমদারের ‘ব্রেকআপ থেকে শুরু’, অভিনয়ে নিলয় আলমগীর, হিমি; ইমরাউল রাফাতের ‘আমি শুধু চেয়েছি তোমায়’, অভিনয়ে জোভান, তটিনী; রাফাত মজুমদার রিংকুর ‘দাঁড়ালে দুয়ারে’, অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী।
ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এবার ঈদে মুক্তি দেবে মাত্র তিনটি নাটক।
পুলক অনিলের ‘আজান’, অভিনয়ে ইরফান, ফারিণ খান; জুবায়ের ইবনে বকরের ‘ফায়ার ফাইটার’, অভিনয়ে ইরফান সাজ্জাদ ও ফারিন খান; রুবেল আনুষের ‘কানামাছি’, অভিনয়ে মুশফিক আর ফারহান ও সাফা কবির।
সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট মুক্তি দেবে সাজ্জাদ হোসেন বাপ্পীর ‘লাভ মি মোর’, অভিনয়ে তৌসিফ মাহবুব, নিদ্রা দে নিহা; মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প’, অভিনয়ে জোভান, তটিনী; কে এম সোহাগ রানার ‘অগ্নিশিখা’, অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী। তবে আরো দুটি নাটক মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ।
এদিকে গোল্লাছুটে সঠিক কতগুলো নাটক মুক্তি পাবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে বলতে পারেননি প্রতিষ্ঠানটির কর্ণধার শাহীন কবির টুটুল।
আজ আকাশে নতুন চাঁদ উঠলেই কাল ঈদ। ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিতে সিনেমা হলে মুক্তি পাচ্ছে ৬টি ছবি—‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’ ‘অন্তরাত্মা’ ও ‘জিন ৩’। গতকাল সন্ধ্যা পর্যন্ত কোন ছবি কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, কার রেন্টাল কেমন, কোনটি হল মালিকদের পছন্দের শীর্ষে—জেনেছেন সুদীপ কুমার দীপ।
বরবাদ
এবার ঈদে মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ ছবি যে অন্য ছবিগুলোর চেয়ে এগিয়ে থাকবে, সেটা আগে থেকেই অনুমেয় ছিল।
মাঝখানে ছবিটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে হিসাবটা একটু ওলটপালট হওয়ার আশঙ্কা দেখা দেয়। তবে ২৬ মার্চ বিকেলে সেই আশঙ্কা কেটে গেলে সন্ধ্যা থেকেই অফিসে হাজির হতে থাকেন একের পর এক বুকিং এজেন্ট। রেন্টালও উঠতে থাকে আকাশচুম্বী।
শাকিব খানের আগের সব ছবির রেকর্ড ভেঙে দিয়ে ‘বরবাদ’ সর্বোচ্চ রেন্টাল পেয়েছে ১৩ লাখ টাকা।
খুলনার চিত্রালী হল দিয়েছে এই রেন্টাল। তবে শুরুতে প্রযোজক পাঁচ লাখ টাকার নিচে ছবিটির রেন্টাল করবেন না বললেও গতকাল জানা গেল, দেড় লাখেও ঢাকার বাইরে ছোট ছোট অনেক হল বুকিং হয়েছে। নরসিংদীর মাধবদীতে ছোট একটি হল মমতা। এই হল বুকিং করেন এস কে শামীম।
তিনি ছবিটি দুই লাখ টাকায় বুকিং করেছেন বলে জানিয়েছেন। ‘বরবাদ’ ছবির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন শহীদুল্লাহ মিয়া [মাস্টার]। প্রবীণ এই ব্যবস্থাপক জানিয়েছেন, তাঁদের লক্ষ্য ১২০টির বেশি হলে ছবিটি মুক্তি দেওয়া। এরই মধ্যে শতাধিক হল চূড়ান্ত হয়েছে। ‘বরবাদ’ প্রযোজক শাহরীন আক্তার সুমী বলেন, ‘আমাদের টার্গেট ছিল ১০৫ থেকে ১১০টি হল।
এরই মধ্যে ১১০টি হল চূড়ান্ত হয়েছে। আরো সাত-আটটি হল নিয়ে কথা চলছে। মনে হচ্ছে, শেষ পর্যন্ত সংখ্যাটা ১২০-এ দাঁড়াবে।’
জংলি
জংলি
গত বছর থেকেই আলোচনায় এম রাহিমের ‘জংলি’। বিশেষ করে সম্প্রতি ছবির অভিনব প্রচারণা বেশ হাইপ তুলেছে। ‘জংলি’ পরিবেশনার দায়িত্বে রয়েছে অভি কথাচিত্র। সিয়াম আহমেদের ‘শান’ ছবির পরিবেশনার দায়িত্বেও ছিল প্রতিষ্ঠানটি। ‘শান’ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে যেমন মুক্তি পেয়েছিল তেমনি বিভিন্ন ভাষায় ডাবিং করেও পেয়েছে সফলতা। ‘জংলি’ পরিচালক এম রাহিম বলেন, “আশা করছি, হলসংখ্যায় আমরা ‘বরবাদ’ ছবির পরের স্থানেই থাকব। এরই মধ্যে সেই সংখ্যা হয়েও গেছে। পরে সব জানাব।” এম রাহিম সঠিক হলসংখ্যা না জানালেও বুকিং এজেন্ট জাহাঙ্গীর আলম জানিয়েছেন, এরই মধ্যে ‘জংলি’ ৩০টির মতো হল চূড়ান্ত করেছে।
চক্কর ৩০২
চক্কর ৩০২
ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন প্রথমবার চলচ্চিত্র নির্মাণ করেছেন। ‘চক্কর ৩০২’ নামের ছবিটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রিকিতা নন্দিনী শিমু, তারিনসহ অনেকে। তিন সপ্তাহ আগেই জীবন জানিয়েছিলেন ছবিটি ঈদে মুক্তি দেবেন। সেই অনুযায়ী সেন্সর ছাড়পত্রও নিয়েছেন। গতকাল সন্ধ্যায় ছিল ছবিটির স্পেশাল স্ক্রিনিং। তার আগে বিকেলে ছবিটি নিয়ে মোবাইল ফোনে কথা হয় জীবনের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা ঈদে ছবিটি শুধু মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি দিতে চাই। সেই অনুযায়ী স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখা, যমুনা ব্লকবাস্টার, লায়নস সিনেমাস চূড়ান্ত হয়েছে। পরে দর্শকের চাহিদা অনুযায়ী আমরা সিঙ্গল স্ক্রিনগুলোতে ছবিটি মুক্তি দেব।’
জিন ৩
জিন ৩
‘জিন’ সিরিজের আগের দুটি ছবি ভালো ব্যবসা করেছিল। দুটি ছবিই ছিল কম বাজেটের, তবে দর্শক বিনোদিত হয়েছিল। আগের ছবি দুটিও প্রথমে মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছিল। সিঙ্গল স্ক্রিনকে গুরুত্ব দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখছে তারা। ছবির পরিচালক কামরুজ্জামান রোমান বলেন, ‘ছবিটিতে অনেক গ্রাফিকসের কাজ আছে। সেগুলো সাধারণ হলগুলোতে স্পষ্ট দেখা যায় না। তাই আমরা মাল্টিপ্লেক্সগুলোকে প্রাধান্য দিচ্ছি। ছবির রেন্টাল নিয়ে এখনই বলতে চাই না। ব্যাবসায়িক পলিসির কারণে হয়তো কেউ বলবেও না। তবে আমাদের ইনভেস্টের বেশির ভাগই রিলিজে উঠে আসবে বলে মনে করছি।’
অন্তরাত্মা
অন্তরাত্মা
দুই বছর ধরে ঈদে একটি করে সিনেমা মুক্তি দেন শাকিব খান। এবারও কথা ছিল শুধু ‘বরবাদ’ মুক্তি পাবে। হঠাৎ গত সপ্তাহে জানা গেল, শুধু ‘বরবাদ’ নয়, ঈদে শাকিবের ‘অন্তরাত্মা’ও মুক্তি পাবে। চার বছর আগে ২০২১ সালে ছবিটির শুটিং শেষ করেছিলেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। কাউকে কিছু না জানিয়ে সেন্সরেও জমা দেন তিনি। গত সপ্তাহে সেন্সর ছাড়পত্র হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা দেন ছবিটি মুক্তি দেওয়ার। ‘অন্তরাত্মা’র ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রুহুল আমিন। এর আগে শাকিব খানের ‘দরদ’সহ শতাধিক ছবির ব্যবস্থাপক ছিলেন তিনি। রুহুল আমিন বলেন, ‘এরই মধ্যে আমাদের সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ও লায়ন সিনেমাস চূড়ান্ত হয়েছে। এ ছাড়া ১৩টি সিঙ্গল স্ক্রিনও চূড়ান্ত। আজ [শনিবার] সন্ধ্যায় আরো কয়েকটি হল চূড়ান্ত হবে। আসলে ছবির হলসংখ্যা দিয়ে মান বিচার হয় না। আমার ছবির মেরিট থাকলে দ্বিতীয় সপ্তাহ থেকে হল আরো বাড়বে, বাড়বে রেন্টালও।’
এখন ‘অন্তরাত্মা’র রেন্টাল কেমন, জানতে চাইলে সরাসরি বলতে নারাজ রুহুল। বলেন, ‘এটা ব্যাবসায়িক পলিসি। আমি বললে ছবিটির ক্ষতি হবে। অবশ্য সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা জানেন, শাকিবের ছবির একটা মিনিমাম রেন্টাল থাকে। সে হিসাবে রিলিজ সপ্তাহেই প্রযোজক বড় একটা অঙ্ক ঘরে তুলতে পারবেন।’
দাগি
দাগি
দীর্ঘ এক দশক পর বড় পর্দায় ফিরেছেন শিহাব শাহীন। ২০১৫ সালের দর্শকনন্দিত ‘ছুঁয়ে দিলে মন’-এর পর এবার ঈদে মুুক্তি পেতে যাচ্ছে তাঁর দ্বিতীয় ছবি ‘দাগি’। এটি আফরান নিশোরও দ্বিতীয় ছবি। তাঁর প্রথম ছবি রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ পেয়েছিল জনপ্রিয়তা। সব মিলিয়ে শিহাব শাহীন ও আফরান নিশোর ‘দাগি’ নিয়ে দর্শকের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। তবে ঠিক কয়টি হলে ছবিটি মুক্তি পাবে, সে বিষয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত ঠিক হয়নি বলে জানালেন নির্মাতা। শিহাব শাহীন বলেন, ‘মাল্টিপ্লেক্সগুলো সব চূড়ান্ত হয়েছে। সিঙ্গল স্ক্রিনেরও কিছু কিছু চূড়ান্ত হয়েছে। তবে সঠিক সংখ্যাটা এখনই বলতে পারছি না। তা ছাড়া প্রযোজকদেরও একটা পলিসি আছে। তাঁরা ঠিক কতগুলো হলে মুক্তি দেবেন, সেটার সিদ্ধান্ত তো আমি জানি না।’
তামিল সিনেমার অভিনেত্রী শ্রুতি নারায়ণ। কিছুদিন আগে তার ১৪ মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও ফাঁস হয়েছে। জানা যায়, এটি প্রাইভেট অডিশনের সময়ে ধারণ করা। কাস্টিং কাউচের ভিডিওটি ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনা চলছে।
খবর আনন্দবাজারের
ভিডিওটি ফাঁস হওয়ার পর এতদিন চুপ ছিলেন শ্রুতি তবে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রেী। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে শ্রুতি জানান, খুবই কঠিন সময় পার করছেন তিনি।
আরো পড়ুন
দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
শ্রুতি বলেন, এই ধরনের কনটেন্ট ছড়িয়ে দেওয়া কেবল রসিকতা-মজার বিষয়। কিন্তু আমার এবং আমার ঘনিষ্ঠজনদের জন্য এটি খুব কঠিন পরিস্থিতি।
বিশেষ করে আমার জন্য এটি খুব কঠিন সময়। এই কঠিন পরিস্থিতি সামাল দেওয়া ভীষণ জটিল। আমিও একজন নারী, আমারও অনুভূতি আছে, আমার ঘনিষ্ঠজনদেরও অনুভূতি আছে। আপনারা সবাই এটিকে খারাপ থেকে আরো খারাপ করে তুলছেন।
অনুরোধ জানানোর পাশাপাশি ক্ষোভ উগরে শ্রুতি বলেন, ‘আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, সব কিছু দাবানলের মতো ছড়িয়ে দেবেন না। তার পরও যদি একই কাজ করেন, তবে আপনি আপনার মা-বোন বা বান্ধবীর ভিডিও দেখুন। কারণ তারাও মেয়ে, তাদেরও আমার মতো শরীর আছে। সুতরাং তাদের ভিডিও উপভোগ করুন।’
আরো পড়ুন
ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া
তামিল টিভি সিরিয়াল দিয়ে ক্যারিয়ার শুরু করেন শ্রুতি।
‘সিরাগাড়িকা আসাই’-এর মতো অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি লাভ করেন তিনি। এটি স্টার বিজয় এবং জিওহটস্টারে প্রচার হয়।
শবনম বুবলীকে বলা হয় উৎসবের নায়িকা। অভিষেকের পর থেকেই ঈদ উৎসবে ডাবল সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন তিনি। মাঝে ছন্দঃপতন হলেও আবারও ফিরেছেন স্বমহিমায়।
এবার ঈদ উৎসবেও দুই সিনেমা নিয়ে আসছেন তিনি।
এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বুবলীর ‘জংলি’ সিনেমা। এদিকে ‘পিনিক’ নামে আরেকটি ছবি মুক্তির কথা থাকলেও অবশেষে তা পিছিয়েছে।
তবে বুবলীর ডাবল ঈদ মিস হচ্ছে না কোনোভাবেই। প্রেক্ষাগৃহের পাশাপাশি এবার এই নায়িকা থাকছেন ওটিটিতেও।
এ মাধ্যমে মুক্তি পেতে যাচ্ছে তার আরেক সিনেমা ‘ছায়া’। ২০২৩ সালে শুটিং হওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত এটি ওয়েব ফিল্ম হিসেবে ওটিটিতে মুক্তি পাচ্ছে। এটি নির্মাণ করেছেন ওয়াজেদ আলী।
বুবলী অভিনীত ‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম।
এ তে তিনি জুটি হয়েছেন সিয়াম আহমেদের সঙ্গে। অন্যদিকে ‘ছায়া’ সিনেমাতে দুই শিশুশিল্পী ও বুবলী ছাড়াও রয়েছেন পল্লব, আসিফ নূর প্রমুখ। ঈদের দিন এটি আইস্ক্রিনে মুক্তি পাবে।