ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ
ছবি: কালের কণ্ঠ

শুরায়ি নেজামের প্রথম পর্বেও দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে। এই মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশর মাওলানা ও শুরায়ি নেজামের শীর্ষ মুরব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।

শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান কালের কণ্ঠকে এই সংবাদ নিশ্চিত করেন।

এদিকে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ।

 সকাল ৯টা ৪৫ মিনিটে তালিমের মোজাকারা করেন ভারতের মাওলানা জামাল। এরপর খিত্তায় খিত্তায় তালিম হয়। পরে বয়ানের মিম্বারের সামনে থেকে ওলামায়ে কেরামের সঙ্গে কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। নামাজের মিম্বারের সামনে থেকে মাদরাসার ত্বলাবাদের সঙ্গে কথা বলেন পাকিস্তানের মাওলানা ফরীদ।
বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাঈল গোদারা। বাদ আসর বয়ান করেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। এরপর যৌতুকবিহীন বিয়ে হয়।

বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাাহিম দেওলা, তরজমা করেন মাওলানা জুবায়ের আহমেদ।

আজ বুধবার বাদ ফজর বয়ান করবেন ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুক। সকাল ৯টা ৩০ মিনিটে হেদায়তি বয়ান করবেন হিন্দুস্থানের মাওলানা আব্দুর রহমান। এই বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। বেলা ১২টা থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশর মাওলানা ও শুরায়ি নেজামের শীর্ষ মুরব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। প্রথম ধাপের আখেরি মোনাজাতও তিনিই পরিচালনা করেছেন।

শুরায়ি নেজামের অধীনে গত রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সোমবার ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে শুরায়ি নেজামের বিশ্ব ইজতেমা। এরপর ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার ৫৮তম আসর।

মন্তব্য

সম্পর্কিত খবর

আছিয়ার মৃত্যু : আসামিদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
আছিয়ার মৃত্যু : আসামিদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল
ছবি : কালের কণ্ঠ

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় আসামিদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ‘ধর্ষণের বিরুদ্ধ নারায়ণগঞ্জ’ ব্যানারে শিক্ষার্থীরা শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মিছিল বের করেন।

মিছিলপূর্বক সংক্ষিপ্ত সভায় ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘আজকে দুপুরে আমাদের বোন আছিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। মৃত্যুর পর আমরা দেখলাম ৭ দিনের মধ্যে বিচার শুরু হওয়ার কথা বলেছেন আমাদের আইন উপদেষ্টা।

আছিয়ার মৃত্যুর পর সরকারের টনক নড়ায় আমরা উপহাসের সঙ্গে তাদের এই বক্তব্যকে সমর্থন করছি।

তিনি বলেন, ধর্ষণের ঘটনায় প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া চালু করতে হবে। কোন অবস্থাতেই যেন ধর্ষকদের ছাড় দেওয়া না হয়।

পরে শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে বিবি রোড ধরে কাফন মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে,’ ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

মন্তব্য

আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস
সংগৃহীত ছবি

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

মাগুরায় নির্যাতনের শিকার মেয়েটির মৃত্যুর পর তারা বিকেলে মাগুরায় পৌঁছেছেন। একটি হেলিকপ্টারে তারা বিকেল ৫টার দিকে মাগুরা স্টেডিয়ামে অবতরণ করেন। সন্ধ্যা ৭টায় মাগুরা নোমানি ময়দানে আছিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন
৪ মাসের জন্য মাঠের বাইরে ইংল্যান্ড পেসার

৪ মাসের জন্য মাঠের বাইরে ইংল্যান্ড পেসার

 

গত ৬ মার্চ মাগুরার শহরতলি নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। ওই সময় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও চালানো হয়। বৃহস্পতিবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

মন্তব্য

দাউদকান্দিতে পিকআপের চাপায় ব্যবসায়ী নিহত

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
দাউদকান্দিতে পিকআপের চাপায় ব্যবসায়ী নিহত
সংগৃহীত ছবি

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় মো. শহিদুল্লাহ (৫৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে দাউদকান্দি-মতলব সড়কের উপজেলার শ্রীরায়েরচর বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি দাউদকান্দি উপজেলার মৃত বাচ্চু মিয়ার ছেলে। 

পুলিশ ও স্বজনরা জানান, ক্ষুদ্র বাঙ্গি ফল ব্যবসায়ী মো. শহিদুল্লাহ শ্রীরায়ের বাজার থেকে বাঙ্গি নিয়ে যাওয়ার সময় মিল্কভিটা পরিবহনের একটি পিকআপ তাকে চাপা দিলে তিনি সড়কের পাশে লুটিয়ে পড়েন।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী ঘাতক মিল্কভিটা পরিবহনের একটি পিকআপ আটক করে পুলিশকে খবর দেয়। দাউদকান্দি মডেল থানা পুলিশ ওই পিকআপটি এবং হাসপাতাল থেকে নিহতের মরদেহ থানায় নিয়ে যায়।

আরো পড়ুন
খাদ্যদ্রব্যের গোডাউনে তেলাপোকা-ইঁদুর, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

খাদ্যদ্রব্যের গোডাউনে তেলাপোকা-ইঁদুর, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

 

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েদ চৌধুরী বলেন, ‘নিহতের মরদেহ ও ঘাতক মিল্কভিটা পরিবহনের ওই পিকআপটিকে থানায় নিয়ে আসা হয়েছে।

নিহতের স্বজনরা মামলা দিতে চাইলে আইনি প্রক্রিয়ায় যাওয়া হবে। তারা উভয় পক্ষ আপস করলে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।’

মন্তব্য

নারায়ণগঞ্জে হত্যা ও নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
নারায়ণগঞ্জে হত্যা ও নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি ও এনায়েতনগর ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১-এর উপপরিচালক মেজর অনাবিল ইমাম।

মেজর অনাবিল ইমাম জানান, গ্রেপ্তারকৃত আসামি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একাধিক হত্যা ও নাশকতা মামলার আসামি।

তিনি নারায়ণগঞ্জের ওসমান পরিবারের অতি ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে চলে যান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ