কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচন শনিবার

কক্সবাজার, প্রতিনিধি
কক্সবাজার, প্রতিনিধি
শেয়ার
কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচন শনিবার
সংগৃহীত ছবি

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরি কমিটির নির্বাচন শনিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে আদালত পাড়ায় বাইরে উৎসবের আমেজ বিরাজ করলেও ভিতরে ভিতরে হারজিত নিয়ে রয়েছে চাপা উত্তেজনা।  

কেননা দীর্ঘদিন ধরে একই প্যানেলে নির্বাচনে লড়া বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবীরা শনিবারের নির্বাচনে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন। বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এই প্রথমবার দুটি আলাদা প্যানেল দিয়ে নির্বাচন করছে।

মূলত এ নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে ভিতরে ভিতরে নানা কানাঘুষাসহ চাপা উত্তেজনা রয়েছে। 

আরো পড়ুন
ছাত্র আন্দোলনে আহত খোকনকে নেওয়া হচ্ছে রাশিয়ায়

ছাত্র আন্দোলনে আহত খোকনকে নেওয়া হচ্ছে রাশিয়ায়

 

আদালত পাড়ার সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে কারা আসছে আগামী এবছরের জন্য জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে। বিশেষ করে এবারের নির্বাচনে পতিত সরকারের দল আওয়ামী লীগের কোন একক প্যানেল না থাকার বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। প্রতি বছরের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ও সমমনা আইনজীবীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়ে আসছিল জামায়াত- বিএনপির সমর্থিত সম্মিলিত প্যানেলের সাথে।

কিন্তু এবারের নির্বাচনে ব্যতিক্রমী পরিবেশ বিরাজ করছে। 

গেল ১২ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতি কর্যকরি কমিটির এই নির্বাচনের জন্য ১৭টি পদের জন্য মনোনয়ন দাখিল করেছেন ৩৮ জন প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ বাকের জানিয়েছেন, এবারের নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ভোটারের সংখ্যা হচ্ছেন ৯১৮ জন।

এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত আলাদা দুটি প্যানেল ছাড়াও বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ সমর্থিত ৩ জন আইনজীবী বিভিন্ন পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া এবি পার্টি থেকে একজন আইনজীবী সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্যানেলের প্রার্থীরা হলেন— সভাপতি পদে, সাবেক সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম-১, সিনিয়র সহ সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের-২, সহ সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) পদে সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মো. মনির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট মো. মনজুর আলম, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী বুলু, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রহিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: সাজিদ আবেদীন, ৪ টি সিনিয়র নির্বাহী সদস্য পদে প্রার্থীরা হলেন, অ্যাডভোকেট এস.এম নুরুল ইসলাম, অ্যাডভোকেট এ.কে.এম আতাউল হক, অ্যাডভোকেট ওসমান সরওয়ার আলম শাহীন ও অ্যাডভোকেট শাহারিয়ার ফয়সাল। ৪টি নির্বাহী সদস্য পদে প্রার্থীরা হলেন, অ্যাডভোকেট মোহাম্মদ এজাজুল হক খোকন, অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম-৫, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম।

জামায়াত ইসলামী সমর্থিত বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি পদে সাবেক সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম শাহজালাল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুকী, সহ সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ জাফর উল্লাহ ইসলামাবাদী, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মুহাম্মদ নুরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) পদে অ্যাডভোকেট এস.এম জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট কুতুব উদ্দিন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট নুর মোহাম্মদ, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শওকত আলম-১, ৪টি সিনিয়র নির্বাহী সদস্য পদে প্রার্থীরা হলেন, অ্যাডভোকেট সব্বির আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোছাইন, অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী, ও অ্যাডভোকেট তাহের আহমদ সিকদার। ৪টি নির্বাহী সদস্য পদের প্রার্থীরা হলেন, অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন, অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট মুহাম্মদ আতাউল্লাহ ও অ্যাডভোকেট আকতারুর রহমান (ছোটন)।

এছাড়া, আওয়ামী লীগ সর্মথিত প্যানেল বিহীন ৩ প্রার্থী হলেন-সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট এ.বি.এম মহীউদ্দীন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট সাকো আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট ছৈয়দ হোছন।

প্যানেল বিহীন অন্য ১ জন প্রার্থী হলেন সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর কেন্দ্রীয় নেতা সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম ফারুক খান (কায়সার)।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে মোট ৯১৮ জন আইনজীবী ভোটার হয়েছেন। ২০২৪ সালের সমিতির নির্বাচনে ভোটার ছিলেম ৯২৫ জন। সমিতির গঠনতন্ত্র সংশোধন করে ভিন্ন পেশায় কর্মরত আইনজীবীদের ভোটার বঞ্চিত করায় এবার ভোটার সংখ্যা কমেছে। কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ও চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে পৃথক দু'টি ভোট কেন্দ্রে একই সাথে ২২ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হবে। 

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বাকের, সহকারী প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা, অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ ফেরদাউস, কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল হক, অ্যাডভোকেট মোস্তাক আহমদ-৪, অ্যাডভোকেট ফরিদ আহমদ, অ্যাডভোকেট নুর আহমদ-২, অ্যাডভোকেট আবু ছিদ্দিক, অ্যাডভোকেট তাপস রক্ষিত এবং অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজ উল্লাহ সহ ১১ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন সমিতির নির্বাচন পরিচালনা করছেন।

২০২৪ সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যকরি কমিটির মোট ১৭টি পদের মধ্যে বিএনপি, জামায়াত সমর্থিত যৌথ প্যানেল ১৪টি পদে এবং আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মাত্র ৩টি পদে জয়লাভ করেছিল।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

উত্তরবঙ্গে ট্রেনে স্বস্থির ঈদযাত্রা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
উত্তরবঙ্গে ট্রেনে স্বস্থির ঈদযাত্রা
যমুনাসেতু পূর্ব স্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেন। ছবি : কালের কণ্ঠ

ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করতে ঢাকা ছাড়ছে লাখ লাখ ঘরমুখো মানুষ। রেল কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ ও যমুনা রেলসেতু চালু হওয়ায় উত্তরবঙ্গের মানুষ স্বস্থির সঙ্গেই ঈদের ছুটিতে ট্রেনে বাড়ি ফিরছেন।

কমলাপুর রেল স্টেশন থেকে উত্তর বঙ্গগামী প্রতিটি ট্রেনই সময়মতো ছেড়ে এসেছে। সঠিক সময়েই পৌঁছেছে যমুনা রেলসেতু পূর্ব স্টেশনে।

দুই মিনিটের যাত্রা বিরতি শেষে উত্তরবঙ্গের দিকে ছেড়েও গেছে নির্দিষ্ট সময়ে। অন্যান্য বছরের মতো এ বছর নেই নজির বিহীন সিডিউল বিপর্যয়। তবে ট্রেনের ভিতরে স্থান সংকুলান না হওয়ায় কোনো কোনো ট্রেনের ছাদে চেপে বাড়ি ফিরছে মানুষ। এতেও যাত্রীদের মধ্যে লক্ষ্য করা যায়নি কোনো অস্বস্থি।
স্টেশনে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা। সেতু পূর্ব স্টেশনে নেই কোন যাত্রীর চাপ। স্টেশন পুরোটাই ফাঁকা।

যমুনা রেলসেতু পূর্ব সহকারী স্টেশন মাস্টার সোহেল রানা বলেন, ‘আজ রবিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসা উত্তর বঙ্গগামী ধুমকেতু এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ট্রেন সঠিক সময়ে যমুনা রেলসেতু পূর্ব স্টেশনে পৌঁছেছে এবং নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে।

ট্রেনের ছাদে যাত্রী পরিবহনের বিষয়ে জানান, কমলপুর ও বিমান বন্দর স্টেশনে ট্রেনের ছাদে যাত্রী পরিবহনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে জয়দেবপুর স্টেশনে গার্মেন্টস শ্রমিকদের ব্যাপক চাপ থাকায় নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

নীল সাগর ট্রেনের যাত্রী আব্দুল আলীম বলেন, ‘এ বছর অনেক স্বস্থি নিয়ে ট্রেনে বাড়ি যাচ্ছি। সময়মতো ট্রেন ছেড়েছে। আশা করছি দ্রুত বাড়ি পৌঁছতে পারব।

রংপুর এক্সপ্রেসের ছাদে চেপে বাড়ি যাচ্ছেন গার্মেন্টস শ্রমিক আব্দুর রফিক। তিনি বলেন, ‘সময়মতো বেতন না পাওয়ায় ট্রেনে টিকেট কাটতে পারিনি। তাই ছিট না পাওয়ায় বাধ্য হয়ে ছাদে যাচ্ছি। তবে সিডিউল বিপর্যয় না থাকায় ট্রেন স্বাভাবিকভাবে চলছে। এ ছাড়া সেতু পূর্ব স্টেশনে আগে ১৫/২০ মিনিটের বিরতি ছিল যমুনা রেল সেতু চালু হওয়ায় বিরতির সেই সমস্যা আর নেই।’

মন্তব্য

চৌদ্দগ্রাম হাইস্কুলের এসএসসি ২০১৫ ব্যাচের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চৌদ্দগ্রাম হাইস্কুলের এসএসসি ২০১৫ ব্যাচের ইফতার আয়োজন
ছবি: কালের কণ্ঠ

চৌদ্দগ্রাম এইচ. জে পাইলট হাই স্কুলের এসএসসি ব্যাচ ২০১৫ এর ১০তম বার্ষিক ইফতার আয়োজন করা হয়। প্রতিবছরের মতো এইচ. জে পাইলট হাই স্কুলে এবারও এই বিশেষ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

গত ১০ বছর ধরে তারা এই ইফতার প্রোগ্রামের মাধ্যমে একত্রিত হয়ে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। 

এবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব, এবং এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এরপর একে একে উপস্থিত সবাই ইফতার করেন। অনুষ্ঠানটি ছিল অনেকটা এক মিলনমেলার মতো, যেখানে সবাই একে অপরকে দীর্ঘ সময় পর দেখে আনন্দিত হয়। 

এসএসসি ২০১৫ ব্যাচের এই উদ্যোগে সামাজিক সম্পর্কের মজবুতকরণের পাশাপাশি একটি ভালো উদাহরণ সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ব্যাচের সদস্যরা এই ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের শিক্ষালব্ধ জীবন, বন্ধুত্ব এবং সামজিক মূল্যবোধের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের দুই গ্রামে ঈদ উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের দুই গ্রামে ঈদ উদযাপন
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার দুইটি গ্রামের কিছু পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেছে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার (৩০ মার্চ) সকাল সোয়া ৮টায় সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মমিনটোলা গ্রামের একটি আমবাগান সংলগ্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১২০-১৩০ জন নারী-পুরুষ  ও বেশ কয়েকজন শিশু অংশ নেয়। নারীদের জন্য সামিয়ানা টেঙিয়ে পৃথক ব্যবস্থা করা হয়।

 

ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, নামাজে ইমামতি করেন মাওলানা আবুল কালম আজাদ। কয়েক বছর থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে  ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আজহা পালন করা হচ্ছে।

মন্তব্য

আখাউড়ায় বেশি দামে মাংস বিক্রির অভিযোগ, চার দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
আখাউড়ায় বেশি দামে মাংস বিক্রির অভিযোগ, চার দোকানিকে জরিমানা
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেশি দামে মুরগি ও গরুর মাংস বিক্রির অভিযোগে চার দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি পৌর এলাকার সড়ক বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও গাজালা পারভীন রুহি জানান, অভিযান চালানোর সময় মূল্য তালিকার চেয়ে বেশি দামে গরুর মাংস ও মুরগীর বিক্রি করছিল দোকানিরা। এ জন্য চার দোকানীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ