যানজট নিরসনে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করলেন দিপু ভুঁইয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
যানজট নিরসনে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করলেন দিপু ভুঁইয়া
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েই শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। সেই প্রতিশ্রুতি মোতাবেক মাহে রমজানকে কেন্দ্র করে শহরের যেসব পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়, সেসব পয়েন্টে বাড়তি জনবলের ব্যবস্থা করেছেন তিনি।

রবিবার (২ মার্চ) সকাল থেকেই ট্রাফিক পুলিশের সঙ্গে তারা কাজ শুরু করেছেন। ফলে নগরবাসীর মধ্যে ফিরে এসেছে স্বস্তি।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু বলেন, নারায়ণগঞ্জের বেশ কয়েকটি পয়েন্ট চাষাঢ়া মোড়, মিশনপাড়া, গ্রীনলেন্স ব্যাংক মোড়, ২ নম্বর রেলগেইট, ১ নম্বর রেলগেইট, মন্ডলপাড়া, খানপুর এবং পঞ্চবটি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে প্রত্যেকটি মোড়ে ট্রাফিক পুলিশ, কমিউনিটি পুলিশের সঙ্গে ১৮০ জন সদস্য তাদের সহায়তা করার জন্য নিয়োজিত থাকবেন। 

তিনি জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দুটি টিম কার্যক্রম পরিচালনা করবে। এসব টিমকে আমিসহ (দিপু) অন্যান্য পরিচালকদের সহায়তায় মনিটরিং সদস্য নিয়মিত কার্যক্রম তদারকি করবে।

যেকোনো প্রকার সমস্যা সমাধানের জন্য মনিটরিং সদস্যদের মাধ্যমে ট্রাফিক বিভাগ ও আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের মাধ্যমে চেম্বার থেকে সমাধানের চেষ্টা করা হবে বলেও তনু জানান।

সামগ্রিক বিষয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যার মধ্যে একটি হচ্ছে যানজট সমস্যা। ক্রমশ এই সমস্যা প্রকট আকার ধারণ করছিল। আমি যখন চেম্বার অব কমার্সের দায়িত্ব পাই তখন রমজান মাস আসন্ন।

তাই আপাতত আমরা রমজান মাসকে ঘিরে তাৎক্ষণিকভাবে একটি উদ্যোগ নিয়েছি। ট্রাফিক পুলিশের সঙ্গে বাড়তি জনবলের ব্যবস্থা করে দিয়েছি। এতে করে নগরবাসী কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করতে পারবে। 

তিনি বলেন, রমজান মাস শেষ হলে যানজট নিরসনে স্থায়ীভাবে কি উদ্যোগ নেওয়া যেতে পারে তা নিয়ে কাজ করবো। 

মন্তব্য

সম্পর্কিত খবর

গণপিটুনির শিকার সাবেক এমপি আজিজ আরেক মামলায় কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
গণপিটুনির শিকার সাবেক এমপি আজিজ আরেক মামলায় কারাগারে
ছবি: কালের কণ্ঠ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সদ্য কারামুক্ত সাবেক এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজকে জেলগেট থেকে ধরে মারধর করে থানায় সোপর্দ করার পর আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবারও কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ আদালতের কোর্ট পরিদর্শক আব্দুল হাই বলেন, ‘আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে সাবেক এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজকে তাড়াশ আমলী আদালতে হাজির করা হয়। পরে বিচারক গোলাম ওমর ফারুক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

আরো পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিএফআই পরিচয়ে অপহরণ, পরে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিএফআই পরিচয়ে অপহরণ, পরে উদ্ধার

 

তিনি আরো বলেন, ‘তাকে ২০২৪ সালের ৪ আগস্ট তাড়াশ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপরে হামলা ও মারধরের ঘটনায় দায়ের হওয়া একটি নাশকতার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে হাইকোর্ট থেকে একটি হত্যা চেষ্টা মামলায় জামিন পান সাবেক এমপি ডা. আব্দুল আজিজ। গতকাল মঙ্গলবার বিকেলে এ সংক্রান্ত আদেশের কাগজপত্র সিরাজগঞ্জ কারাগারে আসে বলেও জানান তিনি।

সিরাজগঞ্জ কারাগারের সুপার এস. এম কামরুল হুদা বলেন, ‘জামিনের নথিপত্র যাচাই-বাছাই শেষে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর কারাগারের সামনের রাস্তা থেকে ছাত্র-জনতা তাকে ধরে নিয়ে যায় বলে শুনেছি।

আরো পড়ুন
এস আলম-ঘনিষ্ঠদের ১৩৭৪ কোটি টাকা জব্দ

এস আলম-ঘনিষ্ঠদের ১৩৭৪ কোটি টাকা জব্দ

 

সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘মঙ্গলবার রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে সদর থানায় সোপর্দ করেন। এরপর তাড়াশ থানার একটি নাশকতার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।’

এদিকে, সাবেক এমপি ডা. আব্দুল আজিজ জামিনে মুক্ত হওয়ার প্রতিবাদে তাড়াশ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। এ ছাড়াও সিরাজগঞ্জ সদর থানার সামনে মঙ্গলবার রাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা জামিন পেলেও জেলগেট থেকে শোন অ্যারেস্ট করে পুনরায় কারাবন্দি করা হত। অথচ আওয়ামী লীগের ফ্যাসিস্ট এমপিরা জামিন পাওয়ার পর প্রশাসন তা করছে না। এসব এমপিরা জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরতে পারলে আবারও সরকার বিরোধী নানা ষড়যন্ত্র করবে এবং রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করবে তুলবে বলে আমরা আশংকা করছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসান বলেন, ‘আজ বুধবার বিকেলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এরপর সিরাজগঞ্জ কারাগারের সামনে গিয়ে জেল সুপারের সঙ্গে মোবাইলে কথা বলে বিষয়টি নিশ্চিত হই।

বিষয়টি নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে এ বিষয়ে কথা বলি। পরবর্তীতে সাবেক এমপি আব্দুল আজিজ কারাগার থেকে বেরিয়ে আসলে তাকে ধরে নিয়ে এসে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

আরো পড়ুন
কোমরের অপারেশন করতে গিয়ে বৃদ্ধার মৃত্যু, ক্লিনিক ভাঙচুর

কোমরের অপারেশন করতে গিয়ে বৃদ্ধার মৃত্যু, ক্লিনিক ভাঙচুর

 

গত ৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটর এলাকার পদ্মা জেনারেল হাসপাতাল থেকে র‌্যাব সদস্যরা সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেন। এরপর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তাড়াশ থানায় ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে দায়ের করা হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। এ মামলায় সাবেক এমপি আজিজসহ আওয়ামী লীগের ৯৯জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলার ঘটনায় এ মামলা করা হয়েছিল।

মন্তব্য

বাদাম ক্ষেতে মিলল গৃহবধূর লাশ, আটক স্বামী

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
বাদাম ক্ষেতে মিলল গৃহবধূর লাশ, আটক স্বামী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাদাম ক্ষেত থেকে আনোয়ারা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১২ টার দিকে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের খেরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী একরামুলকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে আনোয়ারার স্বামী একরামুল (৪০) বাড়ির পাশের বাদাম ক্ষেত থেকে স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

পরে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী একরামুলকে আটক করে থানায় নিয়ে আসে। এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে একরামুলের সঙ্গে তার স্ত্রী আনোয়ারার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে একরামুল তার স্ত্রীকে মারধর করে।
এরপর সন্ধ্যা থেকে আনোয়ারাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত সরকার বলেন, ‌‘ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। আটক একরামুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিএফআই পরিচয়ে অপহরণ, পরে উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিএফআই পরিচয়ে অপহরণ, পরে উদ্ধার
গ্রেপ্তার রেজাউল করিম রেজা। ছবি : সংগৃহীত

ডিজিএফআই হেডকোয়ার্টারের ফ্লাইট লেফটেন্যান্ট পরিচয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেপুর গ্রামের এক ব্যক্তিকে অপহরণ করা হয়। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম রিফাত।

তিনি সৌদিপ্রবাসী মালুম মিয়ার ছেলে।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ৮ এপ্রিল রাত ৫টার দিকে ডিজিএফআই পরিচয়ে ওই ব্যক্তিকে অপহরণ করা হয়। বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে এলে স্থানীয় পুলিশের সহযোগিতায় ঘটনার মূল হোতা এলএসি রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়।

তিনি সশস্ত্র বাহিনী থেকে বহিষ্কৃত বলে জানিয়েছে পুলিশ।

তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরো আটজনকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন রেজাউল করিম, আব্দুল গফুর সরদার, আলমগীর মোল্লা, তৈয়বুর রহমান, নয়ন আকুনজি, রাজন কুন্ডু, মাসুম বিশ্বাস, আশরাফুল কবির ও জাহিদুর।

প্রাসঙ্গিক
মন্তব্য

কোমরের অপারেশন করতে গিয়ে বৃদ্ধার মৃত্যু, ক্লিনিক ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শেয়ার
কোমরের অপারেশন করতে গিয়ে বৃদ্ধার মৃত্যু, ক্লিনিক ভাঙচুর
ছবি: কালের কণ্ঠ

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় মুঞ্জু হাসপাতাল নামের একটি বেসরকারি (ক্লিনিক) হাসপাতালে কোমরে অপারেশন করতে গিয়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। 

মৃত রোগীর অভিভাবকদের অভিযোগ, চিকিৎসক-নার্স না থাকায় অক্সিজেনের অভাবে বেনু বেগমের (৭০) মৃত্যু হয়েছে।

মৃত বেনু বেগমের স্বজনরা জানায়, কোমরের জয়েন্টে আঘাত পেলে গত ৬ এপ্রিল বেনু বেগমকে রাজশাহীর মঞ্জু হাসপাতালে ভর্তি করা হয়।

৮ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে তার অপারেশন করেন ডা. হাবিবুল হাসান। কিন্তু অপারেশন পরবর্তী ২৪ ঘণ্টা তাকে কোনো পর্যবেক্ষণ কক্ষে না রেখে সরাসরি ওয়ার্ডে দেওয়া হয়।  

আরো পড়ুন
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়া মালপত্র উদ্ধার

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়া মালপত্র উদ্ধার

 

আজ বুধবার সকাল ৮টার দিকে বেনু বেগমের প্রচণ্ড শ্বাস কষ্ট দেখা দেয়। এ সময় তার জরুরি অক্সিজেন প্রয়োজন হয়।

কিন্তু হাসপাতালে কোনো চিকিৎসক-নার্স ছিল না। এমনকি অক্সিজেন সিলিন্ডারও ছিল না। রোগীর স্বজনরা দায়িত্বশীল কাউকেই পাননি। একসময় ছটফট করতে করতে রোগী বেনু বেগম মারা যান।
 

বেনু বেগমের বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর মিতালী ক্লাব এলাকায়। তিনি মৃত মতিনের মেয়ে এবং মৃত বশির আহম্মেদের স্ত্রী।

এদিকে অবহেলায় বিনা বেগমের মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে চেয়ার-টেবিল ও হাসপাতালের কাচ ভাঙচুর করেন। এ সময় হাসপাতালের পরিচালক মিঠুন কুমারসহ অন্যান্য স্টাফরা পালিয়ে যান। পরে পুলিশ সদস্য ও স্থানীয় বিএনপি নেতারা সেখানে ছুটে গিয়ে ক্লিনিক মালিক কর্তৃপক্ষের সঙ্গে বসে বিষয়টি সমঝোতা করে দেন।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি, স্বজনরা লাশ নিয়ে বাড়ি ফিরে গেছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ