কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিকের ওপর অতর্কিত হামলা এবং মারপিট করে আহতের অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগ নেতা হানিফ-আতার দোসর আল মামুন সাগর ও তার সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) ছেওড়িয়ায় লালন অডিটরিয়ামে লালন স্মরণোৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিক নামধারীরা এ হামলা চালান। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
আরো পড়ুন
রোহিঙ্গারা মায়ানমারে ফিরতে চায় : জাতিসংঘ মহাসচিব
ভুক্তভোগী সাংবাদিক তারিকুল হক তারিক জানান, হামলার সময় কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সহসভাপতি ও দৈনিক ইত্তেফাকের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু ও জনকণ্ঠের সাংবাদিক এম এ রকিব তারিককে রক্ষায় এগিয়ে এলে তাদেরকেও লাঞ্ছিত করা হয়। হামলার সময় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকলেও নির্লিপ্ত ভূমিকা পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালন স্মরণোৎসব অনুষ্ঠানের আলোচনাসভায় কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি তারিকুল হক তারিককে বিশেষ অতিথি হিসাবে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান আমন্ত্রণ জানান। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের নাম ঘোষণা করা হলে কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি হিসেবে তারিকের নাম কেন অন্তর্ভুক্ত করা হয়েছে বলে কুষ্টিয়া প্রেস ক্লাবের কতিপয় নামধারী সাংবাদিক আপত্তি করে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
এ সময় জেলা প্রশাসক তাদের নিবৃত্ত করেন।
পরবর্তীতে আলোচনাসভা শেষে মঞ্চ থেকে নিচে নেমে আসার পর সাংবাদিক সাগরের নেতৃত্বে তার সহযোগীরা তারিকের ওপর অতর্কিত আক্রমণ চালান এবং মারপিট করে আহত করেন। এ সময় তাকে উদ্ধারে এগিয়ে আসলে কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সহসভাপতি ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু ও জনকণ্ঠের জেলা প্রতিনিধি এমএ রকিবকেও তারা শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনার পর পুলিশ তিন সাংবাদিককে উদ্ধার করে।
আরো পড়ুন
নকশী পিঠায় সফলতার হাতছানি
এ হামলার ঘটনায় কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক নেতারা ন্যাক্কার জনক এই হামলা ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
জেলা প্রেস ক্লাবের সভাপতি তারিকুল হক তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য প্রদান করেন সহসভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, সহসভাপতি ও বাংলা ভিশন প্রতিনিধি হাসান আলী, সাধারণ সম্পাদক মজিবুল শেখ, নির্বাহী সদস্য শামসুল আলম স্বপন, যুগ্ম সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম মুকুল, এনামুল হক, সাইফুল ইসলাম, হাদয়ার আলী, আসলাম আলী ও সোহেল রানা প্রমুখ।