হাজীগঞ্জে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি গ্রেপ্তার

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
শেয়ার
হাজীগঞ্জে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার হত্যা মামলার অন্যতম আসামি, নিষিদ্ধ ছাত্রসংগঠন চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি ও হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। 

মেহেদী হাসান রাব্বি হাজীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সেলিমের দোকান ভাঙচুর ও লুটপাট মামলার অন্যতম আসামি।

সে পৌর ৬ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের শুকু মিয়ার ছেলে।

আরো পড়ুন

সন্তানদের দেখাশোনার জন্য আনা ভাগ্নিকে ‘নির্যাতন’, মামা-মামি আটক

সন্তানদের দেখাশোনার জন্য আনা ভাগ্নিকে ‘নির্যাতন’, মামা-মামি আটক

 

গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর থেকে মেহেদী হাসান রাব্বি পলাতক ছিলেন। গত ৪ আগস্ট বিকেলে পৌরসভাধীন টোরাগড় এলাকায় সরকারবাড়ির সামনে আজাদ সরকারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গত ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন আজাদ সরকারের ছেলে পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আহমেদ কবির হিমেল সরকার।

এই মামলায় ছাত্রলীগ নেতা রাব্বিসহ ১৫ জনের নাম উল্লেখ ও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

আরো পড়ুন

ঝোঁপ থেকে কাঁথায় মোড়ানো নবজাতক উদ্ধার

ঝোপ থেকে কাঁথায় মোড়ানো নবজাতক উদ্ধার

 

অপরদিকে গত বছরের ৪ আগস্ট দুপুরে হাজীগঞ্জ পূর্ব বাজারে যুবদল নেতা মিজানুর রহমান সেলিমের ইলেকট্রনিকস পণ্যের শোরুম ও গোডাউন লুটপাট ও ভাঙচুর করা হয়। এতে তার প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়। এ ঘটনায় তিনি গত ২০ আগস্ট ছাত্রলীগ নেতা রাব্বিসহ ৭৪ জনের নাম উল্লেখ ও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা করেন।

হাজীগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তারসহ প্রচণ্ড প্রতাপের সঙ্গে ছাত্ররাজীনীতি করেছেন মেহেদি হাসান রাব্বি। সর্বশেষ তিনি হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচন করার লক্ষ্যে প্রচার-প্রচারণা শুরু করেছিলেন।

আরো পড়ুন

অপরাধে জড়ালে নিউজ করতে বললেন শিবির সেক্রেটারি

অপরাধে জড়ালে নিউজ করতে বললেন শিবির সেক্রেটারি

 

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক কালের কণ্ঠকে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহযোগিতায় ঢাকা থেকে হত্যা, দোকান লুটপাট ও ভাঙচুর মামলার আসামি মেহেদী হাসান রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় আইনগত প্রক্রিয়া শেষে তাকে হাজীগঞ্জে নিয়ে আসা হবে’ বলে তিনি জানান।

মন্তব্য

সম্পর্কিত খবর

আছিয়ার বাড়িতে আফরোজা আব্বাস

মাগুরা প্রতিনিধি
মাগুরা প্রতিনিধি
শেয়ার
আছিয়ার বাড়িতে আফরোজা আব্বাস
ছবি: কালের কণ্ঠ

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমালে ধর্ষণের মতো বড় বড় অপরাধের দৃষ্টান্তমুলক শাস্তি হলে আজ আছিয়ার এমন নৃশংস নির্মম ঘটনা আমাদের দেখতে হতো না। এ ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে।

আজ শুক্রবার (১৪ মার্চ) সকালে মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে পরিবারের সাথে দেখা করতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দেন।

আফরোজা আব্বাস বলেন, শুরু থেকেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই পরিবারের দায়িত্ব নিয়েছেন। আমরা শিশুটির ন্যায় বিচারের পক্ষে মাঠে নেমেছি, মাঠে থাকবো। আমরা চাই, এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যা দৃষ্টান্ত হয়ে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী নেওয়াজ হালিমা আর্লি, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, সদস্য সচিব  মনোয়ার হোসনে খানসহ অন্যান্যরা।

মন্তব্য

কুষ্টিয়ায় কলের কণ্ঠের সাংবাদিকের ওপর হামলা

    নিন্দা জানিয়ে সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
কুষ্টিয়ায় কলের কণ্ঠের সাংবাদিকের ওপর হামলা
ছবি: কালের কণ্ঠ

কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিকের ওপর অতর্কিত হামলা এবং মারপিট করে আহতের অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগ নেতা হানিফ-আতার দোসর আল মামুন সাগর ও তার সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) ছেওড়িয়ায় লালন অডিটরিয়ামে লালন স্মরণোৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিক নামধারীরা এ হামলা চালান। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

আরো পড়ুন
রোহিঙ্গারা মায়ানমারে ফিরতে চায় : জাতিসংঘ মহাসচিব

রোহিঙ্গারা মায়ানমারে ফিরতে চায় : জাতিসংঘ মহাসচিব

 

ভুক্তভোগী সাংবাদিক তারিকুল হক তারিক জানান, হামলার সময় কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সহসভাপতি ও দৈনিক ইত্তেফাকের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু ও জনকণ্ঠের সাংবাদিক এম এ রকিব তারিককে রক্ষায় এগিয়ে এলে তাদেরকেও লাঞ্ছিত করা হয়। হামলার সময় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকলেও নির্লিপ্ত ভূমিকা পালন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালন স্মরণোৎসব অনুষ্ঠানের আলোচনাসভায় কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি তারিকুল হক তারিককে বিশেষ অতিথি হিসাবে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান আমন্ত্রণ জানান। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের নাম ঘোষণা করা হলে কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি হিসেবে তারিকের নাম কেন অন্তর্ভুক্ত করা হয়েছে বলে কুষ্টিয়া প্রেস ক্লাবের কতিপয় নামধারী সাংবাদিক আপত্তি করে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

এ সময় জেলা প্রশাসক তাদের নিবৃত্ত করেন।

পরবর্তীতে আলোচনাসভা শেষে মঞ্চ থেকে নিচে নেমে আসার পর সাংবাদিক সাগরের নেতৃত্বে তার সহযোগীরা তারিকের ওপর অতর্কিত আক্রমণ চালান এবং মারপিট করে আহত করেন। এ সময় তাকে উদ্ধারে এগিয়ে আসলে কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সহসভাপতি ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু ও জনকণ্ঠের জেলা প্রতিনিধি এমএ রকিবকেও তারা শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনার পর পুলিশ তিন সাংবাদিককে উদ্ধার করে।

আরো পড়ুন
নকশী পিঠায় সফলতার হাতছানি

নকশী পিঠায় সফলতার হাতছানি

 

এ হামলার ঘটনায় কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক নেতারা ন্যাক্কার জনক এই হামলা ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

জেলা প্রেস ক্লাবের সভাপতি তারিকুল হক তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য প্রদান করেন সহসভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, সহসভাপতি ও বাংলা ভিশন প্রতিনিধি হাসান আলী, সাধারণ সম্পাদক মজিবুল শেখ, নির্বাহী সদস্য শামসুল আলম স্বপন, যুগ্ম সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম মুকুল, এনামুল হক, সাইফুল ইসলাম, হাদয়ার আলী, আসলাম আলী ও সোহেল রানা প্রমুখ। 

মন্তব্য

দূর্গাপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক ২

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
শেয়ার
দূর্গাপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক ২
ছবি: কালের কণ্ঠ

নেত্রকোণার দুর্গাপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ দুই জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান।

আটককৃতরা হলেন, উপজেলার বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল গ্রামের আলামিন মিয়া (২১) একই গ্রামের মো. জয়নাল আবেদীন (২০)।

ওসি মো. মাহমুদুল হাসান জানান, চলতি মাসের ১১ মার্চ মোটরসাইকেল চুরির একটি মামলা দায়ের হয় থানায়।

পরবর্তীতে তৎপরতার সাথে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে পার্শ্ববর্তী উপজেলার কলমাকান্দা থেকে দুইজনকে আটক করা হয়। সেই সাথে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

পর্নো ছবি তৈরির অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
পর্নো ছবি তৈরির অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে পর্নো ছবি তৈরির অভিযোগে সোলাইমান মৃধা শিশির (২৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) তাকে জেলহাজতে পাঠানো হয়।

শিশির শুভুল্যা গ্রামের বেলায়েত মৃধার ছেলে। বৃহস্পতিবার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শিশিরের একটি মুদি দোকান রয়েছে। পণ্য কিনতে আসা নারীদের ছবি গোপনে তার মোবাইলে ধারণ করেন। ধারণ করা ছবি এডিট করে পর্নো ছবি বানিয়ে দীর্ঘদিন ধরে নারীদের ব্ল্যাকমেইল করছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক নারী তার প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন, গোপনে মোবাইল ফোনে তার ছবি ধারণ এবং এডিট করে পর্নো ছবি বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন শিশির।

অনেকের মেসেঞ্জারেও পাঠান তিনি।

শিশিরের বাড়িতে গিয়ে এর প্রতিবাদ করলে শিশির ক্ষিপ্ত হয়ে উল্টো ভয়ভীতি প্রদর্শন করেন। তখন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। শুক্রবার সকালে ভুক্তভোগী এক নারী বাদী হয়ে শিশিরের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করেন।

 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, শিশির ওই এলাকার কয়েকজন নারীকে ব্ল্যাকমেইল করেছে বলে জানা গেছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ