ঢাকা, বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

সরকারের উচিত নির্বাচন দিয়ে বিদায় নেওয়া : আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
সরকারের উচিত নির্বাচন দিয়ে বিদায় নেওয়া : আহমেদ আযম খান
সংগৃহীত ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচনকে প্রলম্বিত করবার জন্য নানা ধরনের পাঁয়তারা করছে। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর, অর্থনৈতির জন্য ক্ষতিকর। আমরা কারো স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিতে পারি না। নির্বাচন প্রলম্বিত হওয়া মানেই জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেওয়া।

তাই সরকারের উচিত, একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া।’

বুধবার (১২ মার্চ) চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময়সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

আরো পড়ুন
আইন উপদেষ্টার সঙ্গে ধর্ষণবিরোধী মঞ্চের বৈঠক, ৫ দফা দাবি

আইন উপদেষ্টার সঙ্গে ধর্ষণবিরোধী মঞ্চের বৈঠক, ৫ দফা দাবি

 

আহমেদ আযম খান বলেন, ‘নির্বাচন প্রলম্বিত হলে যেভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, যেভাবে নারীর ওপর  হামলা হচ্ছে, শিশুদের ওপর যেভাবে জঘন্য রকমের অপরাধ হচ্ছে তাতে সরকার দিন দিন অস্থিতিশীলতার দিকে এগোচ্ছে। নির্বাচিত সরকারই একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে।

তিনি বলেন, ‘আগামী নির্বাচন যাতে এ বছরের মধ্যে অনুষ্ঠিত হয় সে জন্য জোর দাবি জানাই এবং আমরা যে জন্য প্রস্তুতি গ্রহণ করছি।’
 
আযম খান বলেন, ‘এ বছরেই জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার কথা। দীর্ঘ সাত মাসে আমর লক্ষ করছি সংস্কার খুব মন্থর গতিতে এগোচ্ছে। সংস্কারের কিছু প্রস্তাবনা জমা হয়েছে বটে, কিন্তু এর বাস্তবায়ন নিয়ে এখনো একটি সভা অনুষ্ঠিত হয়নি।

আমরা মনে করি, সংস্কারের নামে নির্বাচনকে প্রলম্বিত করতে পারি না।’

আরো পড়ুন
সিংড়ায় আ. লীগের সহ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

সিংড়ায় আ. লীগের সহ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

 

তিনি বলেন, ‘বাইরের উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলো মনে করছে এবং বিবৃতিতেও বলছে আমরা নির্বাচিত সরকারের সময়ই বাংলাদেশে বিনিয়োগ করব। এই মুহূর্তে কিন্তু বিদেশি বিনিয়োগ একবারে শূন্যের কোটায়। কাজেই বিদেমি বিনিয়োগসহ বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে দাঁড় করাতে হলে এই মুহূর্তে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। যেটা আমরা অনেক আগে থেকে বলে আসছি।

’ 

আহমেদ আযম খান বলেন, ‘৫ আগস্টের পর আমরা যে মুক্ত বাংলাদেশ চেয়েছি, এই মুক্ত বাংলাদেশের মানুষের যে চাহিদা ও দাবি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষ করে জনগণের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য, মানবাধিকার বাস্তবায়নের জন্য একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। সেই অবাদ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের নেত্রী খালেদা জিয়ার অনুপ্রেরণায় আমরা দলকে সুসংগঠিত করার প্রক্রিয়ায় আমরা সারা দেশ সফর করছি।’

সংবাদ সম্মেলনের আগে চট্টগ্রাম বিভাগীয় নেতাদের নিয়ে রুদ্ধদার বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা। বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপত্বিতে অনুষ্ঠানে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও জন প্রত্যাশা পূরণ হয়নি : আমান উল্লাহ

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও জন প্রত্যাশা পূরণ হয়নি : আমান উল্লাহ
ছবি: কালের কণ্ঠ

অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজার হাজার প্রাণের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও জন প্রত্যাশা পূরণ হয়নি।

আজ বৃহস্পতিবার খুলনায় বিএনপির খুলনা বিভাগের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন দলের বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

আরো পড়ুন
দুই মামলায় জামিন পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা শাওন

দুই মামলায় জামিন পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা শাওন

 

আমান উল্লাহ আমান বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলছে, যে সংস্কার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই প্রথম ও পরে ৩১ দফায় দিয়েছেন। জনগণের প্রত্যাশা রোডম্যাপের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন হবে। সংসদ নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে। তারপর গণতান্ত্রিক সরকার হবে।

সেই সরকার রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় থেকে হত্যা, গুম ও নির্যাতন করেছেন। বিএনপি নেতা ইলিয়াস আলী, ছাত্রনেতা সুমনসহ হাজার হাজার নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। ৫৭ জন সেনা হত্যাই হাসিনার ৫৭ বার ফাঁসি হবে।

অন্য হত্যা, গুম ও খুনতো বাকি থাকল। আওয়ামী লীগের অবৈধ এমপি, মন্ত্রী কেউ ছাড় পাবে না, সবাই বিচারের আওতায় আসবে।

খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুর সঞ্চালনায় সভায় খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ খুলনা বিভাগের ১০ জেলার দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 

মন্তব্য

দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
শেয়ার
দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় দেবরের লাঠির আঘাতে রেশমা খাতুন (৩৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রেশমা খাতুন উপজেলার রতনপুর গ্রামের হামিদুল জোয়ার্দারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রবিবার রান্নাঘরে ইফতারের জন্য খাবার তৈরি করছিলেন রেশমা খাতুন।

সেই সময় তার দেবর নাহিদ জোর্য়াদ্দার পিছনে থেকে এসে কাঠের লাঠি রেশমার মাথায় আঘাত করে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তার।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান কালের কণ্ঠকে বলেন, ‘নাহিদকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’

মন্তব্য

সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আ. লীগ নেত্রী পিয়া গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
শেয়ার
সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আ. লীগ নেত্রী পিয়া গ্রেপ্তার

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক এমপি ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর মেয়ে ও সাবেক এমপি গালিবুর রহমান শরীফের বোন ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত ভোররাতে পৌর শহরের হাসপাতাল সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাহজেবিন শিরিন পিয়া পাবনা জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম শহীদ জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে তৎকালীন এমপি গালিবুর রহমান শরীফের নেতৃত্বে হামলা চালিয়ে গুলিবর্ষণ করে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

এতে নজরুল ইসলামসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ পিটুনিতে আহত হন।

ওই মামলার তদন্তে গ্রেপ্তার আসামি মাহজেবিন শিরিন পিয়ার সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাকে আদালতে প্রেরণ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য

খুলনায় হাত-পা বাঁধা লাশ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় নিহত ১

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনায় হাত-পা বাঁধা লাশ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় নিহত ১

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগরের কাঞ্চনপুরে এক ভ্যানচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ওমর আলী শেখ (৩০)। এ ছাড়া নগরীর দৌলতপুর থানাধীন নতুন রাস্তা এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো. শফিক (৩০) নামের অপর একজন নিহত হয়েছেন। নিহত দুইজনের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন
মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হওয়ার সময় স্বাস্থ্যকর্মী নিহত

মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হওয়ার সময় স্বাস্থ্যকর্মী নিহত

 

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, গতকাল বুধবার সন্ধ্যায় ওমর আলী শেখ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। পরে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় কাঞ্চনপুরের একটি বাগান থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে খুমেক হাসপাতালের মর্গে পাঠায়।

আরো পড়ুন
সাবেক বিজিবি প্রধান সাফিনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক বিজিবি প্রধান সাফিনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

খুলনার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত ওমর আলী কাঞ্চনপুর গ্রামের মো. মিজান শেখের পুত্র। 

এদিকে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুর থানার নতুন রাস্তা মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় নসিমনে থাকা মো. শফিক (৩০) আহত হলে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন
চিকিৎসক সংকট নিরসনে বিশেষ বিসিএসের উদ্যোগ

চিকিৎসক সংকট নিরসনে বিশেষ বিসিএসের উদ্যোগ

 

নিহত শফিক খুলনা জেলার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকার মো. খোকন শেখের পুত্র।

ময়নাতদন্তের জন্য লাশটি খুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ