বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচনকে প্রলম্বিত করবার জন্য নানা ধরনের পাঁয়তারা করছে। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর, অর্থনৈতির জন্য ক্ষতিকর। আমরা কারো স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিতে পারি না। নির্বাচন প্রলম্বিত হওয়া মানেই জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেওয়া।
তাই সরকারের উচিত, একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া।’
বুধবার (১২ মার্চ) চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময়সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
আরো পড়ুন
আইন উপদেষ্টার সঙ্গে ধর্ষণবিরোধী মঞ্চের বৈঠক, ৫ দফা দাবি
আহমেদ আযম খান বলেন, ‘নির্বাচন প্রলম্বিত হলে যেভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, যেভাবে নারীর ওপর হামলা হচ্ছে, শিশুদের ওপর যেভাবে জঘন্য রকমের অপরাধ হচ্ছে তাতে সরকার দিন দিন অস্থিতিশীলতার দিকে এগোচ্ছে। নির্বাচিত সরকারই একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে।
’
তিনি বলেন, ‘আগামী নির্বাচন যাতে এ বছরের মধ্যে অনুষ্ঠিত হয় সে জন্য জোর দাবি জানাই এবং আমরা যে জন্য প্রস্তুতি গ্রহণ করছি।’
আযম খান বলেন, ‘এ বছরেই জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার কথা। দীর্ঘ সাত মাসে আমর লক্ষ করছি সংস্কার খুব মন্থর গতিতে এগোচ্ছে। সংস্কারের কিছু প্রস্তাবনা জমা হয়েছে বটে, কিন্তু এর বাস্তবায়ন নিয়ে এখনো একটি সভা অনুষ্ঠিত হয়নি।
আমরা মনে করি, সংস্কারের নামে নির্বাচনকে প্রলম্বিত করতে পারি না।’
আরো পড়ুন
সিংড়ায় আ. লীগের সহ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার
তিনি বলেন, ‘বাইরের উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলো মনে করছে এবং বিবৃতিতেও বলছে আমরা নির্বাচিত সরকারের সময়ই বাংলাদেশে বিনিয়োগ করব। এই মুহূর্তে কিন্তু বিদেশি বিনিয়োগ একবারে শূন্যের কোটায়। কাজেই বিদেমি বিনিয়োগসহ বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে দাঁড় করাতে হলে এই মুহূর্তে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। যেটা আমরা অনেক আগে থেকে বলে আসছি।
’
আহমেদ আযম খান বলেন, ‘৫ আগস্টের পর আমরা যে মুক্ত বাংলাদেশ চেয়েছি, এই মুক্ত বাংলাদেশের মানুষের যে চাহিদা ও দাবি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষ করে জনগণের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য, মানবাধিকার বাস্তবায়নের জন্য একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। সেই অবাদ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের নেত্রী খালেদা জিয়ার অনুপ্রেরণায় আমরা দলকে সুসংগঠিত করার প্রক্রিয়ায় আমরা সারা দেশ সফর করছি।’
সংবাদ সম্মেলনের আগে চট্টগ্রাম বিভাগীয় নেতাদের নিয়ে রুদ্ধদার বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা। বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপত্বিতে অনুষ্ঠানে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।