খুদে বিজ্ঞানী ইরানের উদ্ভাবন, আগুন লাগলে সতর্ক করবে ‘অগ্নি’ ডিভাইস

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
শেয়ার
খুদে বিজ্ঞানী ইরানের উদ্ভাবন, আগুন লাগলে সতর্ক করবে ‘অগ্নি’ ডিভাইস
ছবি: কালের কণ্ঠ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের খুদে বিজ্ঞানী ইরান সরদার ‘অগ্নি’ নামে একটি ডিভাইস উদ্ভাবন করেছেন, যা আগুন লাগলে সতর্ক বার্তা দেবে। এই ডিভাইসটি বাসা-বাড়ি, অফিস-আদালত ও শিল্প-কারখানায় গ্যাস লিকেজ শনাক্ত করে সেকেন্ডের মধ্যে গ্যাস লাইন ও সিলিন্ডার বন্ধ করে দেবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় অ্যালার্ম বাজিয়ে আশপাশের লোকজনকে সতর্ক করবে।

ইরান সরদার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও মাহিলাড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

তিনি বর্তমানে ঢাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য ভর্তি হতে ইচ্ছুক। এর আগে তিনি ‘রিবা’ নামে একটি রোবটও তৈরি করেছেন।

ইরান বলেন, দেশে প্রতিনিয়ত অগ্নিকান্ডের ঘটনা ঘটছে, যা একটি মানবসৃষ্ট দুর্যোগে পরিণত হয়েছে। গ্যাস লিকেজ ও মানুষের অসাবধানতা এর মূল কারণ।

‘অগ্নি’ ডিভাইসটি এই সমস্যা সমাধানে সাহায্য করবে। এটি ব্যবহার করলে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

তিনি আরও জানান, ডিভাইসটি তৈরি করতে দশ হাজার টাকা খরচ হয়েছে। সরকারি বা শিল্পপ্রতিষ্ঠানের সহায়তা পেলে বাণিজ্যিকভাবে এটি বাজারজাত করা সম্ভব হবে।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, অগ্নিকাণ্ড আমাদের দেশের একটি বড় সমস্যা। ইরান সরদারের ‘অগ্নি’ ডিভাইসটি সময়োপযোগী উদ্ভাবন। এটি অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি কমাতে ও মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্ভাবন সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হবে।

স্থানীয়রা ইরানের এই উদ্ভাবনের প্রশংসা করেছেন এবং সরকারের সহায়তা কামনা করেছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঝালকাঠিতে সাবেক পিপি কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি প্রতিনিধি
শেয়ার
ঝালকাঠিতে সাবেক পিপি কারাগারে
সংগৃহীত ছবি

চারটি মামলায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি), আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান রসুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১৬ মার্চ) সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম।

ঝালকাঠি আইনজীবী সমিতিতে হামলা, জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত্ হোসেনের বাড়িতে হামলার ঘটনার মামলাসহ ছয়টি মামলার আসামি তিনি।

এর মধ্যে চারটি মামলায় জমিন আবেদন করে আদালতে হাজির হন তিনি। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন তিনি।

প্রাসঙ্গিক
মন্তব্য

মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার একটি বাজার থেকে তাদের গ্রেপ্তার করে ইন্দুরকানী থানা পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলেন দুলাল গাজী (৫০) ও তার ছেলে হৃদয় গাজী (২৫)।

রবিবার বিকেল ৫টার দিকে মাদরাসাছাত্রীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় বাবা ও ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের দুলাল গাজীর ছেলে হৃদয় গাজী ভুক্তভোগী ছাত্রীকে মাদরাসায় যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। এরপর গত ২২ জানুয়ারি ওই ছাত্রীকে মাদরাসার সামনে থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে গোপালগঞ্জ জেলায় তার খালাবাড়িতে নিয়ে রাখেন হৃদয় গাজী। পরে হৃদয় গাজী ভুক্তভোগী ছাত্রীকে ওই বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ওই ছাত্রীকে হৃদয় গাজী তার বাড়িতে নিয়ে আসেন।

এরপর ছেলের বাবা দুলাল গাজীর সহযোগিতায় নিজ বাড়িতে আটকিয়ে রেখে ছেলে ধর্ষণ করেন বলে অভিযোগ। 

আরো পড়ুন
পুকুরপারে খেলার সময় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পুকুরপারে খেলার সময় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার মাদরাসাছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হবে।

মন্তব্য

কমলনগরে যুবলীগ নেতা ইসমাইল গ্রেপ্তার

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
কমলনগরে যুবলীগ নেতা ইসমাইল গ্রেপ্তার
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে ইসমাইল হোসেন (৪৯) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ইসমাইল চরলরেন্স এলাকার মো. নুরুজ্জামানের ছেলে ও কমলনগর উপজেলার চরলরেন্স যুবলীগের সভাপতি এবং চরলরেন্স ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ জানায়, ইসমাইল কোনো মামলার এজাহারভুক্ত আসামি না হলেও অন্য মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তার বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে বিরোধীদল দমন-পীড়নসহ বিস্তর অভিযোগ রয়েছে।

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, যুবলীগ নেতা মো. ইসমাইল মেম্বারকে সুনির্দিষ্ট অভিযোগের আলোকে তোরাবগন্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
 

মন্তব্য

পুকুরপারে খেলার সময় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পুকুরপারে খেলার সময় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাণীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো রাণীগাঁও গ্রামের এমদাদুল হকের মেয়ে শিমু আক্তার (৯) ও ছেলে মো. নিজুম (৩)। 

ধোবাউড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া বলেন, বিকেলে মৃত শিমু আক্তার তার ছোট ভাইকে কোলে নিয়ে পুকুরের কিনারায় পানিতে গোসল করছিল।

হঠাৎ তারা বেশি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনার কিছুক্ষণ পর তাদের মা সন্তানদের বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে ওঠে।
 

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানান এসআই মিলন মিয়া।

মন্তব্য

সর্বশেষ সংবাদ