চট্টগ্রাম মেডিক্যাল

‘বকশিশ’ না দেওয়ায় অবহেলা, নবজাতকের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
‘বকশিশ’ না দেওয়ায় অবহেলা, নবজাতকের মৃত্যুর অভিযোগ
সংগৃহীত ছবি

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের অস্থায়ী কর্মচারীদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল ৩২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ এক কর্মচারীকে (আয়া) চাকরিচ্যুত করেছে। এছাড়া অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, ওই নবজাতকের বাবা কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা বেলাল উদ্দিন। গত ৮ মার্চ কক্সবাজারের চকরিয়ায় একটি ক্লিনিকে জন্মের পর নিউমোনিয়ায় আক্রান্তের পরদিন নবজাতককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে নবজাতকের মৃত্যু হয়।

আরো পড়ুন
ক্ষমতা আর মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না : মঈন খান

ক্ষমতা আর মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না : মঈন খান

 

এ দিকে মারা যাওয়া নবজাতকের বাবা বেলাল উদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে বলেছেন, বকশিশ না দেওয়ায় ওয়ার্ডে দায়িত্বরত আয়া ও ওয়ার্ডবয় তার সন্তানকে সময়মতো অক্সিজেনের পানি সরবরাহে করেননি।

তাদের অবহেলার কারণে তার সন্তান মারা যায়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, নবজাতকের মৃত্যুর বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। আমি তাৎক্ষণিকভাবে ওয়ার্ডের দায়িত্বে থাকা প্রফেসর ডা. শামীমের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন, নবজাতকটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

চকরিয়া থেকে যখন হাসপাতালে আনা হয়, তখনই অবস্থা খারাপ ছিল। 

তিনি বলেন, নবজাতক মৃত্যুর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আয়াকে বাদ দিয়েছি। তিনি আউসোর্সিং কর্মচারী হিসেবে হাসপাতালে কাজ করতো। নবজাতক বিভাগের প্রধানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সুযোগ দিলে চাঁদাবাজমুক্ত দেশ গঠন করবে জামায়াত : ডা. তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
সুযোগ দিলে চাঁদাবাজমুক্ত দেশ গঠন করবে জামায়াত : ডা. তাহের
ছবি: কালের কণ্ঠ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সুযোগ দিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতি, ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠন করতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য রাজনীতি করে না। আমরা আল্লাহর দাসত্ব ও ইসলামের ন্যায়বিচারমূলক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে চাই।

রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম পৌরসভার আয়োজনে ‘বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

 

মোহাম্মদ তাহের বলেন, যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি, ধর্ষণ, সন্ত্রাসী এবং চাঁদাবাজের অভিযোগ নেই। সেই দলই পারবে জাতির প্রত্যাশিত একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে। জনগণ যদি জামায়াতে ইসলামকে একবার সেই সুযোগ দেয়, জামায়াতে ইসলামী একটি সুখী-সমৃদ্ধ দেশ জাতিকে উপহার দিবে।

তিনি আরো বলেন, একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, সাম্যের সমৃদ্ধি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

বিগত ১৫ বছর ধরে ভোটারবিহীন নির্বাচনের ফলে দেশে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে উঠতে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। 

চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমির মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো.শাহজাহান। পৌর জামায়াতের সেক্রেটারি মোশারেফ হোসেন আপেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আমির মু.মাহফুজুর রহমান, উপজেলা সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।
 

মন্তব্য

স্কুলছাত্রীকে অপহরণ করল ছেলে, মা জেলে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
স্কুলছাত্রীকে অপহরণ করল ছেলে, মা জেলে
জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার (১৬ মার্চ) এ মামলা করার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তের মাকে গ্রেপ্তার করেছে। তাকে থানা হাজতে রাখা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার নারী হলেন জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়ার ছখিনা বেগম (৫০)। তিনি মামলার ৩ নম্বর আসামি। মামলায় প্রধান অভিযুক্ত মো. রিফাত মিয়া, তার বাবা হাবিব মিয়া, ভাই সিফাত মিয়া, বোন পারুল বেগমসহ অজ্ঞাতপরিচয় আরো দুই-তিনজনকে আসামি করা হয়েছে।

আরো পড়ুন
ইসলাম নিপীড়িত মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে: আতাউর রহমান

ইসলাম নিপীড়িত মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে : আতাউর রহমান

 

মামলায় বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের গেরারগাঁও গ্রামের এক ব্যক্তি অভিযোগ করেন, তার মেয়ে নানার বাড়ি সরাইলের কুট্টাপাড়ায় থেকে পড়াশোনা করে।

নবম শ্রেণিতে পড়ুয়া তার মেয়েকে ওই এলাকার রিফাত প্রায়ই উত্ত্যক্ত করত। বিষয়টি রিফাতের পরিবারকে জানালেও কোনো লাভ হয়নি। গত ১২ মার্চ সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয়দের সঙ্গে নিয়ে তার মেয়েকে অপহরণ করে রিফাত।

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী জানান, মামলায় অভিযুক্ত হিসেবে ছখিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার তাকে আদালতে পাঠানো হবে। অন্যান্য অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য

টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বাড়ি ফেরার পথে ডাম্প ট্রাকের ধাক্কায় আয়েশা সিদ্দিকা নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার হোয়াইক্যং-শামলাপুর সড়কে দৈংগ্যাকাটা ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের মেয়ে। মেয়েটি বাহারছড়া হোসাইনিয়া এমদাদুল উলুম নুরানি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাহের আহমদ।

এসআই মোজাহের বলেন, ‘দুপুরে মাদরাসা থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল আয়েশা। এ সময় তাদের গাড়ির সঙ্গে একটি টমটমের সংঘর্ষ হয়। এক পর্যায়ে অটো থেকে আয়েশা পড়ে যায়।

পরে ডাম্প ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

মন্তব্য

নন্দ গোপাল মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নন্দ গোপাল মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা
সংগৃহীত ছবি

শেরপুরে নিয়মিত বাজার মনিটরিংকালে শহরের শহীদ বুলবুল সড়ক এবং নয়ানি বাজারের ঘোষপট্টি এলাকায় ফ্যাশন হাউজ, জামা-কাপড়ের দোকান ও মিষ্টির দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। রবিবার (১৬ মার্চ) দুপুরে শহরের মুন্সীবাজারে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। 

বাজার মনিটরিং অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার।

আরো পড়ুন
ইফতারের পর ক্লান্তিভাব দূর করবেন যেভাবে

ইফতারের পর ক্লান্তিভাব দূর করবেন যেভাবে

 

অভিযানে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণে পরিচ্ছন্নতার ঘাটতির কারণে ভ্রাম্যমাণ আদালতে মেসার্স নন্দ গোপাল মিষ্টান্ন ভান্ডারকে দু’হাজার টাকা জরিমানা করা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন: ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের অভিযোগে ওই মিষ্টির দোকানের পরিচালক উত্তম ঘোষকে এ অর্থদণ্ড অনাদায়ে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মিষ্টি তৈরির কারখানা ও সংরক্ষণের স্থানের পরিবেশ উন্নয়নের নির্দেশনা প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে দোকানের পরিচালক উত্তম ঘোষ অর্থদণ্ডের দু’হাজার টাকা পরিশোধ করেন।

এ দিন মনিটরিংকালে মাহবুব ফ্যাশন হাউজকে যথাযথভাবে ক্রয় ভাউচার সংরক্ষণ এবং ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্য বা লাভের অসামঞ্জস্যতা লক্ষ্য করে ব্যবসায়ীকে সতর্ক করা হয়। শহরের পরিমল বস্ত্রালয়সহ আরও কয়েকটি কাপড় এবং মিষ্টির দোকান পরিদর্শন করে ক্রয় মূল্যের রসিদ ও বিক্রয় মূল্য যাচাই করা হয়। একইসাথে ভেজাল, নকল ও মানহীন পণ্য যাতে বিক্রি না করা হয় এবং যৌক্তিক মুনাফায় পণ্যসামগ্রী বিক্রির বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন - জেলা প্রশাসনের মনিটরিং টিমের সদস্য ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব জাকির হোসেন।

বাজার মনিটরিং টিমকে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল এবং কালেক্টরেট জিএম শাখার সাপোর্ট স্টাফরা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ