গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা বিপ্লব গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা প্রতিনিধি
শেয়ার
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা বিপ্লব গ্রেপ্তার
সাহারিয়া খাঁন বিপ্লব

গাইবান্ধার সাদুল্লাপুরে ডেভিল হান্ট অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লবকে গ্রেপ্তার করা করা হয়েছে। 

স্থানীয়রা জানান, শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে সাদুল্লাপুর উপজেলা সদরের কাঁচামাল আড়তের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাদুল্লাপুর থানা পুলিশের সহযোগিতায় গাইবান্ধা সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাহারিয়া খাঁন বিপ্লবকে গ্রেপ্তার করে। আওয়ামী লীগ নেতা বিপ্লবকে গাইবান্ধা থানায় নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার কালের কণ্ঠকে বলেন, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

টেরিবাজারে কাপড়ের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
টেরিবাজারে কাপড়ের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রাম নগরীর টেরিবাজারের একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় টেরিবাজারের খাজা মার্কেটের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘রবিবার ৭টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

আগুন রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানাতে পারব।’

আরো পড়ুন
কারাগা‌রে আ. লীগ নেতা, নদীতে ভাসছিল ছেলের লাশ

কারাগা‌রে আ. লীগ নেতা, নদীতে ভাসছিল ছেলের লাশ

 

টেরিবাজারের ব্যবসায়ীরা বলেছন, আগুন লেগেছে কাপড়ের গুদামে।

আগুন পুরোপুরি নেভানোর পর ক্ষতির পরিমাণ বলা যাবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

নদীতে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলনের অভিযোগে যুবকের ৩০ দিনের জেল

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
নদীতে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলনের অভিযোগে যুবকের ৩০ দিনের জেল

ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন জব্দসহ মালিককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার নাসিরপুর ইউনিয়নে আড়িয়াল খাঁ নদীতে রবিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন বলেন, ‘রবিবার বিকেলে অভিযান চালিয়ে আড়িয়াল খাঁ নদী থেকে ড্রেজার মেশিনটি জব্দ করি। অভিযানে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের আলগী গ্রামের রাজিব হক (২৫) নামের এক ড্রেজার চালককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ড্রেজারের মালিক পালিয়ে যান।’

তিনি আরো বলেন, ‘অবৈধভাবে নদী থেকে বালু তোলায় নদীভাঙনসহ দিন দিন ফসলি জমি হুমকির মুখে পড়ছে। এদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে।

মন্তব্য

কুমিল্লায় ২৭ লাখ টাকার ভারতীয় অবৈধ বাজি আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় ২৭ লাখ টাকার ভারতীয় অবৈধ বাজি আটক
সংগৃহীত ছবি

চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ২৭ লাখ ২৭ হাজার ৫৩০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করেছে। রবিবার (১৬ মার্চ) সকাল ৭টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। 

আরো পড়ুন
ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২২ জন

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২২ জন

 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব ডিমাতলী এলাকায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১ লাখ ১৯ হাজার ৩২৬ পিস বিভিন্ন প্রকার বাজি উদ্ধার করা হয়।

উদ্ধার করা এসব বাজির বাজারমূল্য ২৭ লাখ ২৭ হাজার ৫৩০ টাকা বলে বিজিবি জানিয়েছে। নিয়ম অনুযায়ী, জব্দকৃত মালামাল কাস্টমস বিভাগে হস্তান্তর করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, সীমান্ত এলাকায় বিজিবির চোরাচালানবিরোধী কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।

মন্তব্য

কারাগা‌রে আ. লীগ নেতা, নদীতে ভাসছিল ছেলের লাশ

রাজিবপুর-রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
রাজিবপুর-রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শেয়ার
কারাগা‌রে আ. লীগ নেতা, নদীতে ভাসছিল ছেলের লাশ
ছবি : কালের কণ্ঠ

কু‌ড়িগ্রা‌মের রৌমারী‌তে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় এক যুব‌কের লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। র‌বিবার (১৬ মার্চ) সকা‌লে উপ‌জেলার যাদুরচর ইউনিয়ন ধনারচর চ‌রের গ্রাম থে‌কে লাশটি উদ্ধার করা হয়। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত যুব‌কের নাম আরিফুল ইসলাম (২২)।

‌তি‌নি ধনারচর চ‌রের গ্রা‌মের সুরুজ্জামাল মিয়ার ছে‌লে। সুরুজ্জামাল উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক ধর্মবিষয়ক সম্পাদক এবং যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি। এলাকায় প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রণাল‌য়ের সা‌বেক প্রতিমন্ত্রী জা‌কির হো‌সে‌নের ‘বড় ভাই’ হি‌সে‌বে প‌রি‌চিত। গত ৭ মার্চ পু‌লিশ তা‌কে গ্রেপ্তার ক‌রে।
তি‌নি বর্তমা‌নে কুড়িগ্রাম কারাগা‌রে র‌য়ে‌ছেন।

আরো পড়ুন
স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ না হওয়ার বিষয়টি সঠিক নয়

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ না হওয়ার বিষয়টি সঠিক নয়

 

নিহতের বড় ভাই আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরধরে আমার ছোট ভাইকে সুপরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় খুনিরা। একই গ্রামের কুখ্যাত খুনি আজাদের সাথে বালু ব্যবসা ও আধিপত্ত বিস্তার নিয়ে আমার ছোট ভাইয়ের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। আমার ধারণা তারাই এই হত্যাকাণ্ডে জড়িত।

 

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বড় ভাই সুরুজ্জামালের ছেলে আরিফ হোসেন (২২) ও একই গ্রামের মুঞ্জিলের ছেলে আজাদের সঙ্গে দীর্ঘদিনের চলে আসছিল। ঘটনার দিন আরিফকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যায় খুনিরা। তার গলায় মাফলার পেঁচানো এবং শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের বড়ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে আজাদ ও তার ছেলে ইমন সহ ৬-৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। 

আরো পড়ুন
বিগত সরকারের সব হত্যার বিচার করবে বিএনপি : তারেক রহমান

বিগত সরকারের সব হত্যার বিচার করবে বিএনপি : তারেক রহমান

 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মোমিনুল ইসলাম বলেন, কী কারণে খুন হয়েছে সেটা এখন জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ