কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) সকালে উপজেলার যাদুরচর ইউনিয়ন ধনারচর চরের গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম আরিফুল ইসলাম (২২)।
তিনি ধনারচর চরের গ্রামের সুরুজ্জামাল মিয়ার ছেলে। সুরুজ্জামাল উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক এবং যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি। এলাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের ‘বড় ভাই’ হিসেবে পরিচিত। গত ৭ মার্চ পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে কুড়িগ্রাম কারাগারে রয়েছেন।
আরো পড়ুন
স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ না হওয়ার বিষয়টি সঠিক নয়
নিহতের বড় ভাই আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরধরে আমার ছোট ভাইকে সুপরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় খুনিরা। একই গ্রামের কুখ্যাত খুনি আজাদের সাথে বালু ব্যবসা ও আধিপত্ত বিস্তার নিয়ে আমার ছোট ভাইয়ের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। আমার ধারণা তারাই এই হত্যাকাণ্ডে জড়িত।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বড় ভাই সুরুজ্জামালের ছেলে আরিফ হোসেন (২২) ও একই গ্রামের মুঞ্জিলের ছেলে আজাদের সঙ্গে দীর্ঘদিনের চলে আসছিল। ঘটনার দিন আরিফকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যায় খুনিরা। তার গলায় মাফলার পেঁচানো এবং শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের বড়ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে আজাদ ও তার ছেলে ইমন সহ ৬-৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
আরো পড়ুন
বিগত সরকারের সব হত্যার বিচার করবে বিএনপি : তারেক রহমান
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মোমিনুল ইসলাম বলেন, কী কারণে খুন হয়েছে সেটা এখন জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।