ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

বাস-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেয়ার
বাস-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ছবি: কালের কণ্ঠ

ময়মনসিংহে বাস ও অটোরিকশার সংঘর্ষে একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। শুক্রবার (৪ এপ্রিল) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই পাচ রাস্তার মোড়ে বিকাল পৌনে ৫ টায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা প্রায় পৌনে ১ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৫ টার দিকে শেরপুর থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গাড়িটি একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার একজন যাত্রী নিহত হন। আহত হণ অটোরিকশার অন্য যাত্রীরা।

তাদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়কটি অবরোধ করলে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় পৌনে ১ ঘণ্টা পর অবরোধ তুলে নেয় স্থানীয় লোকজন। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান বলেন, এখন সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ৩৬ বিদেশি বিনিয়োগকারী

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ৩৬ বিদেশি বিনিয়োগকারী
ছবি: কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) ঘুরে দেখেছেন একদল বিদেশি বিনিয়োগকারী। মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ব্যবস্থাপনায় ৩৬ জন বিনিয়োগকারী বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যান। 

শুরুতেই তাদের সামনে বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (বিএসইজেড) কর্তৃপক্ষ। 

এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খোঁজখবর নেন।

খতিয়ে দেখেন সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএইচএম ফাইরোজ এ সময় তাদের গাইড করেন। পরিদর্শনের সময় সুইডিশ কোম্পানি নিলর্ন বিশেষ এ অর্থনৈতিক অঞ্চলে কারখানা তৈরি লক্ষ্যে কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সাক্ষর করেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়।

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর লক্ষ্য নিয়ে সোমবার ৪দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে ঢাকায়।

সম্মেলনের মূল ভেন্যু ঢাকার হোটেল ইন্টারকন্টিনেটালে ছিল সারা দেশের প্রায় দেড় হাজার নতুন উদ্যোগের (স্টার্টআপ) অংশগ্রহণে ‘স্টার্টআপ কানেক্ট’ নামের আয়োজন। 

৪ দিনের এ সম্মেলনের অংশ নেওয়ার জন্য ৪০ দেশের দেড় হাজার বিনিয়োগকারীর নিবন্ধনের তথ্য দিয়েছে বিডা। প্রথমদিন ২৫টি দেশের প্রায় ৭০ জন বিনিয়োগকারী ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট মিলিত হয় তরুণ উদ্যোক্তাদের সঙ্গে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের দল সোমবার চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড এবং ও মীরসরাই অর্থনৈতিক অঞ্চল

ঘুরে দেখেন।

ঢাকার বাইরের প্রকল্প বিনিয়োগকারীদের দেখানোর উদ্দেশ্য ব্যাখ্যা করে বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, পরিদর্শন শেষে একটা আস্থা তারা পাবেন। আমি আগেও বলেছি, বিনিয়োগ সিদ্ধান্ত একদিনে হয় না। উনারা বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন, তাই বাংলাদেশে এসেছেন।

তিনি আরো বলেন, এই সফর করে কালকেই গিয়ে বিনিয়োগের চুক্তি সই করবেন, আমি এটাও মনে করি না। উনারা একটা ইতিবাচক ধারণা নিয়ে ফেরত যাবেন, হেড অফিসে গিয়ে বলবেন-আমি জায়গাটা দেখে এসেছি, জায়গাটা কাজ করছে।

মন্তব্য

নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ৩৬ বিদেশি বিনিয়োগকারী

আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজার প্রতিনিধি
শেয়ার
নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ৩৬ বিদেশি বিনিয়োগকারী
সংগৃহীত ছবি

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) ঘুরে দেখেছেন একদল বিদেশি বিনিয়োগকারী। মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ব্যবস্থাপনায় ৩৬ জন বিনিয়োগকারী বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যান। 

শুরুতেই তাদের সামনে বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (বিএসইজেড) কর্তৃপক্ষ। এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খোঁজখবর নেন।

খতিয়ে দেখেন সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএইচএম ফাইরোজ এ সময় তাদের গাইড করেন। পরিদর্শনের সময় সুইডিশ কম্পানি নিলর্ন বিশেষ এ অর্থনৈতিক অঞ্চলে কারখানা তৈরি লক্ষ্যে কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সাক্ষর করেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়।

আরো পড়ুন
কুমিল্লায় কেএফসি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৩

কুমিল্লায় কেএফসি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৩

 

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর লক্ষ্য নিয়ে সোমবার চারদিনের বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে ঢাকায়।

সম্মেলনের মূল ভেন্যু ঢাকার হোটেল ইন্টারকন্টিনেটালে ছিল সারা দেশের প্রায় দেড় হাজার নতুন উদ্যোগের (স্টার্টআপ) অংশগ্রহণে ‘স্টার্টআপ কানেক্ট’ নামের আয়োজন। চার দিনের এ সম্মেলনের অংশ নেওয়ার জন্য ৪০ দেশের দেড় হাজার বিনিয়োগকারীর নিবন্ধনের তথ্য দিয়েছে বিডা। প্রথমদিন ২৫টি দেশের প্রায় ৭০ জন বিনিয়োগকারী ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট মিলিত হয় তরুণ উদ্যোক্তাদের সঙ্গে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের দল গতকাল সোমবার চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড এবং ও মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন।
 

ঢাকার বাইরের প্রকল্প বিনিয়োগকারীদের দেখানোর উদ্দেশ্য ব্যাখ্যা করে বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, পরিদর্শন শেষে একটা আস্থা তারা পাবেন। আমি আগেও বলেছি, বিনিয়োগ সিদ্ধান্ত একদিনে হয় না। উনারা বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন, তাই বাংলাদেশে এসেছেন।

আরো পড়ুন
দেশের বাজারে কমল সোনার দাম

দেশের বাজারে কমল সোনার দাম

 

তিনি আরও বলেন, এই সফর করে কালকেই গিয়ে বিনিয়োগের চুক্তি সই করবেন, আমি এটাও মনে করি না। উনারা একটা ইতিবাচক ধারণা নিয়ে ফেরত যাবেন, হেড অফিসে গিয়ে বলবেন—‘আমি জায়গাটা দেখে এসেছি, জায়গাটা কাজ করছে।

মন্তব্য

কুমিল্লায় কেএফসি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৩

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় কেএফসি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি

ইসরায়েলি পণ্যের অভিযোগে কুমিল্লা নগরীর কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসি টিভির ফুটেজ দেখে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকার তোফায়েল আহমেদের ছেলে শাফায়াত (২৭), নগরীর কাপ্তানবাজার এলাকার জহিরুল ইসলামের ছেলে মো. জিহাদ (২১) এবং শাসনগাছা এলাকার শামসুল আলমের ছেলে মো.আবু বক্কর সিদ্দিক আসলাম (২১)।

আরো পড়ুন
শাওয়াল মাসের বিয়ে প্রসঙ্গে রাসুল (সা.) যা বলেছেন

শাওয়াল মাসের বিয়ে প্রসঙ্গে রাসুল (সা.) যা বলেছেন

 

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক।  

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে গতকাল সোমবার বিভিন্ন সংগঠন প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন। পরে সন্ধ্যার দিকে একটি বিক্ষোভ মিছিল নগরীর রানীর বাজার এলাকায় ইসরায়েলি পণ্য আখ্যা দিয়ে কেএফসি রেস্টুরেন্ট ভাঙচুর ও লুটপাট করে পালিয়ে যায়। এরপর কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের একাধিক টিম সিসি ক্যামেরা ফুটেজ ও স্থানীয় বিভিন্ন সূত্রের সহায়তায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে।

আরো পড়ুন
দেশের বাজারে কমল সোনার দাম

দেশের বাজারে কমল সোনার দাম

 

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, ‘সোমবার কেএফসি রেস্টুরেন্টে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর থানা ও ডিবি পুলিশের একাধিক টিম সিসি টিভি ফুটেজ, সোশ্যাল মিডিয়া ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা শুরু করে। এ ঘটনায় কোতোয়ালি থানার পুলিশ উপরিদর্শক বীরঙ্গচন্দ্র মন্ডল বিশেষ ক্ষমতায়নে একটি মামলা করেন।’ 

তিনি আরো বলেন, ‘গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অপরাধীদের গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

সিরাজগঞ্জে পাতা কুড়ানো নিয়ে মারধর, আহত যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
সিরাজগঞ্জে পাতা কুড়ানো নিয়ে মারধর, আহত যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাছের পাতা কুড়ানো নিয়ে মারধরের ঘটনায় আহত যুবক আজিজুল হক (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে সোমবার দুপুরে তিনি মারধরের শিকার হয়ে আহত হন।

নিহত আজিজুল হক উপজেলার দাদপুর গ্রামের শামসুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান। 

ওসি রাকিবুল হাসান বলেন, ‘সোমবার দুপুরে প্রতিবেশী হাজী আশরাফ আলী নিজের কাঁঠাল গাছের ডাল কাটার পর আজিজুল হকের জায়গায় রেখেছিল। আজিজুল হক সেখান থেকে পাতা কুড়িয়ে নিলে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এতে আজিজুল হক গুরুতর আহত হলে প্রথমে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে আজিজুল হকের মৃত্যু হয়।

ওসি আরো বলেন, ‘আজিজুল হকের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন হাজী আশরাফ আলীর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় হাসপাতালে রয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ