ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫
২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ রমজান ১৪৪৬

ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫
২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ রমজান ১৪৪৬

নাম বদলে ফেললেন মাহিয়া মাহি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নাম বদলে ফেললেন মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি হিসেবে চলচ্চিত্রে আসেন। সময়ের সঙ্গে শারমীন নিপা থেকে মাহিয়া মাহি নামে পরিচিতি লাভ করেন এই নায়িকা। এবার নামের সঙ্গে যুক্ত হলো নতুন পদবি।

মাহিয়া মাহি থেকে হয়ে গেলেন মাহিয়া সরকার।

‘সরকার’ উপাধি।  শনিবার নাম পরিবর্তন করে রেখেছেন ‘মাহিয়া সরকার মাহি’।

গত বছরের শেষের দিকে রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। স্বামীর পদবি এবার নিজের নামে যুক্ত করলেন তিনি।

তাঁর ফেসবুকে এখন শোভা পাচ্ছে মাহিয়া সরকার মাহি। নাম পাল্টানোর সঙ্গে সঙ্গে স্বামীর সাথে তোলা তিনটি ছবিও পোস্ট করেন এই নায়িকা। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’

এ বিষয়ে মাহি বলেন, "নিজের নামের সঙ্গে স্বামী রাকিব সরকারের ‘সরকার’ পদবি যুক্ত করতে চাইছিলাম।

অবশেষে সেটি হয়েছে। এ জন্য শোকর করলাম।" চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ে করেছেন সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকারকে। রাকিব সরকারের স্ত্রী রয়েছে, রয়েছে সন্তানও। রাকিব সরকার গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছোট ভাই।
এদিকে মাহিরও এটি দ্বিতীয় বিয়ে।

জন্মদিনে বিয়ে উপহার প্রসঙ্গে মাহি বলেছিলেন, 'দিনটি ছিল ওর (রাকিবের) জন্মদিন। আমার তরফ থেকে বিয়ে তার জন্য বার্থডে গিফট। বিয়ের সিদ্ধান্তের পরেই আমার মনে হয়েছিল, এই দিনেই বিয়ে করব। আরেকটা কথা, এই পরিকল্পনা আসলে আমাদের নয়। ওর সঙ্গে তো আমার প্রেম ছিল না। বন্ধু হিসেবে একটু ঘুরতাম। এ নিয়ে এত নিউজ হয়েছে, চারদিকে এত গুজব ছড়াচ্ছিল, সেই নিউজ দেখেই কথা বলতে বলতে আমরা সিদ্ধান্ত নিই, চলো, বিয়ে করি। আমিও একা ছিলাম, সে-ও একা ছিল। আমাদের মধ্যে অনেক দিক দিয়েই মতের মিল ছিল। তখন ওর তরফ থেকেও বিয়েতে রাজি হয়।'

এদিকে বর্তমানে ‘ড্রাইভার’ নামে ওয়েব ফিল্মের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মাহি। এ ছাড়াও ‘গ্যাংস্টার’ ওয়েব ফিল্মের ডাবিং করেছেন। আরো হাফ ডজনের বেশি সিনেমার কাজ রয়েছে তাঁর হাতে।

মাহি এর আগে ২০১৬ সালে মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন। চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এ অভিনেত্রী। এর পরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। পরবর্তী সময়ে বিয়ের গুঞ্জন শুরু হয়। অবশেষে সেই গুঞ্জন সত্যি হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

টাকার অভাবে রসগোল্লা কেটে জন্মদিনে পালন করতেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
টাকার অভাবে রসগোল্লা কেটে জন্মদিনে পালন করতেন অভিনেত্রী
সংগৃহীত ছবি

একটা সময় নিয়মিত পর্দায় দেখা যেত পরিণীতি চোপড়াকে। একাধি হিট সিনেমাও দিয়েছেন। রাঘব চাড্ডার সঙ্গে রাজকীয় বিয়ের পর এখন অভিনয়ে অনেকটাই অনিয়মিত। মাঝেমধ্যেই দেখা মেলে তার।

 এখন আর্থিকভাবে সচ্ছল হলেও একটা সময় চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন কেটেছে পরিণীতির। তার ছোটবেলাটা কেটেছে আম্বালায়। অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোটবেলার জীবনযাপন নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

কোনো রকম রাখঢাক না রেখেই পরিণীতি জানালেন, কত কষ্ট করে মা-বাবা তাকে মানুষ করেছেন। বাবার উপার্জন এতটাই কম ছিল, জন্মদিনে পরিবারের সঙ্গে কেক কাটার বদলে রসগোল্লা বা রসমালাই কেটেছেন। কিন্তু পরিণীতির দাদা-দাদি অত্যন্ত ধনী ছিলেন। তারা কেনিয়ায় থাকতেন।

 

সাক্ষাৎকারে চাকচিক্যের আড়ালে থাক জীবনের কঠিন সময়ের কথা বলেন পরিণীতি। তিনি বলেন, ‘মা-বাবা আমাকে এমনভাবে মানুষ করেছেন যেকোনো জায়গায় আমি নিজেকে মানিয়ে নিতে পারি। আমরা খুবই কষ্টের মধ্যে বড় হয়েছি। আমি মা-বাবার লড়াইয়ের সাক্ষী। আমার জন্য জন্মদিনের কেক কেনার সামর্থ্য ছিল না বলে একটা রসগোল্লা কিনে আনা হতো।

সেটাই আমি কেটেছি। জন্মদিনের দিন মা-বাবা একসঙ্গে মার্কেটে গিয়ে একটা রসগোল্লা নিয়ে আসতেন। কখনো আবার রসমালাইও আনতেন। ওটাই আমাদের কাছে বার্থডে কেক। কিন্তু আমার দাদা-দাদি খুব ধনী ছিলেন। প্রতিবছর স্কুলের গরমের ছুটিতে আমাকে আর দুই ভাইকে নিয়ে যেতেন। তখন আমরা ওই সময়টা বিলাসবহুল জীবনযাপন করতাম।’

ছোটবেলা কষ্টের মধ্যে মানুষ হয়েছেন বলেই জীবনে সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিয়ে চলতে পরেন বলে দাবি পরিণীতার। তার কথায়, ‘আমি আর আমার দুই ভাই জীবনে ভালো-খারাপ দুটো পরিস্থিতিই দেখেছি। তাই আমরা যেখানে যাই মানিয়ে নিতে সমস্যা হয় না। কারো সঙ্গে কথা বলতে বা বন্ধুত্ব করতেও অসুবিধা হয় না। খুব সহজেই মিশতে পারি।’

পরিণীতি চোপড়াকে সর্বশেষ গেল বছর অমর সিং চমকিলা-তে দেখা গেছে। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এ ছবিতে দিলজিৎ দোসাঞ্ঝের স্ত্রীর চরিত্রে প্রশংসিত হন অভিনেত্রী।

মন্তব্য

সিনেমা দেখে প্রভাবিত হয়ে স্বর্ণ খোঁজার মিশনে নেমেছে গ্রামবাসী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
সিনেমা দেখে প্রভাবিত হয়ে স্বর্ণ খোঁজার মিশনে নেমেছে গ্রামবাসী
সংগৃহীত ছবি

মুক্তির মাত্র কয়েক দিনেই ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাবা’। সিনেমাটি দর্শকদের মনে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। তবে সেই প্রভাব যে বাস্তব জীবনেও বড় রকমের ঘটনা ঘটাবে, তা হয়তো কেউ ভাবেনি। এই সিনেমা দেখে গুপ্তধনের সন্ধানে রাতভর মাটি খোঁড়ার কাণ্ড ঘটিয়েছে ভারতের মধ্য প্রদেশের একদল গ্রামবাসী!

ভারতীয় গণমাধ্যম বলছে, মধ্য প্রদেশের বোরহানপুর জেলার আসিরগড় দুর্গ এলাকায় একদল গ্রামবাসী টর্চ, শাবল ও কোদাল নিয়ে গভীর রাতে মাটি খুঁড়তে বের হয়।

তাদের বিশ্বাস, সেখানে মুঘল আমলের গুপ্তধন লুকিয়ে থাকতে পারে।

পিটিআইয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, গ্রামবাসী শাবল-কোদাল হাতে দুর্গের আশপাশে মাটি খুঁড়ছে, সঙ্গে আনা হয়েছে মেটাল ডিটেক্টরও। এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে।

অনেকে দাবি করেছেন, সেই এলাকায় কেউ কেউ স্বর্ণমুদ্রা দেখতে পেয়েছেন, আর তাই আরো মানুষ সেখানে গুপ্তধনের আশায় ছুটে যায়।

তবে মূল কারণ সিনেমার প্রভাব, কারণ ‘ছাবা’ সিনেমায় বোরহানপুরের নাম উল্লেখ করা হয়েছে এবং সেখানে মুঘলদের অবস্থান দেখানো হয়েছে। 

এই সিনেমা দেখে অনেকের ধারণা জন্মেছে, সত্যিই বোরহানপুরের কোথাও মুঘলদের গুপ্তধন লুকিয়ে আছে।

জানা গেছে, আসিরগড় দুর্গের চারপাশে গ্রামবাসী একটানা মাটি খুঁড়তে থাকে এবং মেটাল ডিটেক্টর দিয়েও পরীক্ষা চালায়। এতে সেই অঞ্চলের জমির মালিকরা মারাত্মক ক্ষুব্ধ হন এবং প্রশাসনের কাছে অভিযোগ জানান।

এরপর স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, সেখানে খোঁড়াখুঁড়ির কোনো সরাসরি প্রমাণ নেই, তবে জায়গাটি নষ্ট করা হয়েছে। পরে পুলিশের মাধ্যমে গ্রামবাসীকে সতর্ক করে দেওয়া হয় এবং খনন কার্যক্রম বন্ধ করতে বলা হয়।

মন্তব্য

ওটিটি মাতাচ্ছে যে পাঁচ সিনেমা-সিরিজ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ওটিটি মাতাচ্ছে যে পাঁচ সিনেমা-সিরিজ
বাঁ থেকে রেখাচিথরাম, দুপাহিয়া ও ভিদামুয়ারচি

বর্তমানে বিনোদনের সবচেয়ে বড় প্লাটফরম ওটিটি। প্রেক্ষাগৃহের চাইতে এখন ওটিটিতেই দর্শক ঝুঁকছে বেশি। তাই ওটিটি প্লাটফরমগুলোতেও নিত্য নতুন কন্টেন্টের সমারোহ। মার্চের দ্বিতীয় সপ্তাহে বেশ কয়েকটি প্রত্যাশিত সিনেমা এবং ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পেয়েছে।

যেগুলো সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন প্লাটফরমে দেখতে পাবেন এসব সিনেমা-সিরিজ।

দুপাইয়া :
অপরাধমুক্ত গ্রাম ধাড়কপুরে, একটি বিয়ের মাত্র কয়েকদিন আগে এক মোটরসাইকেল চুরি হয়ে যায়। যৌতুকের জন্য কেনা সেই মোটরসাইকেল চুরির ঘটনায় হাস্যকর বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় গোটা গ্রামে।

কে চুরি করেছে মোটরসাইকেল? যৌতুক ছাড়া বিয়ে কি আদৌ হবে? এসব প্রশ্ন জানতে হলে দেখতে হবে সিরিজটি। কমেডিতে ভরপুর ‘দুপাইয়া’ প্রকাশের পর থেকেই দারুণ সাড়া ফেলে দিয়েছে দর্শকমনে। এতে অভিনয় করেছেন গজরাজ রাও, রেনুকা শাহানে, স্পর্শ শ্রীবাস্তবসহ প্রমুখ। এটি ৭ মার্চ থেকে প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে।

আরো পড়ুন
ধর্ষণ থেকে বাঁচতে নারীদের ‘কারাতে’ শেখার আহ্বান রুবেলের

ধর্ষণ থেকে বাঁচতে নারীদের ‘কারাতে’ শেখার আহ্বান রুবেলের

 

ফাতেহ
চলচ্চিত্রটি প্রাক্তন বিশেষ বাহিনীর কর্মকর্তা ফাতেহ সিংহকে ঘিরে নির্মিত, যিনি হ্যাকার খুশি শর্মার সঙ্গে মিলে একটি সাইবার অপরাধ চক্র ধ্বংস করার মিশনে নামেন, যখন একটি স্থানীয় মেয়ে এই অপরাধ চক্রের শিকার হয়। দুর্দান্ত অ্যাকশনধর্মী সিনেমাটিতে অভিনয় করেছেন সোনু সুদ। সিনেমাটি ৭ মার্চ থেকে জিও হটস্টারে দেখা যাচ্ছে।

আরো পড়ুন
মৃত্যু রহস্য উন্মোচিত হলো অস্কারজয়ী অভিনেতার

মৃত্যু রহস্য উন্মোচিত হলো অস্কারজয়ী অভিনেতার

 

ভিদামুয়ারচি
এক দম্পতির ভ্রমণ বিষাদে রুপ নেয় যখন রাস্তায় স্ত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় স্বামী তাকে খুঁজতে শুরু করে।

কিন্তু এক অজানা প্রতিপক্ষ তার পথে বাধা সৃষ্টি করে। সামনে আসতে থাকে একের পর এক অজানা রহস্য। এসবের পেছনে কার হাত? জানতে হলে দেখে নিন সিনেমাটি। মুল চরিত্রে অভিনয় করেছেন অজিত কুমার ও তৃষা কৃষ্ণান। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সিনেমাটি। 

থান্ডেল
থান্ডেল শ্রীকাকুলামের একজন জেলের গল্প, যে তার জেলে সদস্যদের নিয়ে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে। একপর্যায়ে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে ফেলে তারা। এতে করে পাকিস্তান বাহিনীর হাতে বন্দি হয়। এরপর শুরু হয় কঠোর এক জার্নি। তারা কি দেশে ফিরতে পারবে? উত্তর জানতে হলে দেখতে হবে সিনেমাটি। অ্যাকশন ড্রামা ও সিনেমাটিতে অভিনয় করেছেন নাগা চৈতন্য ও সাই পল্লবী। ৭ মার্চ থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সিনেমাটি।

আরো পড়ুন
রোজা রেখে ইফতার পার্টি দিলেন থালাপতি বিজয়

রোজা রেখে ইফতার পার্টি দিলেন থালাপতি বিজয়

 

রেখাচিথরাম
জুয়া কেলেঙ্কারির পর বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা বিবেক গোপীনাথকে বদলি করা হয় এক সাধারন থানায়। কিন্তু ভাগ্যক্রমে সেখানে জয়েন করার দিনই ঘটে এক আত্মহত্যার ঘটনা। সেই কেসের দায়িত্ব পেয়ে যান বিবেক। এই ঘটনায় বেরিয়ে আসে ৪০ বছর পুরনো এক অজ্ঞাতনামা হত্যাকাণ্ডের রহস্য। দীর্ঘদিনের অমীমাংসিত মামলাটি সমাধান করে নিজেকে প্রমাণ করার দৌড়ে নেমে পড়েন বিবেক। সামনে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বছরের অন্যতম সেরা সিনেমাটিতে অভিনয় করেছেন আসিফ আলী ও অনস্বরা রাজন। ৭ মার্চ থেকে সনি লিভে দেখা যাচ্ছে এটি।

মন্তব্য

এড শিরানের পর অরিজিতের বাড়িতে মার্টিন গ্যারিক্স

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
এড শিরানের পর অরিজিতের বাড়িতে মার্টিন গ্যারিক্স
সংগৃহীত ছবি

এড শিরানের পর এবার অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে হাজির হলেন আন্তর্জাতিক ডিজে মার্টিন গ্যারিক্স। তাদের সেই সাক্ষাতের মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিজেরাই শেয়ার করেছেন অরিজিৎ এবং গ্যারিক্স।

সেই ভিডিওতেই দেখা গেছে, কখনো অরিজিৎ সিংয়ের বাড়ির সোফায় গা এলিয়ে গানে মজেছেন মার্টিন গ্যারিক্স তো কখনো বা আবার গায়ককে আলিঙ্গন করে হাসিঠাট্টায় মেতে উঠেছেন। 

সেই দৃশ্য দেখে প্রায় অবাক অনুরাগীরা! ঠিক যেমনটা শিরানের ক্ষেত্রেও হয়েছিল।

কাজের সূত্রেই জিয়াগঞ্জে ঢুঁ মেরেছেন মার্টিন গ্যারিক্স। একসঙ্গে তারা একটি দোভাষী গানের ওপর কাজ করছেন। যে গানের নাম ‘অ্যাঞ্জেলস ফর ইচ আদার’। হিন্দি এবং ইংরেজি ভাষার মিশেলে তৈরি হচ্ছে গানটি।

এর আগে মার্টিন গ্যারিক্স ভারতে বহুবার পারফর্ম করেছেন। ২০১২ সালে সঙ্গীত জগতে আত্মপ্রকাশের পর থেকে মার্টিন গ্যারিক্স ‘অ্যানিমালস’, ‘ইন দ্য নেম অফ লাভ’, ‘সামার ডেজ’ এবং ‘স্কেয়ার্ড টু বি লোনলি’র মতো হিট গান দিয়েছেন। এবার অরিজিৎ সিংয়ের সঙ্গে যুগলবন্দিতে ‘অ্যাঞ্জেলস ফর ইচ আদার’ নিয়ে আসছেন তিনি।

প্রসঙ্গত, এর আগে গেল ফেব্রুয়ারিতে অরিজিতের বাড়িতে হাজির হয়েছিলেন এড শিরান।

শিলংয়ে শো করতে যাওয়ার পথে ছুটে গিয়েছিলেন মুর্শিদাবাদে। প্রত্যন্ত অঞ্চলে দুই গায়কের স্কুটি চড়ে রাতে ঘুরে বেড়ানোর ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল সেসময়ে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ