<p>খবরটা আগেই জানা গিয়েছিল। ভারতের পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করছেন ঢাকার জনপ্রিয় টেলিভিশন নাটকের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অবশ্য ইউটিউব আর ওটিটির কল্যালে ওপাড়েও সমান জনপ্রিয় এই তারকা। সেই সুত্রেই তার কলকাতায় নতুন সিনেমায় অভিনয়। তবে এবারই বড় পর্দায় অভিনয়, এর আগেও দেশে বড়পর্দায় অভিনয় করেছেন তিনি। সেটাও প্রায় আট বছর আগের কথা। বলা যায় প্রায় ৮ বছরে বিরতি টেনে সিনেমায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেতা।  ছবিটির নাম চালচিত্র। অপূর্বর সঙ্গে এই সিনেমায় জুটি বেঁধেছেন রাইমা সেন।</p> <p>ভারতীয় গণমাধ্যম সুত্রে সিনেমাটির গল্প প্রসঙ্গে জানা যায়, পূজার আগে কলকাতা শহরে একের পর এক মেয়ের খুনের ঘটনা ঘটতে থাকে। আর সেই খুনের তদন্তে নামে পুলিশবাহিনী। ‘চালচিত্র’ নামের এই সিনেমায় প্রতিম ডি গুপ্ত যেন বাংলার কপ ইউনিভার্স তৈরি করতে চেয়েছেন। যেখানে পুলিশের চরিত্রগুলোতে তিনি ঢালিউড, টলিউডের পাশাপাশি বলিউডকেও মিলিয়ে দিয়েছেন! এই সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে অপূর্বর।  এতে দেখা যাবে এক রহস্যময় চরিত্রে। এছাড়াও চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে। অপূর্ব ভক্তদের জন্য এবার সুখবর, আগামী ২০ ডিসেম্বর বড়দিন উপলক্ষে আসছে সিনেমাটি।  এখানেই কিন্তু শেষ নয়। একই তারিখে সম্ভবত মুক্তি পেতে পারে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘আমার বস’ ও দেবের ‘খাদান’। তাই অপূর্বের প্রতিযোগিতায় সঙ্গী হচ্ছেন দেব।</p> <p> প্রতিম ডি গুপ্ত এই ‘চালচিত্র’ এর পরিচালক।  এর আগে  ‘‌সাহেব বিবি গোলাম’, ‘‌মাছের ঝোল’, ‘‌আহারে মন’, ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’ ব্যবসা সফল সিনেমা পরিচালনা করেছে প্রতীম। তার পরিচালিত সর্বশেষ সিনেমা ‘‌লাভ আজ কাল পরশু’ মুক্তি পায় ২০২০ সালে। প্রতীমের প্রথম হিন্দি রোমান্টিক থ্রিলার-ফ্যান্টাসি সিরিজ ‘‌টুথপরি: হোয়েন লাভ বাইট’। সিরিজটি মুক্তি পায় নেটফ্লিক্সে।</p> <p>পরিচালক জানিয়েছেন, শহরে পরপর খুন হতে থাকে। আর খুনের পর মরদেহগুলোকে যেভাবে সাজিয়ে রাখা হয় সেটার সঙ্গে ১২ বছরের পুরোনো একটি কেসের মিল পায় টোটার চরিত্র। সত্যিই কি সেই কেসের সঙ্গে এই কেসের মিল রয়েছে, নাকি তদন্তে নতুন কিছু উঠে আসবে—সেটা নিয়েই এই সিনেমা। সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রাইমা সেন। রয়েছেন স্বস্তিকা দত্ত ও ব্রাত্য বসু। রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা।</p>