<p style="text-align:justify">জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরর (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য হয়েছেন। এছাড়া জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আবদুল্লাহ আল মামুন গণমাধ্যম সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি হয়েছেন। তাদের দুজনকেই বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।</p> <p style="text-align:justify">আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তবর্তীকালীন সরকারের গঠিত সংস্কার কমিশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সদস্য হিসেবে মনোনীত হওয়ায় আমি আনন্দিত।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ড. মোহাম্মদ তারিকুল ইসলাম এবং মো. আবদুল্লাহ আল মামুন তাদের স্ব স্ব ক্ষেত্রে জ্ঞান, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা দিয়ে সংস্কার কমিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’</p> <p style="text-align:justify">উপাচার্য আশা প্রকাশ করেন, সংস্কার কমিশনে তাদের ভূমিকা বৈষম্যমুক্ত, ন্যায়-নীতি এবং জনসাধারণের বহুল প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। উপাচার্য তার অভিনন্দন বার্তায় ড. মোহাম্মদ তারিকুল ইসলাম এবং মো. আবদুল্লাহ আল মামুনের সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করেন।</p>