<p>সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন ও যানবাহন চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সচেতন করতে শরীয়তপুরে কর্মসূচি পালন করেছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। ‘ঝুঁকি নিয়ে সময় না বাঁচাই, সুস্থভাবে পরিবারের কাছে ফিরে যাই’ প্রতিপাদ্যে বিষয়টি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখা।</p> <p>আজ মঙ্গলবার ( ১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কোর্ট এলাকার ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সেই সঙ্গে যেসব চালক নিয়ম-নীতি মেনে কাগজপত্র নিয়ে যানবাহন চালাচ্ছে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।</p> <p>সচেতনতামূলক লিফলেট ও ফুলের শুভেচ্ছা পেয়ে মোটরসাইকেলচালক মো. আতিকুর রহমান সোহেল বলেন, আপনাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। সেই সঙ্গে হেলমেট থেকে শুরু করে আমার সব কিছুই ঠিক ছিল, এ জন্য ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, আমি খুবই আনন্দিত। আসলে আমাদের নিজেদেরও এসব সম্পর্কে জানা উচিত। এবং সচেতন থাকা উচিত। শুধু বসুন্ধরা শুভসংঘ বলে গেল। ট্রাফিক পুলিশ বলে গেল। মামলা দিল, এতেই কিন্তু সমাধান নয়। নিজের জীবন নিজের। নিজের জন্য অন্য কাউকে যেন প্রাণ না হারাতে হয়। এ জন্য অতিরিক্ত স্পিডে গাড়ি না চালানো। অতিরিক্ত হর্ন না বাজানো। আরো ইত্যাদি সবারই মানা উচিত।</p> <p>এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন শরীয়তপুর বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শরিফুল আলম ইমন, সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা, সহসভাপতি অ্যাডভোকেট হারুন-অর রশিদ, সাধারণ সম্পাদক ফিরোজ সরদার, অর্থ সম্পাদক মো. রিমন ঢালী, দপ্তর সম্পাদক ওমর বিন আলী, প্রচার সম্পাদক শাহিন আলম, সদস্য কবিরুল আলম মনির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মুরাদ মুন্সি, ট্রাফিক সার্জেন্ট কল্লোল কুমার ভট্টাচার্য, টিএসআই চুন্নু মোল্লা, কনস্টেবল শহিদুল প্রমুখ।</p> <p>বসুন্ধরা শুভসংঘের লিফলেট বিতরণ ফুলের শুভেচ্ছা সচেতনতা কর্মসূচি প্রসঙ্গে ট্রাফিক সার্জেন্ট কল্লোল কুমার ভট্টাচার্য বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ আজ সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে। সেই সঙ্গে চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এটা খুবই ভালো উদ্যোগ। ভবিষ্যতেও তারা বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে আশা করি।’</p>