<p>চট্টগ্রামের পটিয়ায় এআরএইচ অ্যাগ্রো চৌধুরী ডেইরি ফার্ম থেকে বিদেশি জাতের ১৯টি গরু ডাকাতির মামলার প্রধান আসামি কেয়ার টেকার আবদুল মান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। </p> <p>মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলার তদন্ত কর্মকর্তা পটিয়া থানার উপ-পরিদর্শক রাজু আহমেদ গাজী সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। এ সময় আদালতের বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এড. মো. লোকমান। </p> <p>১২ নভেম্বর সশস্ত্র সংঘবদ্ধ ২০-২২ জনের ডাকাতদল দল খামারের কেয়ার টেকার আবদুল মান্নানের সহযোগিতায় ১৯টি বিদেশি জাতের গরু ডাকাতি করে ট্রাকে করে নিয়ে যায়। এ ঘটনায় খামারের মালিক হেলাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে ১৩ নভেম্বর পটিয়া থানা একটি মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে আবদুল মান্নানকে। </p> <p>খামারের সবকটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতদের ধরতে মাঠে নামে পটিয়া থানা পুলিশের বিশেষ টিম। ১৭ নভেম্বর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজে শনাক্ত করে আন্তঃজেলা গরু ডাকাত চক্রের অন্যতম সদস্য মো. মোক্তার শাহকে (৪০) চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাড়ৈকারা এলাকার শাহ বাড়ির শামসুল ইসলামের ছেলে বলে জানিয়েছে পুলিশ। </p> <p>১৮ নভেম্বর দিনভর অভিযান পরিচালনা করে এ মামলায় সিসিটিভি ফুটেজ দেখে আরো দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন আবদুল রহমান ওরফে সুমন, দিদারুল ইসলাম। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। </p> <p>পটিয়া থানা পুলিশ সূত্র জানায়, ১২ নভেম্বর রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজের সামনে এআরএইচ অ্যাগ্রো চৌধুরী ডেইরি ফার্ম থেকে ২০-২২ জনের সংঘবদ্ধ একটি চোরের দল খামারের কেয়ার টেকার আবদুল মান্নানের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় ১৯টি বিদেশি জাতের গরু ডাকাতি করে ট্রাকে তোলে নিয়ে যায়। </p> <p>পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নামজুন নুর বলেন, খামারের কেয়ার টেকার আবদুল মান্নানের সহযোগিতায় ১২ নভেম্বর গভীর রাতে সংঘবদ্ধ একটি আন্তঃজেলা ডাকাত দল খামারের ১৯টি গরু লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা করার পর কেয়ার টেকারকে প্রধান আসামি দেখিয়ে কারাগারে পাঠিয়েছি। মঙ্গলবার তাকে রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রত্যেক আসামির রিমান্ড চাওয়া হবে। খুব শীঘ্রই অন্যান্য আসামিদের আইনের আওতায় আনা হবে।</p> <p>এআরএইচ অ্যাগ্রো চৌধুরী ডেইরি ফার্মের পরিচালক ও মামলার বাদী হেলাল উদ্দিন চৌধুরী বলেন, আমার ডেইরি ফার্ম থেকে চারবার গরু ডাকাতির ঘটনা ঘটেছে। ২০১৬ সালে ৪টি, ২০১৮ সালে ৬টি, ২০২২ সালে ৭টি এবং এবার ১৯টি বিদেশি জাতের গরু চুরি হয়। কিন্তু দুঃখের বিষয় থানায় মামলা করার পর আজও কোনো গরু উদ্ধার করে দিতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এবারের চুরি হওয়ার পর আমি দিশেহারা হয়ে পড়ছি। দফায় দফায় এ ডাকাতির ঘটনায় আমার এক কোটি বিশ লাখ টাকা ক্ষতি হয়েছে। </p> <p>পৃথক আরেকটি ঘটনায় নৈশপ্রহরীকে মারধর ও অস্ত্র ঠেকিয়ে সোমবার গভীর রাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নন্দেরখীল এলাকার মরিয়ম অ্যাগ্রো ফার্ম থেকে ২১টি গরু লুটের ঘটনা ঘটেছে। </p> <p>ডাকাতদল খামারে প্রবেশ করে নৈশপ্রহরী আলাউদ্দিন (৪৫), সালাউদ্দিন (৩৫) ও মো. রহিমকে (২০) বেঁধে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে গরুগুলো লুট করে নিয়ে যায়। ঘটনার আগে ডাকাতদল খামারের সব ধরনের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেন। </p> <p>মরিয়ম অ্যাগ্রো ফার্মের মারিক মোহাম্মদ তৌহিদ বলেন, আমার খামারে ৩২টি গরু ছিল। তাদের মধ্যে ২১টি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল। আজ সকালে খামারের নৈশপ্রহরীদের হাত-পা বাঁধা অবস্থায় লোকজন উদ্ধার করে। লুট হওয়া গরুর আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।</p>