<p>এক পর্দায় ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি। দর্শকদের জন্য বেশ বড় উপহারই ছিল বটে। গত সেপ্টেম্বরে মুক্তি পায় এই দুই তারকার চলচ্চিত্র ‘ওল্ফস’। জন ওয়াটস পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি। ভেনিস ফিল্ম ফেস্টিভালেও একসঙ্গে হাজির হয়েছিলেন এ জুটি। সিনেমাটি নিয়ে বেশ শোরগোলও হয়েছে। এর পর থেকেই এর সিক্যুয়াল নির্মাণ নিয়ে আলোচনা উঠে আসে। ভক্তরাও আশায় বুক বেঁধেছিলেন এই জুটিকে আবারও পর্দায় দেখার জন্য।</p> <p>কিন্তু এবার জানা গেল, সিনেমাটির সিক্যুয়াল হচ্ছে না। ভ্যারাইটির প্রতিবেদন থেকে এমনটাই জানা যাচ্ছে। </p> <p>সম্প্রতি জন ওয়াটসের একটি সাক্ষাৎকার প্রকাশ করে বিনোদন মাধ্যম কোলাইডার। গত শুক্রবার সকালে প্রকাশিত এ সাক্ষাৎকার থেকেই নিশ্চিত হওয়া যায় যে ওল্ফসের সিক্যুয়াল আসছে না। ‘স্টার ওয়ার্স’ সিরিজের স্কেলেটন ক্রুজের প্রচারণার জন্য এ সাক্ষাৎকার আয়োজন করা হয়। সেখানে জন বলেন, ‘আমি জানি না এরপর কোন সিনেমা নির্মাণ করব। তবে আমার মনে হয় না ওল্ফসের কোনো সিক্যুয়াল হবে।’</p> <p>সিনেমাটির প্রযোজনা করেছে অ্যাপল টিভি প্লাস। তারা অবশ্য জনের বক্তব্যের পর সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে ওল্ফস নিয়ে টেক জায়ান্ট অ্যাপল বেশ বড় করে কাজ করেছিল। সিনেমাটি অনেক স্ক্রিনে মুক্তি দেওয়ার কথা থাকলেও আগস্টে তারা জানায় মাত্র এক সপ্তাহের জন্য থিয়েটারে সীমিতভাবে মুক্তি দেওয়া হবে। এরপর এটি গত ২৭ সেপ্টেম্বর চলে আসে অ্যাপল টিভি প্লাস, অর্থাৎ ওটিটিতে। এ নিয়ে অনেকেই অবাক হয়েছিলেন। কেননা ২০২৩ সালে এ সিনেমার সূত্র ধরেই ক্লুনি বলেছিলেন, ‘ব্র্যাড ও আমি একটা চুক্তিতে এসেছিলাম যে সিনেমাটি এমনভাবে থিয়েটারে আসবে, যা টাকা ফেরত দেবে নির্মাতাদের।’ </p> <p>কিন্তু সেই পরিকল্পনা বদলে গিয়েছিল এবং বদলে যাওয়া পরিকল্পনার সঙ্গেই একটা সূত্র ছিল যে সিনেমার সিক্যুয়াল আসতে পারে। অ্যাপল অরিজিনাল ফিল্মসের হেড অব ফিচার ম্যাট ডেন্টলার জানিয়েছিলেন, দর্শক সিনেমাটিকে গ্রহণ করেছে এবং তারা বিশ্বের প্রতিভাবান অভিনেতাদের আবারও দর্শকের সামনে আনার চেষ্টা করবেন। কিন্তু সে চেষ্টা বা ইচ্ছা আর পূরণ হলো না।</p>