<p>আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালে রক্তক্ষয়ী এক সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ অভ্যুদয়ের দিন। আজ এই ঐতিহাসিক দিনটি উদযাপনে প্রতি বছরের মতো বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এরমধ্যে বিজয় দিবস উপলক্ষে রয়েছে বেশকিছু কনসার্ট। রাজধানীর বিভিন্ন স্থানে হবে এই কনসার্টগুলো। যেগুলোতে গাইবেন জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। সেসব আয়োজনের খবর রইল এখানে...</p> <p><strong>মানিক মিয়া এভিনিউ</strong></p> <p>স্মরণকালের অন্যতম বড় কনসার্ট হতে যাচ্ছে এটি। বিএনপির সাংস্কৃতিক প্ল্যাটফরম ‘সবার আগে বাংলাদেশ’-এর উদ্যোগে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে হবে কনসার্টটি। এতে একক শিল্পী হিসেবে গাইবেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার। এ ছাড়া নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস-এর মতো ব্যান্ড থাকছে পরিবেশনায়। দুপুর ১২টায় শুরু হবে এই উন্মুক্ত কনসার্ট।</p> <figure class="image"><img alt="4" height="270" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12%20December/16-12-2024/3_kaler-kantho--16-12-2024.jpg" width="450" /> <figcaption><em><sub>আর্টসেল-এর সদস্যরা</sub></em></figcaption> </figure> <p><strong>শিল্পকলা একাডেমি</strong></p> <p>বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এই উন্মুক্ত সংগীতানুষ্ঠান। পরিবেশনায় থাকবে ‘আর্টসেল’ ও ‘লালন’-এর মতো শ্রোতাপ্রিয় ব্যান্ড। এ ছাড়া গান শোনাবে ব্যান্ড লালন।</p> <figure class="image"><img alt="5" height="300" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12%20December/16-12-2024/4_kaler-kantho--16-12-2024.jpg" width="500" /> <figcaption><sub><em>তানযির তুহিনের ‘আভাস’ গাইবে রংপুরে</em></sub></figcaption> </figure> <p><strong>যমুনা ফিউচার পার্ক</strong></p> <p>বিজয় দিবস উদযাপনে যমুনা ফিউচার পার্কে থাকছে ‘ভিক্টোরি ফেস্ট ২০২৪’। সকাল ১১টায় শুরু হবে, চলবে রাত ৮টা পর্যন্ত। সংগীত পরিবেশনায় থাকবেন কাকতাল ও শুভ্র। এ ছাড়া থাকছে কমেডি শো, আর্ট এক্সিবিশন ইত্যাদি। টিকিট মূল্য ১৯৯ টাকা।</p>