<p>শেষ হতে চলেছে ২০২৪, নতুন বছরের অপেক্ষায় সবাই। এ বছর বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে যেমন ছিল সাফল্যের গল্প, তেমনই ছিল ব্যর্থতার। বহুল প্রত্যাশিত অনেক চলচ্চিত্র যেমন সাড়া ফেলতে পারেনি, আবার দর্শক প্রত্যাশায় না থেকেও ভাল করেছে কিছু ছবি। তবে ব্যতিক্রম গল্প রয়েছে চারটি ছবির যেগুলো নিয়ে বছরজুড়ে দর্শক প্রত্যাশা ছিল অনেক। তবে বছরের শেষে এসেও পর্দায় দেখা মেলেনি। এমন চার ছবির বর্তমান অবস্থা জানাচ্ছেন কামরুল ইসলাম।</p> <p><strong>পুনরায় ‘</strong><strong>নূর</strong><strong>’</strong><strong>-এর শুটিং</strong></p> <p>তিন বছর আগে ছবিটির কাজ শুরু হয়েছিল। যথানিয়মে শেষও হয়। এরপর যখন ফার্স্টলুক পোস্টার প্রকাশ্যে আসে, দর্শকের বিপুল প্রশংসা পায়। ছবিটি ঘিরে দর্শকের আগ্রহের পারদ চড়তে থাকে। কিন্তু কাঙ্ক্ষিত মুক্তির আলোয় যেন আসতেই চাইছে না ‘নূর’। এ বছরের ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি মুক্তির কথা ছিল। সেটা হয়নি। কোরবানির ঈদে ‘তুফান’ মুক্তির সময়ে নির্মাতা রাফী জানান, শিগগিরই ‘নূর’-এর মুক্তির খবর দেবেন। ছয় মাসেও সে খবর আসেনি। গতকাল রায়হান রাফী বলেন, ‘ছবির তো সেন্সর হয়ে আছে। তবে আমার কাছে মনে হয়েছে, আরেকটু ঘষামাজা দরকার। কিছু দৃশ্য পুনরায় শুট করব। গল্পটা ২০১৭-১৮ সালের দিকে লেখা, তখনকার আবেগ-অনুভূতি আর এই ২৪-এর আবেগ তো এক না।</p> <p>তাই সময়টা বিবেচনা করে রিশুটের সিদ্ধান্ত নিয়েছি। শুভ ভাইয়ের সঙ্গে আমার শিডিউল মিলছে না। দুজনের শিডিউল মিললেই আমরা শুট সেরে ফেলব। এরপর মুক্তি।’ ‘নূর’ প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান মারা গেছেন গণপিটুনিতে, মারা গেছেন তাঁর ছেলে, নায়ক শান্ত খানও। ফলে ছবিটি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবু রাফী আশ্বস্ত করলেন, এ ছবির নির্বাহী প্রযোজক আরিফিন শুভ। তাঁর সঙ্গে সমন্বয় করে ছবিটি মুক্তির আলোয় নিয়ে আসবেন। ‘নূর’-এর প্রধান চরিত্রে আছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফেঁসে যাচ্ছেন আল্লু অর্জুন, নারী মৃত্যুর ঘটনায় পুলিশের চাঞ্চল্যকর তথ্য" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734948111-85ac4245e907221f8468778c6567a0a7.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফেঁসে যাচ্ছেন আল্লু অর্জুন, নারী মৃত্যুর ঘটনায় পুলিশের চাঞ্চল্যকর তথ্য</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/23/1460495" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফিরে দেখা ২০২৪, সিক্যুয়ালেই সাফল্য জুটেছে হলিউডে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734951181-93e15c0bf62683d8bdfac34ef8fd7fcd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফিরে দেখা ২০২৪, সিক্যুয়ালেই সাফল্য জুটেছে হলিউডে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/23/1460510" target="_blank"> </a></div> </div> </div> </div> <p><strong>এখনো সম্পাদনার টেবিলে </strong><strong>‘</strong><strong>এশা মার্ডার</strong><strong>’</strong></p> <p>রোজার ঈদে মুক্তির কথা ছিল সানী সানোয়ারের ছবিটি। সে মোতাবেক প্রকাশ্যে এসেছিল টিজারও। কিন্তু রোজার ঈদ তো নয়ই, কোরবানির ঈদেও মুক্তি পায়নি ‘এশা মার্ডার-কর্মফল’। সত্য ঘটনার নির্যাসে নির্মিত ছবিটির প্যাচ ওয়ার্ক আটকে আছে অনেক দিন ধরে। কেন হচ্ছে না, কবেনাগাদ হবে, সেই তথ্য দিলেন না নির্মাতা। কেবল এতটুকু বললেন, ‘ছবির পোস্ট প্রোডাকশন চলছে। পাশাপাশি প্যাচ ওয়ার্কের প্রস্তুতি নিচ্ছি। সব মিলিয়ে নতুন বছরের শুরুর দিকেই আমরা মুক্তির দিন-তারিখ ঘোষণা করব।’ </p> <p>এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, পূজা ডি ক্রুজ, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার প্রমুখ।</p> <p><strong>অপেক্ষায় </strong><strong>‘</strong><strong>নীলচক্র</strong><strong>’</strong></p> <p>নির্মাতা মিঠু খানের প্রথম ছবি ‘নীলচক্র’। অথচ দীর্ঘ সাধনার এ ছবি নিয়ে এক প্রকার বিপাকেই পড়লেন তিনি। কারণ ছবির প্রধান চরিত্রে আছেন আরিফিন শুভ। ক্ষমতার পালাবদলে রাজনৈতিক পরিস্থিতিতে যিনি রয়েছেন ব্যাকফুটে। পর্দায় শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করার কারণে সামাজিক মাধ্যমে তীব্র কটাক্ষের শিকার হয়েছেন শুভ। ফলে তার নতুন ছবি মুক্তি দেওয়া নির্মাতা-প্রযোজকদের জন্য ঝুঁকিপূর্ণ। ‘নীলচক্র’-এর বর্তমান অবস্থা জানতে চাইলে মিঠু খান বলেন, ‘ছবির কাজ তো শেষ। কিন্তু সার্বিক পরিস্থিতির কথা ভাবলেই মাথায় চক্কর আসে। সম্প্রতি যেসব ছবি মুক্তি পেয়েছে, সেগুলোর অবস্থা তো আমার চেয়ে আপনারাই ভালো জানেন। তা ছাড়া রাজনৈতিক টানাপড়েনের বিষয়টাও ভাবতে হচ্ছে। আমার ছবির প্রধান অভিনেতা আরিফিন শুভ। তাকে নিয়ে মানুষের এখনকার মনোভাবনা চিন্তা করতে হচ্ছে। দেখুন, সে তো একজন অভিনেতা। স্বাভাবিকভাবে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছে, এখানে জিয়াউর রহমানের চরিত্র হলেও তো করতেন। এটা তাঁর রুটি-রুজি। তাই সময় নিচ্ছি। পরিস্থিতি শান্ত হলেই আমরা ছবিটি মুক্তি দেব।’</p> <p>এই ছবিতে আরিফিন শুভর সঙ্গে আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বী প্রমুখ। এদিকে নতুন আরেকটি ছবির চিত্রনাট্যে হাত দিয়েছেন মিঠু খান। তবে এখনই নাম বলতে চান না। চিত্রনাট্য লেখা শেষ করে তবেই ঘোষণা দেবেন।</p> <p><strong>এ বছরই </strong><strong>‘</strong><strong>জংলি</strong><strong>’</strong><strong>র সুখবর</strong></p> <p>এ বছরের অন্যতম আকাঙ্ক্ষিত ছবি ছিল এটি। নির্মাতা এম রাহিম এর আগে ‘শান’ বানিয়ে নিজের মেধার জানান দিয়েছেন। এবার ‘জংলি’তে সিয়াম আহমেদকে ভিন্ন অবতারে হাজির করে চমকে দিতে চান। ছবিটির পোস্টারও পেয়েছিল দারুণ সাড়া। ঈদুল আজহায় ছবিটি মুক্তি দিতে চেয়েছিলেন সংশ্লিষ্টরা। তবে যথাসময়ে শুটিং-সম্পাদনা শেষ না হওয়ায় পেছাতে হয়। বছর শেষ হয়ে এলেও মুক্তির কোনো পয়গাম দিতে পারেনি টিম। এ নিয়ে জানতে ছবির নায়ক সিয়ামকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমার দিক থেকে কিছু বলা যাবে না। আপনি নির্মাতা ও পরিবেশকের সঙ্গে আলাপ করতে পারেন। তাঁরাই সঠিক তথ্যটা দিতে পারবেন।’</p> <p>অতঃপর পরিচালক এম রাহিমের সঙ্গে যোগাযোগ। তিনি বললেন, ‘ডিসেম্বরের মধ্যেই মুক্তির তারিখ ঘোষণা করব। একটা চমক দিয়ে তারিখটা ঘোষণা করতে চাই।’ এ ছবিতে সিয়ামের সঙ্গে আছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি।</p>