এ আর রহমানের চেয়েও বেশি পারিশ্রমিক নেন সেই অনিরুদ্ধ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
এ আর রহমানের চেয়েও বেশি পারিশ্রমিক নেন সেই অনিরুদ্ধ

বলিউড হোক কিংবা দক্ষিণী ইন্ডাস্ট্রি, সংগীত পরিচালক হিসেবে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন মিউজিক মায়েস্ত্রো এ আর রহমান। কিন্তু এবার সেই চিত্র বদলে গেছে। এখন তার চেয়েও বেশি বেশি পারিশ্রমিক নিচ্ছেন ৩৩ বছর বয়সী তরুণ সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর।

‘জেলার’, ‘পেত্তা’, ‘মাস্টার’, ‘বিক্রম’, ‘ইন্ডিয়ানা টু’, ‘লিও’-এর মতো আলোচিত তামিল সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে আকাশচুম্বী সাফল্য পেয়েছেন এই তরুণ।

অল্প সময়েই হয়ে উঠেছেন ভারতের সবচেয়ে দামি মিউজিক কম্পোজার। 

২০২৩ সালে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমার সংগীত করে নিজেকে নিয়ে যান আরো ওপরে, সঙ্গে কুড়ান তুমুল জনপ্রিয়তা। সিনেমাটির জন্য তিনি ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানিয়েছে নিউজ এইটটিন। অন্যদিকে, টাইমস অব ইন্ডিয়া বলছে, ‘লিও’ ও ‘জেলার’ সিনেমার জন্য তিনি নিয়েছেন ৮ কোটি রুপি।

যেখানে এ আর রহমান প্রতি সিনেমার জন্য নেন ৭ থেকে ৮ কোটি।

তামিল ইন্ডাস্ট্রিতে নতুন ধরনের সাউন্ড এনেছেন অনিরুদ্ধ, এ বিষয়টি তাকে অন্যদের থেকে আলাদা করেছে। টেকনো মিউজিক নিয়ে (একধরনের ইলেকট্রনিক ডান্স মিউজিক) প্রতিনিয়ত নিরীক্ষা করে চলেছেন অনিরুদ্ধ। আরও একটি বিষয় তাকে অনন্য করেছে।

সেটি হচ্ছে তারকা অনুযায়ী আলাদা ধরনের মিউজিক টোন নিয়ে আসেন। ফলে তার গানগুলো দর্শক-শ্রোতাদের যেমন ভালো লাগে, তেমনি তারকারাও অনিরুদ্ধর সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। 

সর্বশেষ ‘দেভারা: পার্ট ওয়ান’, ‘জার্সি’, ‘ডন’, ‘বিস্ট’ এর পর মুক্তির অপেক্ষায় থাকা রজনীকান্ত অভিনীত ‘কুলি’, ‘জেলার টু’, থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’-এর সংগীতের সঙ্গেও জড়িয়ে আছে তার নাম। এই ধারাবাহিক সাফল্যের ওপর ভর করেই এখন সিনেমাপ্রতি ১০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন অনিরুদ্ধ। 

ভারতের অন্যান্য আলোচিত সংগীত পরিচালক যেমন প্রীতম, বিশাল-শেখর, এম এম কিরাভানি, যুবান শঙ্কর রাজা—প্রত্যেকে ৫ কোটি করে পারিশ্রমিক নেন।

তাদের বাইরে ভারতে সর্বোচ্চ পারিশ্রমিক নেবার রেকর্ডটি ছিল এ আর রহমানের। এবার তাকেও ছাড়িয়ে গেলেন সেই অনিরুদ্ধ রবিচন্দর।

মন্তব্য

সম্পর্কিত খবর

এফডিসির এমডিকে সরাতে ৭২ ঘণ্টার আলটিমেটাম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
এফডিসির এমডিকে সরাতে ৭২ ঘণ্টার আলটিমেটাম
সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুমা রহমান তানির নিয়োগ বাতিলের দাবিতে আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এফডিসির সামনে প্রতিবাদসভার ডাক দিয়েছে ‘বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি’।

মাসুমা রহমান তানিকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর দাবি করে সকাল থেকেই এফডিসির গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এতে অংশ নেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী-কুশলীরা। 

আজ কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টার জন্য ‌প্রতীকী ‘এফডিসি ব্লকড’ পালন করে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি।

এরপর মাসুমা রহমান তানিকে এমডির পদ থেকে সরানোর দাবি তুলে সরকারকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। এর মধ্যে না সরালে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির উপদেষ্টা এবং চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। 

তিনি বলেন, ‘এফডিসিতে প্রশাসনিক কাজে যদি কোনো প্রশাসক আসে, আমাদের তো কোনো আপত্তি নেই। কারণ এটা সরকারি জায়গা।

একটা লোক চাকরি করতে আসবে, সে আসতেই পারে। এখানে চাকরি করতেই পারে। কিন্তু আপনি এমন একজনকে পাঠাচ্ছেন, যিনি অজ্ঞাতপরিচয় আসামি আমাদের চোখে। আমরা তাকে চিনি না, জানি না।
তাহলে কেন জোর করে আমাদের ওপর আপনারা তাকে চাপিয়ে দেবেন। এমনটা হবে না। আমরা সেটা প্রতিহত করব।’

এ সময় বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক ও চলচ্চিত্র পরিচালক বদিউল আলমের সভাপতিত্বে এফডিসি ফটকে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রেজাবুদ্দৌলা চৌধুরী, চিত্রনায়ক হেলাল খান, শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরমান, অভিনয়শিল্পী এ বি এম সোহেল রশিদ, কেয়া চৌধুরী, শারমিন, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন, জয়নাল আবেদিন, শাওন আশরাফ, শফিকুল ইসলাম, কাহিনিকার ও চিত্রনাট্যকার কাসেম আলী, ফিল্ম ক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা-স্ত্রী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা-স্ত্রী
সংগৃহীত ছবি

আশুলিয়ার জিরাবোর নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। আজ রবিবার ভোররাতে ডাকাতির উদ্দেশ্য বাড়িতে একদল দূর্বৃত্তকারী প্রবেশ করলে ঘটনাক্রমে তাদের হামলায় গুলিবিদ্ধ হন অভিনেতা। অভিনেতার স্ত্রী ও মা দুজনেই গুরুতর আহত হন বলেও জানা গেছে। 

কালের কন্ঠকে খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান।

তিনি বলেন, ঘটনাটি ঘটেছে ভোরবেলা। কয়েকজন ডাকাত বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে। এরপর বাসার সবাই টের পেয়ে রান্নাঘরে গেলে সেসময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতরভাবে আঘাত লাগে। এরপর ডাকাতরা চলে যাওয়ার সময়ে আজাদের পায়ে তিনটি গুলি করে।

মা-স্ত্রীসহ অভিনেতা এখন রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। অভিনেতার জ্ঞান ফিরেছে বলেও খবর। হাসপাতালে অভিনেতার দেখাশোনা করছেন আরেক নির্মাতা আনিসুর রহমান রাজিব।

তিনি কালের কণ্ঠকে বলেন, আপাতত চিকিৎসা চলছে।

আজাদের পায়ে তিনটি গুলি লাগে। তার জ্ঞান ফিরেছে। ভালো আছে। তার স্ত্রী এবং মায়েরও চিকিৎসা চলছে।   

মন্তব্য

কখনো এমন সিনেমায় অভিনয় করার কথা ভাবিনি : কীর্তি

    সম্প্রতি হিমেশের সঙ্গে অভিনয় করেছেন কীর্তি খুব বেছে বেছে কাজ করতে দেখা যায় অভিনেত্রীকে
বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
কখনো এমন সিনেমায় অভিনয় করার কথা ভাবিনি : কীর্তি
কীর্তি কুলহারি

অভিনেত্রী কীর্তি কুলহারি বলিউডের পরিচিত একজন মুখ। বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘পিঙ্ক’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। এবার কাজ করেছেন গায়ক-অভিনেতা হিমেশ রেশমিয়ার সঙ্গে।

তবে এ ধরনের বানিজ্যিক সিনেমায় এর আগে তেমন দেখা যায়নি অভিনেত্রীকে। তাই নতুন অভিজ্ঞতাই হলো কীর্তির।

সম্প্রতি মুক্তি পেয়েছে হিমেশ রেশমিয়ার ‘বাডাস রবিকুমার’। বাণিজ্যিক ধারার সিনেমা এটি।

হিমেশ বরাবরই সিনেমার ক্ষেত্রে নিজেকে হাস্যকর করে উপস্থাপন করেছেন। এবারও কতগুলো সংলাপ দিয়ে দর্শক ধরার চেষ্টা করেছেন। তবে মুক্তির আগেই খরচ তুলে ফেলেছে সিনেমাটি। এতে হিমেশের বিপরীতে অভিনয় করেছেন কীর্তি কুলহারি।
সিনেমা হোক বা ওয়েব সিরিজ, কীর্তি সবসময়ই ভিন্ন ধারার চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। তার অভিনীত প্রায় প্রতিটি চরিত্রের আছে একাধিক স্তর। তাদের ব্যাখ্যা করার প্রয়োজন হয় কখনো কখনো। এমন একজন অভিনেত্রী হিমেশের সিনেমায় অভিনয় করেছেন বলে অনেকেই অবাক হয়েছিলেন।

আরো পড়ুন
অভিনয় ছেড়ে দিয়েছি, এমনটা নয় : ফারহানা মিলি

অভিনয় ছেড়ে দিয়েছি, এমনটা নয় : ফারহানা মিলি

 

সম্প্রতি কীর্তি নিজেই এ সিনেমায় তার কাজ করার অভিজ্ঞতা জানালেন।

সিনেমাটি নিয়ে ‘নিউজ ১৮’-কে তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন এ ধারার সিনেমা আমি পছন্দ করতাম না। কখনো এমন একটা সিনেমায় অভিনয় করার কথা ভাবিনি। কিন্তু বাডাস রবিকুমারে অভিনয়ের অভিজ্ঞতা ভিন্ন।’

দর্শক সবসময় সিরিয়াস সিনেমাতেই দেখেছেন কীর্তিকে। তাই কীর্তি নিজের পরিচিতিও বদলাতে চেয়েছেন। নতুন সিনেমায় নতুন করে নিজেকে আনতে চেয়েছেন। এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার অনেকবার মনে হয়েছে এ সিনেমা আমাকে কী দেবে? ক্যারিয়ারে কি আমার কোনো উন্নতি হবে? তারপর মনে হলো দর্শক তো সবসময় একভাবে দেখেছে। এবার নতুন করে আমাকে তারা চিনবে। এ কথা ঠিক যে চরিত্রটি বা সিনেমায় আমাকে দেখে অনেকে অবাকও হবে। সত্যি বলতে সে জিনিসটাও আমাকে উচ্ছ্বসিত করেছে।’

আরো পড়ুন
ট্রেনে নারীর হাতে ‘চড়’ খেয়ে নিজের ভুল বুঝতে পারেন শাহরুখ!

ট্রেনে নারীর হাতে ‘চড়’ খেয়ে নিজের ভুল বুঝতে পারেন শাহরুখ!

 

কীর্তি জানান, বাডাস রবিকুমারে কিছু কাজ তিনি নিজের মতো করতে চেয়েছিলেন। কিন্তু হিমেশ সে অনুমতি দেননি। সংলাপ যেমন ছিল তেমনই বলতে হয়েছে কীর্তিকে। এ প্রসঙ্গে কীর্তি বলেন, ‘একসময় এমনও মনে হয়েছে, আসলেই এখানে আমার থাকা উচিত কিনা। তারপর সেটে যা চলছিল তার সঙ্গেই নিজেকে মানিয়ে নিয়েছি।’

আরো পড়ুন
‘সে আমার জীবনের জন্য আশীর্বাদ’, সাদী প্রসঙ্গে পরীমনি

‘সে আমার জীবনের জন্য আশীর্বাদ’, সাদী প্রসঙ্গে পরীমনি

 

২০১০ সালে ‘খিচড়ি : দ্য মুভ ‘ দিয়ে বলিউডে পা রেখেছিলেন কীর্তি কুলহারি। ২০১১ সালে ‘শয়তান’ দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ‘পিঙ্ক’, ‘ইন্দু সরকার’, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ বা ‘মিশন মঙ্গল’-র মতো সিনেমায় পার্শ্বচরিত্রে নিজের অভিনয় সত্ত্বার ছাপ রেখেছেন। তবে তিনি বেশি প্রচারের আলোয় এসেছেন ‘ফোর মোর শটস প্লিজ’ ওয়েব সিরিজের মাধ্যমে। সিনেমার তালিকা খুব বেশি তার ঝুলিতে না থাকলেও বলিউডের অনেক পরিচিত মুখ তিনি।

মন্তব্য

অভিনয় ছেড়ে দিয়েছি, এমনটা নয় : ফারহানা মিলি

    মনপুরার পর আর কোনো সিনেমায় দেখা যায়নি মিলিকে তবে পর্দায় অনিয়মিত হলেও অভিনয় ছাড়েননি
বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
অভিনয় ছেড়ে দিয়েছি, এমনটা নয় : ফারহানা মিলি
ফারহানা মিলি

একটি সিনেমায় অভিনয় করেই যিনি এ দেশের সিনেমাপ্রেমী দর্শকের মনে নিজের নামটি গেঁথে রেখেছেন, তিনি হচ্ছেন অভিনেত্রী ফারহানা মিলি। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ঢাকার নবাবগঞ্জের মেয়ে মিলি এখন অবশ্য অভিনয়ে নিয়মিত নন। তবে অসংখ্য ভক্ত অনুরাগীর পছন্দের তালিকায় আজও রয়েছেন তিনি। আজ সেই ফারহানা মিলির জন্মদিন।

আরো পড়ুন
ট্রেনে নারীর হাতে ‘চড়’ খেয়ে নিজের ভুল বুঝতে পারেন শাহরুখ!

ট্রেনে নারীর হাতে ‘চড়’ খেয়ে নিজের ভুল বুঝতে পারেন শাহরুখ!

 

জন্মদিনের বিশেষ দিনটি পরিবারের সঙ্গেই উদযাপন করবেন ফারহানা মিলি। তার একমাত্র ভাই বিপুল কিছুদিন আগে কানাডায় চলে গেছেন। এবারের জন্মদিনে ভাইকে মিস করবেন। স্বামী, একমাত্র সন্তান রুসলান ও মা-বাবাকে সঙ্গে নিয়েই জন্মদিন কেটে যাবে বলেই জানালেন অভিনেত্রী।

 

আরো পড়ুন
‘সে আমার জীবনের জন্য আশীর্বাদ’, সাদী প্রসঙ্গে পরীমনি

‘সে আমার জীবনের জন্য আশীর্বাদ’, সাদী প্রসঙ্গে পরীমনি

 

জন্মদিন ও অভিনয় জীবন প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘জন্মদিন নিয়ে কিন্তু কখনই আমার বিশেষ কিছু করার কোনো পরিকল্পনা ছিল না। তবে ছোটবেলার জন্মদিনের কথা বিশেষভাবে তো মনে পড়েই। এখন এ দিনকে ঘিরে আমার একমাত্র সন্তান রুসলানের আগ্রহটা বেশি। খুব সাদাসিদেভাবেই কেটে যায় দিনটি।

শুধু দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। বেশ কিছুদিন ধরেই অভিনয় করছি না। হয়তো গল্প ভালো লাগলে চরিত্র মনের মতো হলে সেটা করতেও পারি। অভিনয় ছেড়ে দিয়েছি, এমনটা নয়।’

আরো পড়ুন
হামলার ঘটনায় মামিকে দায়ী করলেন দিতিকন্যা লামিয়া

হামলার ঘটনায় মামিকে দায়ী করলেন দিতিকন্যা লামিয়া

 

২০০৯ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমায় ‘পরী’ চরিত্রে অনবদ্য অভিনয় করেন মিলি।

মনপুরা দিয়েই দর্শকের মন জয় করে নিয়েছিলেন। পরবর্তীতে আর কোনো সিনেমাতে অভিনয় না করলেও এই এক ‘মনপুরা’ সিনেমার কারণেই দর্শক তাকে বিশেষভাবে মনে রেখেছে। সিনেমাটিতে ফারহানা মিলির বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে মনপুরার দুর্দান্ত সাফল্যের পর মিলিকে আর সিনেপর্দায় দেখা যায়নি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ