নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি শাখার পক্ষ থেকে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে শুক্রবার (৩১ জানুয়ারি) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে নিসচা দাউদকান্দি উপজেলা শাখা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নিসচা দাউদকান্দি শাখার সভাপতি লিটন সরকার বাদলের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠান সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
অনুষ্ঠানের শুরুতে দাউদকান্দির সন্তান রুমানা ইসলাম মুক্তিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনার পরে নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক সড়কযোদ্ধা ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় নিসচা দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে নিসচা দাউদকান্দি উপজেলা শাখার উপদেষ্টা ও চিত্রনায়িকা মুক্তি শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
এ সময় নিসচা দাউদকান্দি শাখার সভাপতি লিটন সরকার বাদল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক ইয়াছিন প্রধান, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয় সম্পাদক মোসাম্মৎ শেলিনা আক্তার, কার্যনির্বাহী সদস্য ইকরামুল হাসান, মো. রাজিব উপস্থিত ছিলেন।
এ বিষয়ে চিত্রনায়িকা মুক্তি বলেন, ‘আসলে সংবর্ধনা পাওয়াটাতো আনন্দের আর সেটা যদি হয় নিজের এলাকায় তাহলেতো কথাই নেই। এই সংবর্ধনা প্রাপ্তির মধ্য দিয়ে আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে উৎসাহ আরো বেড়ে গেল। আর আমি বরাবরই মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করি।
এরই ধারাবাহিকতায় নিসচার পক্ষ থেকে আমার এলাকার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলাম। ভবিষ্যতেও আমি আমার এমন সব কার্যক্রম অব্যহত রাখব।’