ঢাকা, বুধবার ১২ মার্চ ২০২৫
২৭ ফাল্গুন ১৪৩১, ১১ রমজান ১৪৪৬

ঢাকা, বুধবার ১২ মার্চ ২০২৫
২৭ ফাল্গুন ১৪৩১, ১১ রমজান ১৪৪৬

আমি বরাবরই মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করি : চিত্রনায়িকা মুক্তি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
আমি বরাবরই মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করি : চিত্রনায়িকা মুক্তি
ছবি: কালের কণ্ঠ

নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি শাখার পক্ষ থেকে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ওই সংবর্ধনা প্রদান করা হয়।

এ উপলক্ষে শুক্রবার (৩১ জানুয়ারি) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে নিসচা দাউদকান্দি উপজেলা শাখা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নিসচা দাউদকান্দি শাখার সভাপতি লিটন সরকার বাদলের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠান সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

অনুষ্ঠানের শুরুতে দাউদকান্দির সন্তান রুমানা ইসলাম মুক্তিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনার পরে নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক সড়কযোদ্ধা ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় নিসচা দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে নিসচা দাউদকান্দি উপজেলা শাখার উপদেষ্টা ও চিত্রনায়িকা মুক্তি শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।

এ সময় নিসচা দাউদকান্দি শাখার সভাপতি লিটন সরকার বাদল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক ইয়াছিন প্রধান, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয় সম্পাদক মোসাম্মৎ শেলিনা আক্তার, কার্যনির্বাহী সদস্য ইকরামুল হাসান, মো. রাজিব উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চিত্রনায়িকা মুক্তি বলেন, ‘আসলে সংবর্ধনা পাওয়াটাতো আনন্দের আর সেটা যদি হয় নিজের এলাকায় তাহলেতো কথাই নেই। এই সংবর্ধনা প্রাপ্তির মধ্য দিয়ে আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে উৎসাহ আরো বেড়ে গেল। আর আমি বরাবরই মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করি।

এরই ধারাবাহিকতায় নিসচার পক্ষ থেকে আমার এলাকার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলাম। ভবিষ্যতেও আমি আমার এমন সব কার্যক্রম অব্যহত রাখব।’

মন্তব্য

সম্পর্কিত খবর

সিনেমায় কাটা হাতের দাগ এখনো বয়ে বেড়াচ্ছেন শাবনাজ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
সিনেমায় কাটা হাতের দাগ এখনো বয়ে বেড়াচ্ছেন শাবনাজ
সংগৃহীত ছবি

১৯৯৬ সালের ২৬ জুলাই মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমার ক্লিপ এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ঈদের পোশাক থেকে ‘গান’ কিংবা ‘নাটক’-সর্বত্র চলছে ‘হেনা’ ট্রেন্ড; যে চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শাবনাজ। এ বিষয় নিয়ে প্রথমবার কোনো টেলিভিশন চ্যানেলে কথা বলেছেন গুণী এই অভিনেত্রী। 

মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর ঈদ আয়োজনে বিশেষ অতিথি হয়ে আসছেন শাবনাজ।

এই অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘অনেকে তো এখন আমাকে ‘হেনা আপা’ নামেই সম্বোধন করছেন। বিষয়টি মজার, একই সাথে বিস্ময়কর। কারণ আজকাল তো বেশিরভাগ সময় নেতিবাচক বিষয়গুলোই ভাইরাল হয়। সে ক্ষেত্রে ২৯ বছর আগে মুক্তি পাওয়া একটি সিনেমা নতুন করে পরিচিতি পাচ্ছে, এ প্রজন্মের দর্শকরা আমাদের সিনেমা বা অভিনয় নিয়ে  ইতিবাচকভাবে চর্চা করছেন, বিষয়টি অনেক বেশি ভালো লাগার।
ভালো সিনেমার শক্তি এখানেই।’ 

প্রায় দুই যুগের বেশি সময় হলো নিয়মিত অভিনয় ছেড়েছেন শাবনাজ। অথচ এখনো সিনেমার দাগ বয়ে বেড়াচ্ছেন তিনি। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘লাভ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে গ্লাস ভেঙে হাত কেটে গিয়েছিল।

সেই দাগ এখনো রয়ে গেছে। একই বছর একই পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের জন্য অগ্রীম পারিশ্রমিকও নিয়েছিলেন সে সময়ের সবচাইতে সফল জুটি শাবনাজ-নাঈম। 

তবে বিশেষ একটি কারণে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেন, সিনেমাটিতে কাজ করবেন না। পরবর্তীতে মৌসুমী-সালমান শাহের চলচ্চিত্রে অভিষেক ঘটে এই সিনেমার মাধ্যমে। অভিনয় না করলেও ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মহরতের দিন নতুন জুটিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন শাবনাজ-নাঈম।

১৯৯১ সালে ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে রাজকীয় অভিষেক হয়েছিল শাবনাজের। প্রথম সিনেমার জন্য সে সময় ৫০ হাজার পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। 

এরকম না বলা অনেক গল্পই জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ শেয়ার করেছেন ঈদের বিশেষ ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে। রুম্মান রশীদ খান ও অর্চি রহমানের সঞ্চালনায়, জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের পরের দিন সকাল ৭টায়, মাছরাঙা টেলিভিশনে।

মন্তব্য

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার
সংগৃহীত ছবি

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার। এর আগে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষ আবেদন করলে শমী কায়সারের জামিন স্থগিত করার সিদ্ধান্ত নেন হাইকোর্ট।

গত বছর ১২ ডিসেম্বর ছিল শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব।

 

আর শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ, সঙ্গে ছিলেন আইনজীবী নাজিয়া কবির। শুনানির পর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক অভিনেত্রীর জামিন স্থগিতের আদেশ দেন। 
 
শমী কায়সারের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অনেককে বাধা দিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এতে অনেকে আহত হন।

হামলার ঘটনায় জড়িত রয়েছেন অভিনেত্রী।
  
উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়।

এ মামলায় ২৪ নম্বর এজাহারভুক্ত আসামি শমী কায়সার।

এ মামলার জেরে গত ৫ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ।

মন্তব্য

যুক্তরাষ্ট্রের স্টুডিওতে সুযোগ পেলেন পারসা ইভানা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্রের স্টুডিওতে সুযোগ পেলেন পারসা ইভানা
পারসা ইভানা

অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল হিসেবে শোবিজে এসেছিলেন তিনি। তবে একজন অভিনেত্রী হিসেবেই থিতু হয়েছেন। এবার তিনি অভিনয় শেখায় মন দিচ্ছেন। পারসা ইভানা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অভিনয় প্রশিক্ষণের খ্যাতনামা স্টুডিও ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’তে সরাসরি অভিনয় শেখার সুযোগ পেয়েছেন।

মূলত অভিনয়ে ‘প্রপার টেকনিক ও ক্যামেরা পারফরম্যান্স’ বিষয়ে আট সপ্তাহ এই প্রশিক্ষণের সুযোগ পেলেন অভিনেত্রী। সব ঠিক থাকলে আগামী এপ্রিলে তিনি নিউ ইয়র্কের উদ্দেশে দেশ ছাড়বেন। 

আরো পড়ুন
ইফতার আয়োজন করে বিপাকে বিজয়, থানায় অভিযোগ দায়ের

ইফতার আয়োজন করে বিপাকে বিজয়, থানায় অভিযোগ দায়ের

 

জানা গেছে, ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’র প্রতিষ্ঠাতা স্কট দীর্ঘদিন ধরে অভিনয়ের প্রশিক্ষণ দিয়ে আসছেন। তিনিই কিছুদিন আগে পারসা ইভানার অনলাইনে অডিশন নিয়ে পরবর্তীতে গত ৮ মার্চ তাকে নিজের স্টুডিওতে অভিনয় শেখার ব্যাপারে চূড়ান্ত করেছেন।

এ বিষয়ে পারসা ইভানা গণমাধ্যমকে বলেন, কিছুদিন আগে জুমে অডিশন দিয়েছি। আমাকে আটটি মনোলোগ পাঠিয়েছিল তারা। সেখান থেকে ২-৩ পৃষ্ঠার একটি সিলেক্ট করতে হয়েছে। 

আরো পড়ুন
হুমকি দিচ্ছে নানা পাটেকরের গুণ্ডারা, দাবি তনুশ্রীর

হুমকি দিচ্ছে নানা পাটেকরের গুণ্ডারা, দাবি তনুশ্রীর

 

তিনি আরও বলেন, ‘স্কট নিজে ইন্টারভিউ নিয়েছেন।

তিনি আমাকে বললেন, তুমি তো তোমার দেশে অভিনয়ে এই প্রজন্মের একজন স্টার। কেন তুমি অভিনয়ে আরও প্রশিক্ষণ নিতে চাও। উত্তরে আমি বললাম, আমি কখনও অভিনয় শিখিনি। তাই অভিনয়ের বিশদ জানতে চাই। এরপর অভিনয় করে দেখালাম, তিনি আমার অভিনয়ে ভীষণ মুগ্ধ হলেন এবং বললেন, তুমি অভিনয় প্রশিক্ষণ গ্রহণ করার জন্য চূড়ান্ত হয়েছে।
 যদিও এটা আমার জন্য খুব কঠিন একটি পরীক্ষা ছিল কিন্তু আমি এই চ্যালেঞ্জটা নিয়ে ভীষণ উপভোগ করেছি। সবচেয়ে মজার বিষয় হলো যে, আমি একটিতে আবেদন করেই নির্বাচিত হয়ে গেছি। এটা সত্যিই আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল।’

সবশেষে অভিনেত্রী বলেন, ‘আমি যেন ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই।’

পারসা ইভানা বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় এক মুখ। ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ আরও কিছু নাটকে অভিনয় করে জয় করেছেন দর্শকের মন। আসন্ন ঈদে ইশতিয়াক আহমেদ রুমেলের পরিচালনায় নির্মিত ‘হোসেইন’ নাটকে পারসা ইভানাকে দেখা যাবে। এতে তার সহশিল্পী পলাশ ও পাভেল।

মন্তব্য

‘দাগি’তে সুনেরাহর বাবা নিশো, মা তমা মির্জা!

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
‘দাগি’তে সুনেরাহর বাবা নিশো, মা তমা মির্জা!
সংগৃহীত ছবি

প্রথম সিনেমা মুক্তির প্রায় দুই বছর অর্থাৎ ৬২৭ দিন পর প্রেক্ষাগৃহে আসছেন আফরান নিশো। সদ্যই উন্মুক্ত হয়েছে তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘দাগি’র টিজার। যেখানে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে দেখা গেছে এই নায়ককে।

১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে আফরান নিশো ছাড়াও দেখা গেছে তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল ও শহিদুজ্জামান সেলিমকেও।

টিজারের শেষে নিশোকে দেখা গেছে কয়েদির পোশাকে, যার কয়েদি নম্বর ৭৮৬। এখন প্রশ্ন ওঠেছে, নিশো কেন জেলে? কিসের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেছেন তিনি? এর উত্তর জানা যাবে প্রেক্ষাগৃহে।

সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল।

তবে একাধিক ঘনিষ্ট সূত্রের খবর, ‘দাগি’-তে নিশো ও তমা মির্জার মেয়ের চরিত্রে দেখা যাবে সুনেরাহকে।

এই বিষয়ে কেউই মুখ খুলতে চান না আপাতত। সিনেমাটির নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে রাজি হননি। শুধু বললেন, ‘আমি কিছুই জানি না।

এর আগে নির্মাতা জানিয়েছেন, ‘দাগি’ এমন এক গল্প যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন তুলবে।

মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প ‘দাগি’-তে আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, প্রীতি আলভি প্রমুখ। বিশেষ চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ