বড় পর্দায় তার অভিষেক ঘটেছিল ঈদে। এর পর থেকে প্রতি ঈদেই দুই সিনেমা নিয়ে হাজির হতেন, যার দরুন তাকে উৎসবের নায়িকাও বলা হতো। যদিও সাম্প্রতিক সময়ে এর ছন্দঃপতন ঘটেছে। তবে থেমে নেই তিনি, এবার আসছেন নতুন পরিচয়ে।
বড় পর্দায় তার অভিষেক ঘটেছিল ঈদে। এর পর থেকে প্রতি ঈদেই দুই সিনেমা নিয়ে হাজির হতেন, যার দরুন তাকে উৎসবের নায়িকাও বলা হতো। যদিও সাম্প্রতিক সময়ে এর ছন্দঃপতন ঘটেছে। তবে থেমে নেই তিনি, এবার আসছেন নতুন পরিচয়ে।
৯ বছরের সিনেমা ক্যারিয়ার।
প্রযোজক হলেও আমি কিন্তু একজন শিল্পী। মোটামুটি বেশ অনেক বছরের একটা অভিজ্ঞতা হয়েছে এই ইন্ডাস্ট্রিতে। একজন শিল্পী হিসেবে সবার কাছ থেকেই যথেষ্ট পরিমাণ ভালোবাসা ও সাপোর্ট পেয়েছি সবার কাছ থেকে।
এখন তো চলচ্চিত্রে সংকটকাল চলছে। এ সময়টাতে অন্য প্রযোজকদের পাশাপাশি সফল শিল্পীদের প্রযোজনাতে আসা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক...
একদমই তাই। এই বিষয়টার কথা ভেবেই আমার এই নতুন উদ্যোগ নেওয়া। ভালো সময়ে তো সবাই থাকে, কিন্তু খারাপ সময়টাতেই আমি এই উদ্যোগটা নিয়েছি, যেটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। এর জন্য সবার শুভ কামনা চাই, সবাইকে পাশে চাই। আমার এই উদ্যোগের মধ্য দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে যেন ভালো কিছু করতে পারি।
ইতিমধ্যে অনেক শিল্পীই প্রযোজনাতে নাম লিখিয়েছেন কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি, কিংবা দু-একটা কাজ করে থেমে গেছেন...
এই অধ্যায়টা আমার জন্য একদমই নতুন। তবে আমি থেমে যেতে আসিনি, আমার পরিকল্পনা একদম সুদূরপ্রসারী। শতভাগ এফোর্ট দিয়ে ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাব। কোয়ালিটির সঙ্গে কোনো আপস হবে না। সবাই যেন বিগ প্রডাকশনসের কাজ নিয়ে প্রশংসা করে সে রকম চেষ্টাই থাকবে। একজন শিল্পী হিসেবে যে ভালোবাসাটা পেয়েছি, প্রযোজক হিসেবেও সেটা পেতে চাই। কোয়ালিটিফুল কাজ দিয়ে ইন্ডাস্ট্রিতে একটা নতুন পথ তৈরির চেষ্টা করছি। যেখানে নতুন-পুরনো সবাই কাজ করতে পারবে। কাজের সুযোগের অভাবটা ঘোচাতে চাই।
বিগ প্রডাকশনসের শুরুটা কী দিয়ে হচ্ছে?
ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সেগুলোর জন্য ট্রেড লাইসেন্স সব কিছুই সংগ্রহ করেছি। বিগ প্রডাকশনসের যাত্রা শুরু করতে যাচ্ছি নাটক দিয়ে। দারুণ গল্পের একটি নাটক আগামী ঈদুল আজহায় আমাদের প্রডাকশন হাউসের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এই বছর এখান থেকে সিনেমা আসছে না। তবে আগামী বছর থেকে সিনেমা আসবে।
আপনার প্রডাকশন হাউস থেকে কি শুধু আপনারই সিনেমা আসবে?
না, একদমই না। এটা সবার জন্য উন্মুক্ত। বিগ প্রডাকশনস শুধু সিনেমাই নয়, মিউজিক ভিডিও থেকে শুরু করে নাটক, ওয়েব, বিজ্ঞাপন সব কিছু নির্মাণ করবে।
প্রডাকশন হাউসে সময় দিতে গিয়ে আপনার অভিনয় ক্যারিয়ারের কোনো ব্যাঘাত ঘটবে কি না?
একদমই না। আমাদের মিডিয়া পারসোনালিটির অনেকেই হয়তো আছেন, যারা এই কাজের বাইরেও অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িত। আমার এ রকম কোনো পরিকল্পনা নেই। সে জন্য এখানেই কাজের একটা নতুন জায়গা তৈরি করছি, এটাও একটা ব্যবসাপ্রতিষ্ঠান। এখন খুব ভালো গল্পের কাজ কিংবা টিমওয়ার্ক না হলে কিন্তু কাজ করছি না। দর্শকদের আমার ওপর একটা প্রত্যাশা তৈরি হয়েছে, সেদিকটা মাথায় রেখেই কাজ করছি। অন্যান্য প্রডাকশন হাউসেও কাজ করব এবং সেই ধারাবাহিকতাটাও একই থাকবে। এর বাইরে আমার বাকিটা সময় নিজের প্রডাকশন হাউসকে দেব।
আপনার অভিনীত ‘জংলি’ ও ‘পিনিক’ রয়েছে মুক্তির অপেক্ষায়...
‘জংলি’ ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে। কিন্তু ‘পিনিক’-এর মুক্তি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে অবশ্যই জানাব।
সাম্প্রতিক সময়ে কাজের চেয়ে আপনাকে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকতে দেখা গেছে। আপনার কি চান না, দর্শক ব্যক্তিগত জীবনের চেয়ে আপনাকে কাজের জন্য মনে রাখুক?
দর্শকদের আগ্রহের কারণে এটা হয়েই যায়। আমরা তো কেউই ব্যক্তি জীবনের বাইরে না। শিল্পীর বাইরে আমরাও মানুষ, আমাদেরও অভিমান হয়। অভিমানী বলেই হয়তো আমরা সব সময় না পাওয়া জিনিস নিয়েই মত্ত থাকি বেশি। তবে আমি সব সময় কাজ নিয়েই ফোকাসড থাকতে চাই। সেটা সিনেমা হোক কিংবা আমার অন্যান্য কাজ, সেটা বিজ্ঞাপন হতে পারে আবার কোনো এক্সক্লুসিভ ব্র্যান্ড ওপেনিং হতে পারে।
ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনাকে কিভাবে নেন?
সবাই তো সবার ভালো চায় না। কোনো একটা ভালো কাজ করতে গেলে সেখানে নানা ধরনের বাধা-বিপত্তি আসবেই। এটা হয়তো কোনো একটা গ্রুপ করে থাকে, কাজটাকে বাধাগ্রস্ত করতে। কাজে মনযোগী হলে সেটা অবশ্যই সাফল্য বয়ে আনবে। তাই আমি সব কিছু এড়িয়ে শুধু কাজের দিকেই ফোকাস করি।
সম্পর্কিত খবর
সাত বছর আগে নির্মিত হওয়া ‘বেস্ট ফ্রেন্ড’ ফ্র্যাঞ্চাইজির বেশ কয়েকটি কিস্তি এসেছে পর্যায়ক্রমে। সর্বশেষ কিস্তি ‘বেস্ট ফ্রেন্ড ৩’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে। এর পর দর্শক চাহিদায় এবারের ঈদে নতুন রূপে আসছে ফ্র্যাঞ্চাইজিটির নতুন নাটক ‘বেস্ট ফ্রেন্ড ২.০’। ইতিমধ্যে নাটকটির ট্রেলার উন্মুক্ত হয়েছে।
এরমধ্যে নাটকটির কেন্দ্রীয় চরিত্র ফারহান আহমেদ জোভান ও মেহজাবীন চৌধুরীর পাশাপাশি এতে দেখা গেছে কলকাতার ‘ফুলকি’ ধারাবাহিকের অভিনেত্রী দিব্যাণী মণ্ডলকে।
‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকটি মুক্তির আগেই জানা গেছে এটিরও পরবর্তী কিস্তি আসতে যাচ্ছে। নির্মিত হবে ‘বেস্ট ফ্রেন্ড ৩.০’, যেটিতে দিব্যাণী মণ্ডলকে দেখা যাবে বেশ বড় ভূমিকায়। এমনটা কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন এর নির্মাতা প্রবীর রায় চৌধুরী।
তিনি বলেন, ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ এর গল্পে কোনো একটি বিষয় ঘিরে দিব্যাণীর আগমন। তবে তার মূল ভূমিকা দেখা যাবে পরবর্তী কিস্তি ‘বেস্ট ফ্রেন্ড ৩.০’-তে।
ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকে জোভান-মেহজাবীন ছাড়া আরো অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, কিংকর আহসান, সহিদ উন নবী, মেধা, স্বর্ণা প্রমুখ।
চলতি বছরেই তামান্না ভাটিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল বিজয় বর্মার। তবে সেই সম্পর্কের সমীকরণ বদলে গেছে। তারকা যুগল এখন শুধুই ‘বন্ধু’। একে-অপরের প্রতি সম্মান বজায় রেখে দূরত্ব টেনেছেন।
বিজয়-তামান্নার সম্পর্ক ভাঙার গুঞ্জনে যখন তোলপাড় বলিউড থেকে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি, তখন সেই আবহেই প্রেমের সম্পর্ককে ‘আইসক্রিমের’ সঙ্গে তুলনা টেনে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজয়।
সম্প্রতি সংবাদসংস্থা আইএনএসের মুখোমুখি হয়ে অভিনেতা জানান, আপনারা সম্পর্কের কথা বলছেন, তাইতো! আমার মনে হয় কেউ যদি সম্পর্কটাকে আইসক্রিমের মতো উপভোগ করেন, তাহলে সে ভালো থাকবেন। তার অর্থ হলো, যে ফ্লেভারই আসুক না কেন, সেটাই মন ভরে উপভোগ করুন। দৌড়ে যান।
এদিকে বিজয় বার্মার এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বিনোদন দুনিয়া সরগরম। একাংশের অনুমান, তিনি হয়তো নতুন প্রেমে পড়েছেন। আবার নেটপাড়ার একাংশের কটাক্ষ, তামান্না ভাটিয়ার মতো মেয়ের সঙ্গে সম্পর্কে ইতি টেনে বিজয় ভুল করেছেন!
বলিউড সংবাদমাধ্যম বলছে, মধ্য ত্রিশ বয়সী তামান্না চেয়েছিলেন তাড়াতাড়ি বিয়ে করে সংসার পাততে। আর তাতেই নাকি রাজি ছিলেন না বিজয়।
যদিও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া দেননি তামান্না বা বিজয়ের কেউই! তবে সম্প্রতি রাভিনা ট্যান্ডনকন্যা রাশা থাডানির হলি পার্টিতে দুজনে যোগ দিলেও আগের মতো একে অপরের হাত ধরে বেরোননি।
কিছুদিন আগে শুটিং করতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন অভিনেতা বরুণ ধাওয়ান। এবার সেই একই পথের পথিক কার্তিক আরিয়ান।
উত্তরবঙ্গে অনুরাগ বসুর সিনেমায় শুটিং করছেন কার্তিক এবং শ্রীলীলা। সেখানেই শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন অভিনেতা।
ডুয়ার্সে শুটিং করছেন কার্তিক-শ্রীলীলা। এই খবর ছড়ানোর পরেই শুটিংয়ের জায়গায় অনুরাগীদের ভিড়।
এমনই এক মুহূর্তে দেখা গেছে, বাইকে শ্রীলীলাকে বসিয়ে শট দিচ্ছেন নায়ক। বাঁ হাতজুড়ে ব্যান্ডেজ।
ছবি মু্ক্তির আগেই নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে নায়কের। কার্তিকের বাড়ি থেকেও নাকি পছন্দ শ্রীলীলাকে— এই খবর জানাজানি হতে গুঞ্জন বেড়েছে বৈ কমেনি।
অন্তর্জালে আগেই গানের প্রমো এসেছিল। সে থেকেই ভক্ত-অনুরাগীরা অপেক্ষায় ছিলেন ‘চাঁদ মামা’ গানের। অবশেষে গতকাল সন্ধ্যার পর উন্মুক্ত হয়েছে আইটেম গানটি।
গানটিতে শাকিব খানের সঙ্গে দেখা গেছে ওপার বাংলার নুসরাত জাহানকে।
প্রীতম হাসানের কথা-সুরে তার সঙ্গে গানটি গেয়েছেন দোলা রহমান।
মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব খান ছাড়াও আছেন ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত।