<p>যত দিন যাচ্ছে, মানুষ যান্ত্রিক হয়ে যাচ্ছে। হাজারো কাজের চাপে আজকাল প্রায় সবাই ব্যস্ত থাকেন দিনের বেশিরভাগ সময়। এই যান্ত্রিক ব্যস্ততায় সবচেয়ে বেশি অবহেলা করা হয় যেটার সঙ্গে, সেটি আমাদের শরীর। প্রতিনিয়ত দৌড়ঝাপে থেকে অনেকেরই ঠিকমতো খাবার খাওয়া হয়ে উঠেনা। আবার অনেকে খিদে পেলে যা খুশি খেয়ে নেন। এতে গ্যাস, হজম না হওয়ার মতো নানাবিধ সমস্যা দেখা যায়। যার বাজে প্রভাব পড়ে শরীরে। তবে এখন কোনো কিছু খেয়ে শান্তিও নেই। বেশিরভাগ খাবার যেন ভেজালে ভরে গেছে। এই ভেজাল খাদ্য আমাদের শরীরের সবচেয়ে বেশি ক্ষতি করছে।</p> <p>তবে এই যান্ত্রিক ব্যস্ততা ও ভেজাল খাবারের মধ্যেও যদি ভেষজ উপায়ে নিজের শরীরের যত্ন নিতে পারেন, তাহলেই সুস্থ থাকতে পারবেন। তাই সকলের জন্য রইল ৫ টি ভেষজ পরামর্শ। নিয়মিত এই ৫টি ভেষজের মাধ্যমে নিজেকে রাখতে পারবেন সুস্থ, সবল ও সতেজ।</p> <p><strong>হলুদ ও দুধ : </strong>হলুদের সঙ্গে দুধ মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যাদের ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হওয়ার প্রবণতা আছে তাদের জন্য হলুদ ও দুধ খুবই উপকারী। সাধারণভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সেরা ঘরোয়া ওষুধ হলুদ ও দুধ। প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধের মধ্যে হলুদ মিশিয়ে খান এতে  সর্দি ও কাশি  থেকে আপনি মুক্তি পাবে। হলুদে অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রপার্টিজ থাকার জন্য নানাধরনের ভাইরাস সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমায়।</p> <p><img src="https://www.khaboronline.com/wp-content/uploads/2022/06/Milk_Termaric.jpg" style="height:675px; width:900px" /></p> <p><strong>আমলকী :</strong> সকালে খালি পেটে আমলকীর রস খেতে পারেন। তবে এই রস খাওয়ার পর ৪৫ মিনিট পর্যন্ত কফি বা চা না খাওয়াই ভালো। আমলকীতে প্রচুর ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আয়ুর্বেদশাস্ত্রে বলা হয়, নিয়মিত আমলকী খেলে জীবনের আয়ু নাকি বাড়ে। আমলকীর ভেষজ গুণ অনেক। আমলকীর রস যকৃৎ, পেটের সমস্যা, হজম ও কাশিতে বিশেষ উপকারী। আমলকীতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দিকাশি কমাতে পারে। চোখের দৃষ্টিশক্তি বাড়ায়।</p> <p><img src="https://www.khaboronline.com/wp-content/uploads/2022/06/Amloki-1.jpg" style="height:675px; width:900px" /></p> <p><strong>মেথি :</strong> প্রাচীনকাল থেকেই মেথির ব্যবহার রয়েছে। আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রেও মেথির উল্লেখ রয়েছে। অনেকেই হয়ত মেথি ভেজানো জল খান । তবে মেথির জল ছাড়া অঙ্কুরিত মেথিও খাওয়া যেতে পারে। কোনও তরকারিতে মেথি দিয়ে খাওয়া যেতে পারে। এক্ষেত্রে ডায়াবেটিস, কোলেস্টেরল, ওজন নিয়ন্ত্রণ করতে সহায়তা মেথি।</p> <p><img src="https://www.khaboronline.com/wp-content/uploads/2022/06/Methi-1.jpg" style="height:675px; width:900px" /></p> <p><strong>পুদিনা :</strong> একাধিক উপকারিতা রয়েছে এই ভেষজ উদ্ভিদের। শরীর ভালো রাখতে নির্দিষ্ট নিয়ম মেনে মিন্ট বা পুদিনার রস খাওয়া যেতে পারে। পুদিনার পাতা ভালো করে ধুয়ে চিবিয়ে খাওয়া যেতে পারে। কোষ্ঠকাঠিন্য, বদহজম, মুখের দুর্গন্ধ, সর্দি-কাশি একাধিক সমস্যায় কাজে দেয় পুদিনা। </p> <p><img src="https://www.khaboronline.com/wp-content/uploads/2022/06/Pudina_-1024x768.jpg" style="height:675px; width:900px" /></p> <p><strong>আদা :</strong> বিভিন্ন ধরনের তরকারি, চা থেকে শুরু করে নানা ধরনের খাবারে আদা দিয়ে খাওয়া যেতে পারে। আদার মধ্যে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকায় ঠান্ডা লাগা, নানা ধরনের ভাইরাল জ্বর, পেশিতে ব্যথাসহ বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এর অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরকে সতেজ রাখে।</p> <p><img src="https://www.khaboronline.com/wp-content/uploads/2022/06/Ada.jpg" style="height:675px; width:900px" /></p> <p>সূত্র : খবর অনলাইন</p>