<p>শরীর ও মনকে প্রসন্ন রাখতে সুগন্ধির ব্যবহার চলে আসছে সেই প্রাচীনকাল থেকে। ঘামের গন্ধ আড়াল করতেও এর জুড়ি নেই। সুগন্ধি ব্যবহারে রয়েছে কিছু নিয়ম-কানুন। জানাচ্ছেন তুলি রহমান।</p> <p>গায়ে সুগন্ধির ব্যবহার নিজেকে ফুরফুরে, চনমনে রাখার পাশাপাশি চারপাশকেও স্নিগ্ধ রাখে। সতেজ থাকতে অনেকেই আবার জামাকাপড়ের ওপরও সুগন্ধি স্প্রে করে নেন। এতে কিছুক্ষণ সুগন্ধ ছড়িয়ে একটু পরই আবার মিলিয়ে যায় এবং কাপড়ে রেখে যায় দাগ। কেউ কেউ হাতের কবজিতে সুগন্ধি মেখে দুই হাত দিয়ে ঘষে নেন, এতেও দীর্ঘ সময় গন্ধটি থাকে না।</p> <p>সুগন্ধি ব্যবহার করতে হলে বেছে নিতে হবে দেহের কয়েকটি পালস পয়েন্ট। যেখানে যেখানে হূত্স্পন্দন অনুভব করা যায় সেই অংশগুলোকেই পালস পয়েন্ট বলা হয়। যেমন - কবজি, গলা, কানের পেছন, হাঁটুর উল্টো দিক কিংবা বাহুর ভাঁজ ইত্যাদি। এই জায়গাগুলোতে পছন্দমতো সুগন্ধি হালকা করে স্প্রে করে নিলে সুবাস ছড়ায় দীর্ঘক্ষণ। প্রিয় সুবাস নাকে এলে যাপনের ক্লান্তিও দূর হয় নিমেষেই।</p> <p>গন্ধকে দীর্ঘস্থায়ী করতে হলে গন্ধের কোমলতা বা তীব্রতা ভেদে তিন থেকে চারবার সুগন্ধি মাখা উচিত। এতে শরীর থেকে তীব্র গন্ধ তৈরি হয়ে মাথা ধরা রোধ করবে এবং আশপাশের মানুষও অস্বস্তিতে পড়বে না। অনেকে ঘামের দুর্গন্ধ এড়াতে ঘামের ওপর সুগন্ধি ব্যবহার করেন। এটি উচিত নয়। কারণ এতে জীবাণু তৈরি হতে পারে। সুগন্ধি ব্যবহার করতে হবে শরীরের শুষ্ক জায়গায়, তাহলে সুবাস ধরে রাখবে অনেকক্ষণ। কড়া সুগন্ধি ব্যবহার করে কোথাও যাওয়া উচিত নয়। কেননা সেখানে উপস্থিত অনেকের অস্বস্তির কারণ হতে পারে।</p> <p>পারফিউম বা বডি স্প্রে সরাসরি ত্বকের ওপর লাগালে সুবাস দীর্ঘ সময় থাকবে। অনেকেই আছেন, যাঁরা সুগন্ধি চুলে মাখেন। চুল সুবাসকে দীর্ঘ সময় ধরে রাখলেও সুগন্ধিতে থাকা অ্যালকোহল চুলকে শুষ্ক করে তোলে।</p> <p><strong>কখন কোন সুগন্ধি</strong><br /> সুগন্ধি লাগালেই তো আর হলো না, তার জন্যও আছে নির্দিষ্ট সময়। সকালবেলার কোনো অনুষ্ঠানে পারফিউম হতে হবে খুবই হালকা ধরনের, আবার না লাগালেও চলে। গোসলের পর বডিমিস্ট বা কোলন লাগালে চনমনে লাগে। রাতেরবেলার অনুষ্ঠানে কড়া বা ঝাঁজালো পারফিউম ব্যবহার করা যায়। তবে কে ব্যবহার করছেন, তাঁর ব্যক্তিত্বের ওপরও নির্ভর করে সে কখন কোন ধরনের পারফিউম ব্যবহার করবেন। এ ছাড়া অনেকেরই গন্ধে অ্যালার্জি থাকে, কারো শ্বাসকষ্ট হয়, কারো র্যাশ, কেউ বেশি ঘামেন—এসব বিবেচনায় রেখেই নির্বাচন করতে হবে সুগন্ধি।</p>