<p style="text-align:justify">জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খালেদা জিয়ার ওপর অনেক অন্যায় হয়েছে : বাবুল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/07/1738881105-21c5c16fb6b0e7ca52fcc7111d1901b4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খালেদা জিয়ার ওপর অনেক অন্যায় হয়েছে : বাবুল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/02/07/1477907" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহী হবেন। কাছের কারো সমস্যায় উদ্বেগ থাকতে পারে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস স্বাস্থ্যহানির কারণ হতে পারে। দাম্পত্য সম্পর্ক মধুর করতে জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় দিন।</p> <p style="text-align:justify">বৃষ (২১ এপ্রিল-২০ মে): সামাজিক যোগাযোগ বাড়বে। আলস্য ও খেয়ালিপনা সাফল্যের পথে বাধার কারণ হতে পারে। কথাবার্তায় বিশেষ সতর্কতার প্রয়োজন আছে। আর্থিক দিক সাময়িকভাবে চ্যালেঞ্জিং হতে পারে। ভ্রমণ শুভ।</p> <p style="text-align:justify">মিথুন (২১ মে-২০ জুন): কোনো কিছু নিয়ে অনিশ্চয়তায় ভুগতে পারেন। কোনো ভুল সিদ্ধান্তের কারণে অনুতপ্ত হতে পারেন। মতবিরোধ আছে এমন মানুষকে এড়িয়ে চলুন। নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না। স্বাস্থবিধি মেনে চলুন।</p> <p style="text-align:justify">কর্কট (২১ জুন-২০ জুলাই): আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। কোনো কাজে অপ্রত্যাশিত মুনাফা পেতে পারেন। পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতের রাজ্যসভায় হাসিনার প্রত্যর্পণ ইস্যু, যা জানা গেল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/07/1738892286-a9080d97cfcc7971ccfc4c178ea527f2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতের রাজ্যসভায় হাসিনার প্রত্যর্পণ ইস্যু, যা জানা গেল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/02/07/1477910" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): আজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন। ঘর-পরিবারের মুলতবি থাকা কাজগুলো শেষ করার জন্য অনুকূল দিন। কোনো প্রচেষ্টা সার্থক রূপ নিতে পারে। মন স্থির রেখে সুদৃঢ় পদক্ষেপে এগিয়ে যান।</p> <p style="text-align:justify">কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): কোনো যোগাযোগে আশাবাদী হবেন। ভ্রাতৃস্থানীয় ব্যক্তির সাহায্য পাবেন। নতুন পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত রয়েছে। ব্যবসায়ীরা অল্প পরিশ্রমেই লাভবান হবেন। থেমে থাকা কাজের অগ্রগতি হবে।</p> <p style="text-align:justify">তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): অর্থভাগ্য অন্য দিনের তুলনায় ভালো হবে। পরিকল্পনা বাস্তবায়নে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিন। দরকারি কাজে সময় দিলে ভালো ফল পাবেন। বিতর্ক এড়িয়ে চলুন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিজ্ঞানীদের ধারণা মানুষই এই গ্রহে ‘আসল এলিয়েন’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/07/1738895764-b43c1de12f773ff7bc46f2aa057959f4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিজ্ঞানীদের ধারণা মানুষই এই গ্রহে ‘আসল এলিয়েন’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/miscellaneous/2025/02/07/1477912" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): কাজে উৎসাহ পাবেন। কোনো পরিকল্পনার অগ্রগতি হবে। আপনার কর্মদক্ষতা অন্যের দৃষ্টি আকর্ষণ করবে। পারিপার্শ্বিক অবস্থানুসারে নতুন উদ্যোগ নিতে পারেন। সবার সঙ্গে মিলেমিশে কাজ করুন।</p> <p style="text-align:justify">ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : আপনার পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। বিভিন্ন কারণে উদ্বেগ থাকতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। আপনি আসলে কী চান, তা বুঝতে একটু সময় নিন। আপনার অনুভূতিগুলো সততার সঙ্গে প্রকাশ করুন।</p> <p style="text-align:justify">মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি হতে পারে। কোনো বন্ধু আপনার কাজের সহায়ক হবে। যদি আর্থিক বৃদ্ধির সুযোগ দেখা দেয়, তবে তাদের সাবধানে মূল্যায়ন করুন এবং সম্ভাব্য ঝুঁকি ও সুবিধাগুলো বিবেচনা করুন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাকায় দিনের তাপমাত্রা কমবে ২ ডিগ্রি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/07/1738895828-fd107bec4a5eaaed6441a46280dcc929.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাকায় দিনের তাপমাত্রা কমবে ২ ডিগ্রি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/02/07/1477913" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : কাজে উন্নতির যোগ আছে। বৈষয়িকভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে। আপনার দক্ষতার ওপর বিশ্বাস রাখুন এবং আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিতে প্রচেষ্টা অব্যাহত রাখুন। মনের স্থিরতা বজায় রাখুন।</p> <p style="text-align:justify">মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। কর্ম ও আয়ের ক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। পরিকল্পনা বাস্তবায়নের পথ পাবেন। সৃজনশীল কাজে আনন্দ পাবেন। প্রিয়সঙ্গ আনন্দ দেবে।</p> <p style="text-align:justify">আহমেদ মাসুদ, বিশিষ্ট অকাল্ট সাধক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, ফেংশুই ও বাস্তু বিশেষজ্ঞ। যোগাযোগ: ০১৭১১০৫৭৩৭৭ ই-মেইল: amasud9995@gmail.com www.astrologerahmedmasud.com</p>