বিবিসির সাবেক সাংবাদিক ও বিশিষ্ট লেখক ঊর্মি রহমান শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) ভারতের কলকাতায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বাংলাদেশে সাংবাদিকতা জগতে তার দীর্ঘদিনের পদচারণ ছিল।
বিবিসির সাবেক সাংবাদিক ও বিশিষ্ট লেখক ঊর্মি রহমান শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) ভারতের কলকাতায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বাংলাদেশে সাংবাদিকতা জগতে তার দীর্ঘদিনের পদচারণ ছিল।
শিক্ষার্থী থাকাকালীন দৈনিক সংবাদে তার সাংবাদিকতা জীবনের শুরু। পরবর্তী সময়ে দৈনিক বাংলা ও হলিডেতে কাজ করেন। বিবিসির সাংবাদিক হিসেবে অবসর নেন।
এ ছাড়া তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে কাজ করেছেন। লেখালেখির সঙ্গে জড়িত ছিলেন তিনি। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে আছে প্রবন্ধ, ভ্রমণকাহিনি ও অনুবাদ। ছোটদের জন্যও লিখেছেন তিনি।
সম্পর্কিত খবর
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে মাগুরা সদর থানার অন্তর্গত পারলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বাহিনীর অধিনায়ক লে. কর্ণেল আনন্দ মোস্তফা মিশুর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে মাগুরা সদর ও মোহাম্মদপুর আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা অংশগ্রহণ করেন।
গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার পারলা গ্রামের মো. ফরিদ হাসান খান (৫৬), বন্যাতৈল গ্রামের, মো. সোহেল রেজা (৩৮), শহরের হাসপাতাল পাড়ার মো. নূহুদারুল হুদা (৫৯), আবালপুর গ্রামের মো. আব্দুল জলিল জুয়েল (৩৫), মো. শাহিন শেখ (২৮), গ্রামের নাম অজ্ঞাত, ভায়না গ্রামের কাজী আরিফুল হক ওরফে পাভেল (৪৫), শ্রীপুর উপজেলার রাখেরা গ্রামের মো. আইনূল হোসাইন (৪৪), পটুয়াখালী সদর উপজেলার জামুরা গ্রামের মো. ইলিয়াছ খান (৩৩) ও ঢাকা মোহাম্মদপুরের সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮)।
জেলা সদর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, অভিযানকালে গ্রেপ্তারকৃতদের আস্তানা থেকে ১টি চাইনিজ পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন, ১টি এয়ার গান, ২৭৬ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ২টি চাইনিজ কুড়াল, ৬টি চাপাতি, ২ বোতল মদ, নগদ দেড় লাখ টাকা ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজি, লুটপাট এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, আজ ভোর ৬টার দিকে সেনাবাহিনী অস্ত্র ও ৯ জনকে সদর থানায় হস্তান্তর করেছে।
‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯’ এর সংশোধন করেছে সরকার। এর মাধ্যমে বিয়ে ও তালাক নিবন্ধন ম্যানুয়ালির পাশাপাশি অনলাইন পদ্ধতিতেও সম্পাদন করা যাবে। এই সংশোধনী এনে সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে জানানো হয়, সরকার মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ এর অধিকতর সংশোধন করল।
নিকাহ্ ও তালাক নিবন্ধন পদ্ধতি প্রসঙ্গে প্রজ্ঞাপনে জানানো হয়, নিকাহ্ ও তালাক নিবন্ধন ম্যানুয়ালি বা অনলাইন পদ্ধতিতে সম্পাদন করা যাবে।
এতে আরো জানানো হয়, অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ফরম ‘ঘ’ তে যেসব ব্যক্তির স্বাক্ষর প্রয়োজন তারা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে বা সরাসরি স্বাক্ষর এবং নিরক্ষর ব্যক্তির ক্ষেত্রে টিপসই দেবেন।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিয়ে ও তালাক নিবন্ধন ম্যানুয়ালির পাশাপাশি অনলাইন পদ্ধতিতে সম্পাদন করার বিষয়ে আইনি জটিলতা কেটেছে।
দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের শিল্প ও অর্থনীতির বিকাশে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরুপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর সিটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে কিহাককে নাগরিকত্ব সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় কিহাকসহ মোট পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়।
এর আগে, গত শতাব্দীর মাঝামাঝিতে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন কিহাক। বাংলাদেশের তৈরি পোশাক খাত (আরএমজি) ও টেক্সটাইল খাতের বিকাশে অগ্রণী ভূমিকা রেখেছিলেন তিনি।
এই খাতগুলোতে প্রথমবারের মতো বিনিয়োগ করেছিলেন তিনি। পরবর্তীতে তাকে অনুসরণ করে অনেক কোরিয়ান বাংলাদেশের অর্থনীতিতে বিনিয়োগ করেন।
তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে ইয়াংওয়ান করপোরেশনের পাশাপাশি অন্যান্য কোম্পানিও চট্রগ্রাম ইপিজেড, ঢাকা ইপিজেড ও কোরিয়ান ইপিজেডে বিনিয়োগ করে। ফলে দেশের অর্থনীতিতে সুবাতাস বইতে শুরু করে। সক্রিয় হয়ে ওঠে অর্থনৈতিক অঞ্চল বা ইপিজেডগুলো।
এই সম্মাননা পেয়ে কিহাক বলেন, ‘সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি খুবই সম্মানিত বোধ করছি।
এছাড়াও বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ফেব্রিক লাগবে কোম্পানি, ওয়াল্টন, বিকাশ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট’ পুরষ্কার তুলে দেন প্রধান উপদেষ্টা।
এ সময় বিভিন্ন খাতে বিনিয়োগ প্রসঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মতামত জানতে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস রোজি, ইন্ডিটেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গার্সিয়া মাসিরাস ও অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মনজুর।
পুরষ্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানসহ অনেকে।
সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় রাতে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে যেসব বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া বিভিন্ন বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে সামান্য বাড়তে পারে। এ ছাড়া ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায় ১৭ মিলিমিটার।