<p>জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ ডলফিন টিকিয়ে রাখতে নদী-জলাশয়ের দূষণ রোধ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, দেশের নদী ও জলাশয়ে মিঠাপানির ডলফিনের উপস্থিতি আমাদের পরিবেশের স্বাস্থ্য নির্দেশ করে। ডলফিন টিকিয়ে রাখতে দূষণ রোধের পাশাপাশি পানির প্রবাহ ঠিক রাখতে হবে। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি ও সরকারের পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শূন্য থেকে কোটিপতি ছাত্রলীগ নেতা তারা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/24/1729765304-790128008b8eeb42e14d945eee29abf3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শূন্য থেকে কোটিপতি ছাত্রলীগ নেতা তারা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/24/1438684" target="_blank"> </a></div> </div> <p> </p> <p>বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁয়ে বন ভবনে ‘নদীর প্রাণ ডলফিন-শুশুক, নিরাপদে বেঁচে থাকুক’ প্রতিপাদ্যে বিশ্ব ডলফিন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। <br /> প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব ড. ফারহিনা আহমেদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিলুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম মনিরুল এইচ খান, উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ প্রমুখ।</p> <p>সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, বন রক্ষায় বন কর্মকর্তাদের সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। কাজের গতি বাড়াতে হবে। যেকোনো সমস্যা হলে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। </p> <p>তিনি আরো বলেন, দেশীয় প্রজাতির গাছ লাগানো বন বিভাগের প্রধান দায়িত্ব। গাছ কাটার বিরুদ্ধে যথাসময়ে ব্যবস্থা নেওয়ার জন্য বনরক্ষীদের প্রতি আহ্বান জানান তিনি। </p> <p>অবিলম্বে বন কর্মকর্তাদের ঝুঁকিভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে সৈয়দা রিজওয়ানা বলেন, বন কর্মকর্তাদের সহায়তার জন্য তার দরজা সব সময় খোলা থাকবে। বন ও ডলফিন রক্ষার কাজে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।</p> <p>সভায় ডলফিনের প্রদর্শনী ও প্রামাণ্য চিত্রও দেখানো হয়। এর আগে সাইটিস সার্টিফিকেশন প্রক্রিয়া ডিজিটালাইজড করার ওয়েবসাইট উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা। তিনি এ সময় ডলফিন জরিপের ফলাফল ঘোষণা করেন। ফলাফলে জানানো হয়, এই সমীক্ষার মাধ্যমে প্রায় ৬৩৬টি দল বা এক হাজার ৩৫২টি গাঙ্গেয় ডলফিনের উপস্থিতি নির্ধারণ করা হয়েছে।</p>