শেয়ার বিক্রি করে বেক্সিমকোর কর্মীদের দেওয়া হবে বকেয়া বেতন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শেয়ার বিক্রি করে বেক্সিমকোর কর্মীদের দেওয়া হবে বকেয়া বেতন
সংগৃহীত ছবি

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বেক্সিমকোর কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

আজ মঙ্গলবার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের বর্তমান শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ তথ্য জানান শ্রম উপদেষ্টা।

মন্তব্য

সম্পর্কিত খবর

নির্বাচনব্যবস্থায় আস্থা ফেরাতে কাজ করছে কমিশন : ইসি সানাউল্লাহ

নওগাঁ প্রতিনিধি
নওগাঁ প্রতিনিধি
শেয়ার
নির্বাচনব্যবস্থায় আস্থা ফেরাতে কাজ করছে কমিশন : ইসি সানাউল্লাহ
ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি : কালের কণ্ঠ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘নির্বাচনব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন। মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে নিজেদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে, সেটাও নিশ্চিত করা হবে।’

রবিবার (২ জানুয়ারি) দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ইতোপূর্বে ভোটার তালিকার তথ্য নিয়ে সমালোচনা ছিল।

সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটি সুন্দর, স্বচ্ছ এবং বিতর্ককহীন ভোটার তালিকা দরকার। এর অংশ হিসেবে কমিশন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করেছে। ভোটার তালিকা হালনাগাদের সময় যাতে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশ করা যায়, সে জন্য সঠিক তথ্য সংগ্রহের আহ্বান জানান সংশ্লিষ্টদের।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক ঐকমত্য প্রক্রিয়ার বিষয়।

এ ছাড়া বিচারিক একটা বিষয় রয়েছে যদি আদালতে গড়ায়। এটি নির্বাচন কমিশনের বিষয় নয়। তফসিল ঘোষণা পর যেসব নিবন্ধিত রাজনৈতিক দল থাকবে তখন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ সময় জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার সফিউল সারোয়ার, নওগাঁ পৌরসভার প্রশাসক টি এম এ মমিন ও জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিবসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব
সংগৃহীত ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে। প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানান, আগামী ৩০ জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে তিনি ভাতার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি।

গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দেন অন্য তথ্য। গত ২৮ জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না।

আরো পড়ুন
কারাগারের লোগো থেকে নৌকা বাদ, যুক্ত হলো চাবি ও ব্যাটন

কারাগারের লোগো থেকে নৌকা বাদ, যুক্ত হলো চাবি ও ব্যাটন

 

সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন কি-না, এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, মহার্ঘ ভাতার বিষয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত নেইনি।

এবার সেই মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

তিনি বলেন, মহার্ঘ ভাতা দেওয়া হবে কি হবে না, সে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয়।

রবিবার (২ ফেব্রুয়ারি) বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরকে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। তিনি বলেছেন, অর্থ মন্ত্রণালয় যেটা বলবে, সেটা সরকারের কথা।

এটার জন্য অপেক্ষা করেন।

তিনি আরো বলেন, ‘আমার মনে হয়, আমরা কারও কথায় গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটা বলবেন, অর্থ মন্ত্রণালয় যেটা বলবে, সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য।’ 

আরো পড়ুন
জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ

জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ

 

এছাড়া চার বিভাগকে চারটি প্রদেশের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। তথ্যটি নিশ্চিত করে তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী-দেশের পুরনো এই চার বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন।

মোখলেস উর রহমান জানান, আগামী ৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে।

তিনি এও জানিয়েছেন, ১৮২ পৃষ্ঠার সুপারিশে একটি জনবান্ধব জনপ্রশাসন তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

কারাগারের লোগো থেকে নৌকা বাদ, যুক্ত হলো চাবি ও ব্যাটন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কারাগারের লোগো থেকে নৌকা বাদ, যুক্ত হলো চাবি ও ব্যাটন
সংগৃহীত ছবি

কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করা হয়েছে। নতুন লোগোতে নৌকা প্রতীক বাদ দেওয়া হয়েছে। সেই স্থানে যুক্ত করা হয়েছে চাবি ও ব্যাটনের (লাঠি) চিহ্ন। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদপ্তরের পূর্ববর্তী লোগো পরিবর্তন করে নতুন লোগো প্রতিস্থাপনের নির্দেশনা জারি করেছে। এখন থেকে নতুন লোগো ব্যবহৃত হবে।

পুরনো লোগোতে দেখা যায়, ওপরে শাপলা ও দুই পাশে পাটপাতা, মাঝে পালতোলা নৌকা এবং নিচে বি ডি জে লেখা।
নতুন লোগোতে দেখা গেছে, মাঝে শুধু পালতোলা নৌকা বাদ দেওয়া হয়েছে।

পালতোলা নৌকা বাদ দিয়ে কারা অধিদপ্তরের চাবি ও ব্যাটনের চিহ্ন দেওয়া হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সোমবার রাতে ২ ডিগ্রি কমবে তাপমাত্রা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সোমবার রাতে ২ ডিগ্রি কমবে তাপমাত্রা

আগামীকাল সোমবার সারা দেশে রাতে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমে শীত বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশার কারণে বিমান, নৌ ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। 

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন
বিদেশ গমনেচ্ছুদের সতর্ক করে যে ১০ নির্দেশনা দিল মন্ত্রণালয়

বিদেশ গমনেচ্ছুদের সতর্ক করে যে ১০ নির্দেশনা দিল মন্ত্রণালয়

 

এতে বলা হয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরো পড়ুন
ফারজানা সিঁথির নাচের দৃশ্য দাবিতে ভিডিও প্রচার, যা জানা গেল

ফারজানা সিঁথির নাচের দৃশ্য দাবিতে ভিডিও প্রচার, যা জানা গেল

 

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনে সামান্য কমতে পারে। পরদিন মঙ্গলবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শুরুতে তাপমা কমতে পারে। 

আরো পড়ুন
রেলপথ-বিশ্বরোড অবরোধ কর্মসূচি স্থগিত তিতুমীর শিক্ষার্থীদের

রেলপথ-বিশ্বরোড অবরোধ কর্মসূচি স্থগিত তিতুমীর শিক্ষার্থীদের

 

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ও চুয়াডাঙ্গায় ১১ ডিগ্রি সেলসিয়াস। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ