শেয়ার বিক্রি করে বেক্সিমকোর কর্মীদের দেওয়া হবে বকেয়া বেতন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শেয়ার বিক্রি করে বেক্সিমকোর কর্মীদের দেওয়া হবে বকেয়া বেতন
সংগৃহীত ছবি

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বেক্সিমকোর কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

আজ মঙ্গলবার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের বর্তমান শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ তথ্য জানান শ্রম উপদেষ্টা।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিশ্ব ইজতেমার মুসল্লিদের জন্য মেট্রোরেলের বিশেষ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিশ্ব ইজতেমার মুসল্লিদের জন্য মেট্রোরেলের বিশেষ ব্যবস্থা
সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমার মুসল্লিদের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

শুক্রবার (৩১ জানুয়ারি) ডিমটিসিএল কর্তৃপক্ষ মেট্রোরেল চলাচলে বিশেষ ঘোষণা দেয়।

এতে বলা হয়, বিশ্ব ইজতেমা উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিগণ ও সম্মানিত যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেলের পক্ষ হতে অতিরিক্ত ৬টি ট্রিপের মাধ্যমে যাত্রীসেবা দেওয়া হবে।

সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লি ও যাত্রীগণকে মেট্রোরেলের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

এদিকে, শুক্রবার বাদ ফজর বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চলবে রোববার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত। ওইদিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব।

মন্তব্য

প্রধান উপদেষ্টা হওয়ার আগে যা ঘটেছিল, জানালেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
প্রধান উপদেষ্টা হওয়ার আগে যা ঘটেছিল, জানালেন ড. ইউনূস

প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এমন সময় ঢাকায় আন্দোলনকারী ছাত্রনেতাদের ফোন, বললেন আপনাকে সরকার হতে হবে। তিনি বলেছিলেন, ‘না, আমি সেই ব্যক্তি নই। আমি এর কিছুই জানি না।

আমি এরসঙ্গে যুক্ত হতেও চাই না। তারা নাছোড়বান্দা কিছুতেই ছাড়লেন না, শেষ পর্যন্ত রাজি হলাম’ এমনটাই বলছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। সে সময় ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের বৈদেশিকবিষয়ক প্রধান ভাষ্যকার গিডেয়েন রাখমানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি।

সেখানে তিনি প্রধান উপদেষ্টা হতে রাজি হওয়ার বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। ‘রাখমান রিভিউ’ নামের ওই পডকাস্ট অনুষ্ঠানে কথোপকথন লিখিত আকারে গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।

সেখানে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি যখন প্রথম ফোনকল পাই, তখন আমি প্যারিসের হাসপাতালে ছিলাম। আমার ছোট্ট একটি অস্ত্রোপচার করা হয়েছিল।

তখন তারা (ছাত্রনেতারা) ফোন দিল। যদিও আমি বাংলাদেশে কী ঘটছে, সেসব খবর প্রতিদিন মুঠোফোনে দেখতাম। তখন তারা বলল, তিনি (শেখ হাসিনা) চলে গেছেন। এখন আমাদের সরকার গঠন করতে হবে। দয়া করে, আমাদের জন্য সরকার গঠন করুন।
 

কারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল- এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ‘শিক্ষার্থীরা। আমি তাদের কাউকেই চিনতাম না। কখনো তাদের সম্পর্কে শুনিনি। কাজেই আমি তাদের বিকল্প কাউকে খোঁজার বিষয়ে বোঝানোর চেষ্টা করছিলাম। তাদের বলেছিলাম, বাংলাদেশে অনেক ভালো নেতা আছেন। তোমরা তাদের খুঁজে নাও। তারা বলছিল, না, না, না। আপনাকেই থাকতে হবে। আমরা কাউকে পাইনি। আমি বলেছিলাম, জোরালো চেষ্টা করো। তারা বলল, আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। তখন বলেছিলাম, অন্তত একটা দিন চেষ্টা করো। না পেলে ২৪ ঘণ্টা পর আমাকে আবার ফোন করো।

অধ্যাপক ইউনূস বলেন, তারা (ছাত্রনেতারা) আবার আমাকে ফোন করল। বলল, আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু সম্ভব হয়নি। আপনাকে অবশ্যই দেশে ফিরতে হবে। শেষ পর্যন্ত আমি বললাম, দেখো, তোমরা রাজপথে জীবন দিয়েছো। প্রচুর রক্তক্ষয় হয়েছে। তোমরা সম্মুখসারিতে আছো। যেহেতু তোমরা এসব করতে পেরেছ, এখন ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমারও কিছু করা উচিত। আর এটাই সেই সময়। সরকারের সংস্কার করতে হবে। আমি রাজি। তোমরা কি একমত? তারা আর কোনো কথা বলেনি।

সেই দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ঘণ্টা দুয়েক পর হাসপাতালের একজন নার্স এলেন। তিনি আমাকে একটি ফুলের তোড়া উপহার দিলেন। আমি বললাম, এটা কেন? তখন ওই নার্স বললেন, আপনি বাংলাদেশের ‘প্রধানমন্ত্রী’, আমরা এটা জানতাম না। আমি বললাম, এটা আপনি কোথা থেকে জানলেন? তখন তিনি বললেন, “সব গণমাধ্যমে, সব টেলিভিশনে সংবাদ প্রচার হচ্ছে, আপনি বাংলাদেশের ‘প্রধানমন্ত্রী’। আমি বললাম, আমি আপনার কাছ থেকেই এটা জানলাম।

অধ্যাপক ইউনূস বলেন, ‘এরও ঘণ্টা দুয়েক পর ওই বোর্ড সদস্যরাদসহ হাসপাতালের প্রধান আসেন। তারা ফুলের তোড়া দিয়ে নতুন ‘প্রধানমন্ত্রী’ হিসেবে আমাকে শুভেচ্ছা জানান। সঙ্গে এটাও বলেন যে বিকেলের আগে আমাকে হাসপাতাল ছাড়ার বিষয়ে অনুমতি দেওয়া হবে না।
 

মন্তব্য
প্রধান উপদেষ্টার প্রেস উইং

দেশে কথিত ‘সেনা অভ্যুত্থান’ নিয়ে আনন্দবাজারে ভুয়া প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দেশে কথিত ‘সেনা অভ্যুত্থান’ নিয়ে আনন্দবাজারে ভুয়া প্রতিবেদন
সংগৃহীত ছবি

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে প্রকাশিত ‘সেনা অভ্যুত্থান ঢাকায়? নজর দিল্লির’ শীর্ষক প্রতিবেদনটি ভুয়া বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শুক্রবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুকে এ বিষয়ে এক বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ভারতীয় গণমাধ্যম তাদের দীর্ঘদিনের প্রতিনিধি শেখ হাসিনাকে সমর্থন করার জন্য পরিচিত। এর মাধ্যমে বাংলাদেশের জনগণ এবং প্রতিষ্ঠানগুলোকে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে, যারা জুলাই ও আগস্ট মাসে তার স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে।

এই ধরনের অপপ্রচার হাইব্রিড যুদ্ধের কৌশল হিসেবে পরিচিত, যা তথ্য যুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে তাদের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করার উদ্দেশ্যে চালানো হয় বলেও দাবি করা হয়।

আরো বলা হয়, হাইব্রিড যুদ্ধের একটি বড় অংশ হল ডিসইনফরমেশন (ভ্রান্ত তথ্য প্রচার), যেখানে একটি প্রমাণহীন এবং বিভ্রান্তিকর গল্প প্রথমে একটি মিডিয়া আউটলেটে প্রচার করা হয়। এই গল্পটি পরবর্তীতে অন্যান্য মিডিয়া আউটলেটে ছড়িয়ে পড়ে, যার ফলে এটি কিছুটা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে। এমনকি যারা বিষয়টি বিস্তারিতভাবে জানার সুযোগ পান না, তারা এই ধরনের অপপ্রচার বিশ্বাস করতে পারেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে বিবৃতিতে বলা হয়, এই প্রচারণার মূল লক্ষ্য হলো বাংলাদেশের জনগণ এবং তার সার্বভৌমত্বের প্রতি আঘাত হানা। এমনকি প্রায়শই ভারতীয় মিডিয়ার মুখপাত্র হিসেবে কাজ করা আনন্দবাজার পত্রিকা এমন একটি কল্পকাহিনীর প্রচার করছে, যা বাস্তবতা থেকে দূরে। বাংলাদেশের সেনাবাহিনী এবং সরকারের বিরুদ্ধে এসব গল্পের কোনো ভিত্তি নেই এবং এসবের পেছনে একটি সুদূরপ্রসারী রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। 

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের জনগণ এবং তার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রাখতে, সাংবাদিকদের উচিত তাদের সংবাদ সংগ্রহ এবং পরিবেশন করার পদ্ধতি পুনঃমূল্যায়ন করা এবং অপপ্রচার ছড়িয়ে দেওয়ার পরিবর্তে প্রকৃত তথ্যের ওপর ভিত্তি করে সংবাদ পরিবেশন করা।

মন্তব্য

ঘন কুয়াশায় ব্যাহত হতে পারে নৌ, বিমান ও সড়ক যোগাযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঘন কুয়াশায় ব্যাহত হতে পারে নৌ, বিমান ও সড়ক যোগাযোগ

ঘন কুয়াশার কারণে আগামী ৪৮ ঘণ্টায় নৌ, বিমান ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে। এ ছাড়া দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। 

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরো পড়ুন
আইসিডিডিআরবির হাজারেরও বেশি কর্মী চাকরি হারালেন যে কারণে

আইসিডিডিআরবির হাজারেরও বেশি কর্মী চাকরি হারালেন যে কারণে

 

এদিকে আগামী তিন দিন দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া পরদিন রবিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এই সময়ের শুরুতে রাতের তাপমাত্রা কমতে পারে। 

আরো পড়ুন
তাপমাত্রা বাড়বে নাকি কমবে, জানাল আবহাওয়া অফিস

তাপমাত্রা বাড়বে নাকি কমবে, জানাল আবহাওয়া অফিস

 

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ