বদলে গেল বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বদলে গেল বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম
সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু সেতু এবং বঙ্গবন্ধু ট্যানেলের নাম পরিবর্তন করে যথাক্রমে যমুনা সেতু এবং কর্ণফুলী টানেল নাম করেছে সরকার।

আজ বুধবার সেতু বিভাগ এসংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করেছে। এতে বলা হয়, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

আরো পড়ুন
‘এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা’

‘এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা’

 

সেতু বিভাগের যুগ্ম সচিব মো. তবিবুর রহমান তবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, যমুনা নদীর ওপর ৪.৮ কিলোমিটার দীর্ঘ সেতুটি ১৯৯৮ সালের জুন মাসে এবং চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল ২০২৩ সালের অক্টোবরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

দেশের সব মসজিদে জুমার নামাজ নিয়ে ইফার বিশেষ অনুরোধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দেশের সব মসজিদে জুমার নামাজ নিয়ে ইফার বিশেষ অনুরোধ

দেশের সব মসজিদে জুমার নামাজ একই সময় আদায় করতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। রবিবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান (সিনিয়র জেলা ও দায়রা জজ) সই করা এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুমার দিন সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন।

মহান আল্লাহ বলেছেন, ‘হে বিশ্বাসী! জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচাকেনা বর্জন করো। এ-ই তোমাদের জন্য সর্বোত্তম; যদি তোমরা জানতে।’ (সুরা জুমা, আয়াত: ৯) জুমা পারস্পরিক দেখা-সাক্ষাৎ ও সাপ্তাহিক ঈদের দিন।

এদিনকে বিশেষ মর্যাদা ও তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এদিনে বিশেষ সময়ে বরকত ও কল্যাণ রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। কোনো মসজিদে দুপুর ১টায়, কোনো মসজিদে দেড়টায়, আবার কোনো মসজিদে দুপুর ১টা ৫০ মিনিটে জুমার নামাজ শুরু করতে দেখা যায়।

সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ করে পথচারীরা (সফররত মুসল্লি) বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হন।

এ সমস্যা দূরীকরণে সারা দেশে সব মসজিদে মুসল্লিদের সুবিধার্থে একই সময় দুপুর ১.৩০টায় জুমার নামাজ আদায় করার জন্য আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমতাবস্থায় তার বিভাগ/জেলায় অবস্থিত সব মসজিদে একই সময়ে, অর্থাৎ দুপুর দেড়টায় জুমার নামাজ আদায় করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রাসঙ্গিক
মন্তব্য

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল
সংগৃহীত ছবি

বাংলাদেশের পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত 
ফের বহাল করা হয়েছে। গত ৭ এপ্রিল তারিখে উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত'।

তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি।

মন্তব্য

কত দিন ডিবির দায়িত্ব ছিলেন রেজাউল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কত দিন ডিবির দায়িত্ব ছিলেন রেজাউল
সংগৃহীত ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর জনপ্রশাসনে ব্যাপক পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। স্বৈরাচার শেখ হাসিনার নিয়োগ করা অনেক প্রশাসনিক কর্মকর্তাকে বদলি, চাকরিচ্যুত করা হয়। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয় স্বৈরাচারী আমলে সুবিধাবঞ্চিতদের। এরই ধারাবাহিকতায় গত বছরের ১ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হয়েছিলেন রেজাউল করিম মল্লিক।

আরো পড়ুন
সংঘর্ষে নিহত, শাহজাদপুরে বিএনপির ২ নেতার পদ স্থগিত

সংঘর্ষে নিহত, শাহজাদপুরে বিএনপির ২ নেতার পদ স্থগিত

 

শনিবার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক আদেশে তাকে সরিয়ে দেওয়া হয়। 

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে এই পদে রাখা হবে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

আরো পড়ুন
চৈত্র সংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দেয় : উপদেষ্টা ফরিদা আখতার

চৈত্র সংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দেয় : উপদেষ্টা ফরিদা আখতার

 

সদ্য সাবেক এই ডিবিপ্রধান সাত মাস ১৩ দিন দায়িত্ব পালন করেছেন এই পদে। ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য

চৈত্রসংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দেয় : ফরিদা আখতার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চৈত্রসংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দেয় : ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘চৈত্রসংক্রান্তিতে আমরা যা পাই, তা প্রকৃতির দান। চৈত্রসংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দিয়ে থাকে।’

রবিবার (১৩ এপ্রিল) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী চৈত্রসংক্রান্তি ও বৈশাখ উদযাপন অনুষ্ঠানে নারী ও চৈত্রসংক্রান্তি আলোচনায় তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, ‘এই প্রথম বাংলাদেশে সরকারিভাবে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ একত্রে অনুষ্ঠিত হচ্ছে।

দেশের সংস্কৃতিতে আমরা শুধু এত দিন পহেলা বৈশাখ উদযাপন করে আসছিলাম তার একটি পরিবর্তন এলো। কারণ এটাই আমাদের আসল সংস্কৃতি।’

উপদেষ্টা শাক-সবজিকে দরিদ্র মানুষের পুষ্টির অন্যতম উৎস উল্লেখ করে বলেন, ‘এই উৎসবের দিন সাধারণত বিভিন্ন পদের শাক-সবজি দিয়ে তরকারি তৈরি করার প্রচলন আছে। এদিন কোনো প্রকার আমিষ খাওয়া হয় না।

গ্রামবাংলার যত ধরনের আয়োজন ও বৈচিত্র্য সংস্কৃতি, তা এই চৈত্রসংক্রান্তিতে দেখা যায়।’

চৈত্রসংক্রান্তির ঐতিহ্যবাহী ১৪ রকমের শাকের কথা উল্লেখ করে ফরিদা আখতার বলেন, ‘এই শাক বর্তমানে আর বিশুদ্ধভাবে পাওয়া যায় না। আজকাল পরিবেশদূষণের কারণে এবং আধুনিক কৃষিতে কীটনাশক ও আগাছা নাশক ব্যবহারের কারণে আমরা শাক পেলেও তা ব্যবহার উপযোগী নয়। কারণ সেটা বিষাক্ত হয়ে যায়।

আমরা যদি পরিবেশটাকে বিষমুক্ত করতে পারি, তাহলে সবাই শাক খেতে পারব।’

তিনি বলেন, ‘আমরা দেশের যে উন্নয়নের কথা বলছি ও দেশকে এগিয়ে নিতে চাচ্ছি এবং জুলাইয়ের অভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, সেখানে বিল্ডিং ও গাড়ি করাটাই যেন উন্নয়নের মূল সংজ্ঞা না হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্ব পালন করতে হবে।’

নবপ্রাণ আন্দোলনের আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে বিশিষ্ট কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, কুষ্টিয়া থেকে আগত সাধুগুরু, নবপ্রাণ আন্দোলনের শিক্ষার্থীরা ও নয়াকৃষি আন্দোলনের কৃষকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ