গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে মাগুরা সদর থানার অন্তর্গত পারলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বাহিনীর অধিনায়ক লে. কর্ণেল আনন্দ মোস্তফা মিশুর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে মাগুরা সদর ও মোহাম্মদপুর আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা অংশগ্রহণ করেন।
গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার পারলা গ্রামের মো. ফরিদ হাসান খান (৫৬), বন্যাতৈল গ্রামের, মো. সোহেল রেজা (৩৮), শহরের হাসপাতাল পাড়ার মো. নূহুদারুল হুদা (৫৯), আবালপুর গ্রামের মো. আব্দুল জলিল জুয়েল (৩৫), মো. শাহিন শেখ (২৮), গ্রামের নাম অজ্ঞাত, ভায়না গ্রামের কাজী আরিফুল হক ওরফে পাভেল (৪৫), শ্রীপুর উপজেলার রাখেরা গ্রামের মো. আইনূল হোসাইন (৪৪), পটুয়াখালী সদর উপজেলার জামুরা গ্রামের মো. ইলিয়াছ খান (৩৩) ও ঢাকা মোহাম্মদপুরের সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮)।
জেলা সদর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, অভিযানকালে গ্রেপ্তারকৃতদের আস্তানা থেকে ১টি চাইনিজ পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন, ১টি এয়ার গান, ২৭৬ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ২টি চাইনিজ কুড়াল, ৬টি চাপাতি, ২ বোতল মদ, নগদ দেড় লাখ টাকা ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজি, লুটপাট এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, আজ ভোর ৬টার দিকে সেনাবাহিনী অস্ত্র ও ৯ জনকে সদর থানায় হস্তান্তর করেছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।